শ্রীচৈতন্য মহাপ্রভুর অষ্টোত্তর শতনাম বা শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম – শ্রীচৈতন্য মহাপ্রভু ১৮ই ফেব্রুয়ারি ১৯৮৬ খ্রিস্টাব্দে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার নবদ্বীপে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা শ্রীমতি শচীদেবী। চৈতন্য মহাপ্রভু ছিলেন বহু লোক প্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি ছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণ ও শ্রীমদ্ভগবদ্গীতায় উল্লিখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। বিশেষত তিনি পরম সত্ত্বা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করতেন।
শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তগণ প্রভুর আরাধনার সময় শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম জপ করে থাকেন। তাই আজ আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর অষ্টোত্তর শতনাম বা চৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন এক নজরে দেখে নিন শ্রীচৈতন্য মহাপ্রভুর অষ্টোত্তর শতনাম বা চৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম।
১. শচীমাতা নাম রাখে প্রাণের নিমাই।
২. অদ্বৈত রাখিল নাম জগত্ গোসাঁই।
৩. সীতাদেবী নাম রাখে অজ্ঞান-নাশন।
৪. মালিনী রাখিল নাম জীবের জীবন।
৫. শ্রীবাস রাখিল নাম দারিদ্রভঞ্জন।
৬. ঈশান রাখিল নাম কাঙ্গালের ধন।
৭. নিত্যানন্দ নাম রাখে মহানন্দদাতা।
৮. রত্নগর্ভ নাম রাখে প্রভুপ্রেমদাতা।
৯. গদাধর নাম রাখে গদাধর প্রাণ।
১০. গোপীনাথ নাম রাখে শৃঙ্খলমোচন।
১১. নীলাম্বর নাম রাখে দেববিশ্বম্ভর।
১২. কেশর কাশ্মীরী নাম রাখে শ্রুতিধর।।
১৩. শ্রীরূপ রাখিল নাম রূপের জীবন।
১৪, সনাতন নাম রাখে নিত্য-সনাতন।
১৫. শ্রীজীব রাখিল নাম ভকতবৎসল।
১৬. গোপাল ভট্ট নাম রাখে দুর্বলের বল।
১৭. নারদ রাখিল নাম অবতার সার।
১৮. ত্রিপুরারি নাম রাখে গোরা-অবতার।
১৯. পদ্মযোনি নাম রাখে অনাদির আদি।
২০. অনুপম নাম রাখে সর্বগুণ নিধি।
২১. মুরারি রাখিল নাম ভক্তের জীবন।
২২. নন্দন আচার্য বলে ভুবনমোহন।
২৩. লক্ষ্মীপ্রিয়া নাম রাখে প্রভুপ্রাণপতি।
২৪. মুকুন্দ রাখিল নাম অগতির গতি।
২৫. শ্রী রাখিল নাম গঙ্গার জনক।
২৬. ঢাপাল রাখিল নাম রোগ-বিনাশক।
২৭. নিস্তারিণী নাম রাখে দুর্জন দলন।
২৮. কালাকৃষ্ণ বলে ভক্ত-উদ্ধারন।
২৯. তৈৰ্থিক ব্রাহ্মান বলে অষ্টভুজহরি।
৩০. গৌরীদাস নাম রাখে ভবেরকাণ্ডারী।
৩১. পুণ্ডরীক নাম রাখে জগতের গুরু।
৩২. বৈষ্ণবেরা নাম রাখে বাঞ্ছাকল্পতরু।
৩৩. চাঁদকাজী নাম রাখে সত্যের দিশারী।
৩৪. নরহরি নাম রাখে প্রেমের ভাণ্ডারী।
৩৫. হরিদাস নাম রাখে পরম মঙ্গল।
৩৬. রামানন্দ নাম রাখে চিত্ত-বিমোহন।
৩৭. গরুড় পণ্ডিত বলে সর্পভয়হারী।
৩৮. ঈশ্বর পুরী নাম রাখে কৃষ্ণ অবতারী।
৩৯. রঘুনাথ দাস বলে হৃদয়ের ধন।
৪০. সার্বভৌম নাম রাখে গর্ববিনাশন।
৪১. শ্রীরাম রাখিল নাম পরম প্রকাশ।
৪২. গঙ্গাধর নাম রাখে কর্মবন্ধনাশ।
৪৩. জগদানন্দ নাম রাখে ক্রোধ-নিবারন।
৪৪. বলভদ্র নাম রাখে জীবউদ্ধারন।
৪৫. ছোট হরিদাস নাম রাখে দত্তকারী।
৪৬. নদেবাসী নাম রাখে নদীয়াবিহারী।
৪৭. অমোঘ রাখিল নাম প্রভুপ্রাণদাতা।
৪৮. শ্রীকান্ত রাখিল নাম সর্বচিত্তজ্ঞাতা।
৪৯. প্রদ্যুম্ন রাখিল নাম নৃসিংহাবতার।
৫০. বিদ্যাবাচস্পতি নাম রাখে সারাৎসার।
৫১. নারায়ণী নাম রাখে প্রভুপ্রাণধন।
৫২. তপন মিত্র নাম রাখে ভকতরঞ্জন।
৫৩. সুবুদ্ধি রাখিল নাম প্ৰভুবুদ্ধিদাতা।
৫৪. গঙ্গাদাস নাম রাখে হরিনামদাত্রা।
৫৫. প্রতাপরুদ্র নাম রাখে অভিলাষ-পুন্যকারী।
৫৬. স্বরূপ রাখিল নাম প্রভু আজ্ঞাকারী।
৫৭. নীলাচলবাসী নাম রাখে জগন্নাথ।
৫৮. ভবানন্দ নাম রাখে অনাথের নাথ।
৫৯. বক্রেশ্বর নাম রাখে নাচনের গুরু।
৬০. শুক্লাম্বর নাম রাখে ভক্তিকল্পতরু।
৬১. গোবিন্দ রাখিল নাম হৃদয়বিহারী।
৬২. সদাশিব নাম রাখে ভবভয়হারী।
৬৩. গদাধর দাস কহে কাজী উদ্ধারন।
৬৪. গোবৰ্দ্ধন নাম রাখে সংসার মোচন।
৬৫. চন্দ্রশেখর নাম রাখে দেবজ্যোতিৰ্ময়।
৬৬. প্রকাশানন্দ নাম রাখে জগৎ-বিজয়।
৬৭. শিবানন্দ নাম রাখে ভক্তগনপ্রাণ।
৬৮. পুরন্দর নাম রাখে পুরুষ-প্রধান।
৬৯. সনাতন মিশু বলে অকলঙ্কচন্দ্ৰ।
৭০. কাশীমিশ্র নাম রাখে ঈশ্বর-স্বতন্ত্র।
৭১. জগাই রাখিল নাম পতিতপাবন।
৭২. মাধাই রাখিল নাম পাপী উদ্ধারণ।
৭৩. বাসুদের নাম রাখে ব্যাধি-নিবারণ।
৭৪. রামাই রাখিল নাম কমললোচন।
৭৫. বিষ্ণুপ্রিয়া নাম রাখে ত্রিলোকের স্বামী।
৭৬. ছাত্রগণ বলে অধ্যাপক-শিরোমণি।
৭৭. বুদ্ধিমন্ত নাম রাখে নবদ্বীপচন্দ্ৰ।
৭৮. মুকুন্দ সঞ্জয় বলে পুরুষ-স্বতন্ত্র।
৭৯. নারায়ণ পণ্ডিত বলে নরনারায়ণ।
৮০. ভট্ট রঘুনাথ বলে কৃষ্ণপ্রেমধন।
৮১. বিদ্যানিধি নাম রাখে গৌরাঙ্গসুন্দর।
৮২. ভবানী রাখিল নাম সর্বযজ্ঞেশ্বর।
৮৩. পরমানন্দ পুরী নাম রাখে পরাৎপর।
৮৪ শঙ্কর পণ্ডিত বলে কাঙাল-ঈশ্বর।
৮৫. মাধবীদাসী নাম রাখে করুণাবতার।
৮৬. গোপীনাথ বলে জীবের নিস্তার।
৮৭. রঘুপতি নাম রাখে ভকত-আশ্রয়।
৮৮. কাশীশ্বর নাম রাখে প্রভু দয়াময়।
৮৯. সারঙ্গ রাখিল নাম দর্পচুর্নকারী।
৯০. ব্রহ্মানন্দ নাম রাখে গর্বনাশীহরি।
৯১. জ্যোতিষী রাখিল নাম জগৎ-আশ্রয়।
৯২. রাঘব রাখিল নাম সবৈশ্বর্যময়।
৯৩. কন্যাগণ নাম রাখে প্রভুবরদ্দাতা।
৯৪. হিরণ্য রাখিল নাম সর্বসিদ্ধিদাতা।
৯৫. শিখি মাইতি নাম রাখে অখিলেরপতি।
৯৬. বাসুঘোষ নাম রাখে আত্মার সাবথী।
৯৭. মাথুর ব্রাহ্মণ বলে জগৎউদ্ধার।
৯৮. লোকনাথ নাম রাখে পাপীর নিস্তার।
৯৯. ভক্তগণ নাম রাখে ঠাকুরদয়াল।
১০০. শচীর সখীরা বলে শচীর দুলাল।
১০১. পুরনারী নাম রাখে রমনীমোহন।।
১০২. দুঃখীদাসী নাম রাখে দুঃখনিবারণ।
১০৩. শ্রীমান রাখিল নাম মহাভাগবত।
১০৪. রামদাস বলে বাসুদেবামৃতপদ৷
১০৫. কেশব ভারতী বলে শ্ৰীকৃষ্ণচৈতন্য।
১০৬. কালীদাস নাম রাখে বৈষ্ণবাগ্রগন্য।
১০৭. সজ্জনেরা নাম রাখে পরম ঈশ্বর।
১০৮. দুর্জ্জনেরা নাম রাখে মহাভয়ঙ্কর।
আমাদের শেষ কথা
শ্রীচৈতন্য মহাপ্রভুর অষ্টোত্তর শতনাম বা শ্রীচৈতন্য মহাপ্রভুর ১০৮ নাম সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।
আরও পড়ুনঃ
শ্রী শ্রী নৃসিংহ দেবের ১০৮ নাম | শ্রী শ্রী নৃসিংহ দেবের অষ্টোত্তর শতনাম
সাধক বামাক্ষ্যাপার ১০৮ নাম | সাধক বামাক্ষ্যাপার অষ্টশত নাম
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…