মা দুর্গার অষ্টোত্তর শতনাম ও মা দুর্গার ১০৮ নাম –মা দুর্গা হলেন হিন্দুধর্মের অন্যতম এক জনপ্রিয় দেবী। মা দুর্গাকে হিন্দুধর্মের দেবী পার্বতী এবং মহাশক্তির এক উগ্র রূপ বলে মনে করা হয়। দুর্গা শব্দের অর্থ “যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন” ও “যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন”। এছাড়াও দেবী পার্বতীর নানা রূপ রয়েছে, যেমন- দেবী চন্ডিকা, দেবী অম্বিকা, দেবী যোগমায়া, বৈষ্ণবী দেবী, মহিষাসুরম র্দিনী, দেবী নারায়নী, দেবী মহামায়া, এবং দেবী কাত্যায়নী এছাড়াও তিনি একাধিক রূপে অবতরণ করে থাকেন।
দুর্গা মায়ের অনেকগুলি হাত আছে যার কারণে আমারা দেবী দুর্গার আকধিক মূর্তির দর্শন পায়, যেমন – চতুর্ভূজা মূর্তি, অষ্টভূজা মূর্তি, দশোভূজা মূর্তি, অষ্টাদশভূজা মূর্তি। তবে দেবী দুর্গার এতগুলি রূপের মধ্যে দশভুজা রূপটিই অধিক জনপ্রিয়। দেবীর সমস্ত রুপের মধ্যে মা কালীর রূপটি খুবই জন প্রিয়। দেবী পার্বতী হলেন সয়ং মহাকালী।সিংহকে দেবী দুর্গার বাহন হিসাবে মান্য করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে মা দুর্গার বাহন বলে ধরা হয় বাঘকে।
দেবী পার্বতী মহিষাসুরমর্দিনী রূপে অর্থাৎ দেবী দুর্গা রূপ ধারণ করেছিলেন মহিষাসুর নামে এক অসুরকে বধ করার জন্য। দুর্গা রূপ ধারণ করে দুর্গম নামের এক অসুরকে বধ করেছিলেন দেবী পার্বতী। সেই জন্যই দেবী পার্বতী কে দুর্গা নামে অভিহিত করা হয়। দেবী দুর্গার আবাস সমগ্র বিশ্ব চরাচর। এই বিশ্বব্রহ্মাণ্ডে তার অবস্থান রয়েছে। তারই মধ্যে উপস্থিত রয়েছে সৃষ্টি এবং প্রলয়। দেবী দুর্গার অস্ত্র হিসেবে ধরা হয় ত্রিশূল, খরগো, চক্র, গদা, শঙ্খ, শক্তি, ঢাল, ধনুক, ঘন্টা, পরশু, এবং নাগপাশ বান ইত্যাদি।
দেবী দুর্গার পিতা হলেন হিমালয় এবং মাতা মেনুকা রানী। কার্তিক, গণেশ, অশোক সুন্দরী হলেন মা দুর্গা বা দেবী পার্বতীর সন্তান। দেবী দুর্গার মূলমন্ত্রটি হল –
ওঁ দুর্গে দুর্গে রক্ষনি সাহা।।
সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে ।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোঽস্তু তে ॥
ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।
দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমোহস্তু তে॥
দেবী দুর্গার সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। তবে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেবী দুর্গার অষ্টোত্তর নাম এবং দেবী দুর্গার ১০৮ নাম। আসুন এক নজরে দেখে নিন দেবী দুর্গার অষ্টোত্তর নাম এবং দেবী দুর্গার ১০৮ নাম-
জগতের জন তোমা দুর্গানামে জানে । ১
দুর্গানাম প্রচলিত এ তিন ভুবনে ।। ২
ভক্তগণ দিবানিশি বলে মা শঙ্করী । ৩
দেবগণ নাম তব দেন সুরেশ্বরী ।। ৪
মহারাত্রি মহোদরী কর মোরে দয়া । ৫
মহাদেবপ্রিয়া নাম কৃত্তিবাস প্রিয়া ।। ৬
পন্ডিতেরা নাম দিল কপাল মালিকে । ৭
কেহ বলে কৃপা কর জয় মা কালিকে ।। ৮
দয়া করি দয়াময়ী ত্রিদিব-জননী । ৯
নিশাপতি নাম দিল কাল-করালিনী ।। ১০
বিশ্ববাসী বলে উমা জগত-জননী । ১১
সখিগণ নাম রাখে মহেশগৃহিণী ।। ১২
কংসধামে নাম দিল তব মহামায়া । ১৩
কালজায়া হেতু নাম দিল কালজায়া ।। ১৪
যমপুরে কহে তোমা কৃতান্ত দলনী । ১৫
ভক্তবৃন্দ বলে তোমা মাগো কাত্যায়নী ।। ১৬
নারায়ণ নাম রাখে সর্ববিশ্বোদরী । ১৭
শুভকার্যে সকলেই কহে শুভঙ্করী ।। ১৮
দেবলোকে নাম তব হইল ঊর্ব্বশী । ১৯
আর এক রূপের নাম হইল ষোড়শী ।। ২০
শ্রীমন্ত নাম দিল কল্যাণী কমলে । ২১
গায়ত্রী নাম তব কহেন পাতালে ।। ২২
মাতঙ্গী আর এক নাম রাখিল সকলে । ২৩
মহেশ নিকটে তুমি হইলে বগলে ।। ২৪
পবন রাখিল নাম ভুবন-ঈশ্বরী । ২৫
রাজগণ নাম দিল রাজ-রাজেশ্বরী ।। ২৬
কেহ বলে ক্ষান্তি ক্ষেম দেবী ক্ষেমঙ্করী । ২৭
মহিষমর্দিনী নাম দিল অসুরারি ।। ২৮
ছিন্নমস্তা নামে নিজ শিরচ্ছিন্ন কর । ২৯
দৈত্যদর্প নিসুদিনী নাম তুমি ধর ।। ৩০
দেবদেবীগণ কহে বিরিঞ্চি-নন্দিনী । ৩১
পাপীগণ কহে দেবী পাপবিনাশিনী ।। ৩২
দেবী দিগম্বরী নাম কহিলেন সবে । ৩৩
দুর্গে দুর্গে অরি তাই নাম হয় শিবে ।। ৩৪
অপরাজিতা নাম দিল যতেক ব্রাহ্মণ । ৩৫
উগ্রচন্ডা নাম রাখে পবন-নন্দন ।। ৩৬
ঈশ্বরী তোমার নাম দিল দিনমণি । ৩৭
গণপতি মাতা তেঁই গণেশ জননী ।। ৩৮
কেহ ডাকি বলে তোমা এস মা ঈশানী । ৩৯
ইন্দ্রপুরে সকলেই কহে যে ইন্দ্রাণী ।। ৪০
ভবেশ-ঘরণী মাগো অগতির গতি । ৪১
সর্বাণী আরেক নাম রাখে রাধাপতি ।। ৪২
জগত্তারিণী নাম রাখে বিশ্বপতি ।৪৩
সর্বসুখদাত্রী তাই তুমি ভগবতী ।। ৪৪
অন্নে পূর্ণ ছিলে যবে অন্নপূর্ণা নাম । ৪৫
মহেশ্বরী নাম তব রাখেন শ্রীরাম ।। ৪৬
প্রকৃতির অংশজাতা ব্রহ্মান্ড-জননী । ৪৭
শিব অঙ্কলক্ষ্মী তুমি শিবের শিবানী ।। ৪৮
সহস্র প্রণাম তব সত্যসনাতনী । ৪৯
এ দাসের কৃপা কর তুমি মা ভবানী ।। ৫০
চন্ডী নাম হইল তব চন্ডীমন্ডপে । ৫১
এলোকেশী নাম দিল নহুষাদি ভূপে ।। ৫২
মায়া মহোদরী নাম রাখিল অর্যমা । ৫৩
গঙ্গা রাখিলেন মহেশ্বরী হররমা ।। ৫৪
মুনিগণ নাম তব রাখেন সারদা । ৫৫
বালখিল্য নাম তাই দিলেন বরদা ।। ৫৬
আর এক নাম তব সুখদা অন্নদা । ৫৭
মৃগেশবাহিনী শিব কহিছেন সদা ।। ৫৮
মহেশের ঘরে থাক মহেশ ভাবিনী । ৫৯
কালিকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রাণী ।। ৬০
সুরেশ বন্দিনী বামা কামাখ্যা রুদ্রাণী ।৬১
বৃন্দাদূতী নাম রাখে হরা হররানী ।। ৬২
উদ্ধব কহিল তোমা শমন-ত্রাসিনী । ৬৩
দেবগণ কহে সবে অরিষ্ট-নাশিনী ।। ৬৪
দাক্ষায়ণী নাম তব রাখে সরস্বতী । ৬৫
হিমাচলে নাম তব হইল পার্বতী ।। ৬৬
শঙ্করী সুন্দরী বলি কহে মন্দোদরী । ৬৭
শিব সাথে বিরাজিতা শিব-সহচরী ।। ৬৮
শিবদারা এক নাম রাখে স্বর্গপুরী । ৬৯
শান্তিদানে নাম তব হয় কান্তিকরী ।। ৭০
শুভঙ্করী শুভকার্যে হও কপালিনী ।৭১
বলে সবে ওমা তারা ত্রিলোকতারিণী ।।৭২
প্রিয়ঙ্করী এক নাম রাখে দেবমণি । ৭৩
দুর্বাসা রাখিল নাম মৃগাঙ্গ আননী ।। ৭৪
ভীমে বলি ডাকিছেন ক্রোধী জহ্নুমুনি । ৭৫
প্রহ্লাদ রাখিল নাম গিরিশবন্দিনী ।। ৭৬
রাখালেরা নাম দিল গৌমাতা গৌরী । ৭৭
গান্ধারী রাখিল নাম গোপেশকুমারী ।। ৭৮
গিরীন্দ্রনন্দিনী নাম দিল ব্রজেশ্বরী । ৭৯
কেহ বা বলেন তোমা গোপেশ কুমারী ।। ৮০
আর এক নাম তব গজেন্দ্র জননী । ৮১
বিশ্বামিত্র নাম দিল গোবিন্দ-ভগিনী ।। ৮২
দৈবকী রাখিল নাম যোগেশ যোগিনী । ৮৩
কেহ কেহ নাম রাখে পরা-পরায়ণী ।। ৮৪
দেব দাক্ষায়ণী দক্ষ-যজ্ঞ বিনাশিনী । ৮৫
শিবা শাকম্ভরী নাম রাখে ঔর্বমুনি ।। ৮৬
ত্রিজগৎ দুঃখ নাশি ত্রিতাপহারিণী । ৮৭
নরগণ কহে তোমা ভবেতে ভবানী ।। ৮৮
কেহ ডাকিছে বলি এস মা ব্রহ্মাণী । ৮৯
আর এক নাম তব কালী কপালিনী ।। ৯০
শিবসাথে সততই শিব-নিতম্বনী । ৯১
অরি বিনাশিনী তুমি অরিষ্ট-স্তম্ভনী ।। ৯২
ভরণী ভাবিনী তুমি ভব মনোহরা । ৯৩
কৌমারী অপর নাম ভব শিবকরা ।। ৯৪
জয়াবতী নাম তব অর্পণা রাখিল । ৯৫
অন্নদা বলিয়া নাম অন্নদা যে দিল ।। ৯৬
সর্ব সিদ্ধিদাত্রী বলি ভৃগু নাম রাখে । ৯৭
আয়ান কহিল তোমা নৃমুন্ডমালিকে ।। ৯৮
চামুন্ডে চন্ডিকা নামে ত্রিভুবনে খ্যাত । ৯৯
নারায়ণী নাম তব জগৎ বিখ্যাত ।। ১০০
দেবী দাক্ষায়ণী দক্ষযজ্ঞ বিনাশিনী । ১০১
কামদেব নাম রাখে মম্মথমোহিনী ।। ১০২
গিরিরাজ গৃহে তুমি মেনকা দুলালী । ১০৩
পাতালেতে ছিল নাম দেবী ভদ্রকালী ।। ১০৪
দানবদলনী মাতা বৈষ্ণবী-জৃম্ভিণী । ১০৫
মহাকালী নাম দিল বিন্ধ্য নৃপমণি । । ১০৬
জয়া নাম রাখিলেন সঙ্গের সঙ্গিনী । ১০৭
শেষ নাম হ’ল তব দেবী প্রমথিনী ।। ১০৮
|| ইতি সমাপ্ত মা দুর্গার অষ্টোত্তর শতনাম ||
আমাদের শেষ কথা
মা দুর্গার অষ্টোত্তর শতনাম ও মা দুর্গার ১০৮ নাম সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…