সাধক বামাক্ষ্যাপার ১০৮ নাম বা সাধক বামাক্ষ্যাপার অষ্টশত নাম – বামাক্ষ্যাপা ছিলেন একজন হিন্দু তান্ত্রিক। তিনি বামাক্ষ্যাপা নামে অধিক পরিচিত হলেও তার প্রকৃত নাম ছিল বামচরণ চট্টোপাধ্যায়। তিনি দেবী তারার ভক্ত ছিলেন যার কারণে তিনি তারাপীঠে বসবাস করতেন এবং তারা দেবীকে তিনি “বড় মা” বলে ডাকতেন। তারাপীঠ মন্দিরের কাছের শ্মশান ঘাটে তিনি সাধনা করতেন। ভক্তরা বিশ্বাস করতেন সাধক বামাক্ষ্যাপার অলৌকিক ক্ষমতা আছে। যার কারনে তার সঙ্গে দেখা করার জন্য তারাপীঠে ভিড় জমাতেন ভক্তগণেরা। পরবর্তীতে তারাপীঠ ছেড়ে তিনি যোগ সাধনার জন্য মল্লরাজাদের মন্দিরময় গ্রাম মালুটি -তে যান। যেটি ঝাড়খন্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত। বর্তমানে তারাপীঠ শ্মশানে এবং দুমকা জেলার মালুটি গ্রামে তার স্মৃতি মন্দির আছে। সাধক বামাক্ষ্যাপা কে নিয়ে বহু গান ও পল্লীগীতি রচিত হয়েছে। এছাড়াও সাধক বামাক্ষ্যাপার জীবনী বৃত্তান্ত নিয়ে বাংলা সিরিয়াল তৈরি হয়েছে, যা একাধিক মানুষের মন জয় করেছে।
তাই আজ আমরা সাধক বামাক্ষ্যাপার ১০৮ নাম বা সাধক বামাক্ষ্যাপার অষ্টশত নাম আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন এক নজরে দেখে নিন সাধক বামাক্ষ্যাপার ১০৮ নাম –
তারামার আদরের ধন বামদেব নাম। ১
বামাক্ষ্যাপা নামে তারে চরণে প্রনাম।। ২
পিতা সর্ব্বানন্দ রাখলেন নাম শ্রীবামা চরণ। ৩
মাতা রাজকুমারী ডাকেন বলি বামা প্ৰাণাধন।। ৪
গ্রামবাসী রাখিলেন নাম আটলা গ্রামের ঠাকুর। ৫
ভৈরব নামেতে আলো করিলেন তারাপুর।। ৬
যাত্রার আসরে নিলেন নাম বাম রোঘুমণি। ৭
জননী ডাকেন বলি ওরে জাদুমনি।। ৮
এক নাম হয় তার তারিণী নন্দন। ৯
ভব তারণ নামে করি চরণ বন্দন।। ১০
আর এক নাম হয় তার মহাশ্মশানচারী। ১১
দেশবাসী রাখিলেন নাম চণ্ডীপুর বিহারী।। ১২
তারাপীঠে এসে তিনি হলেন তারানাথ। ১৩
তারাপুর বাসি পুজে বলি প্রাণনাথ।। ১৪
“সর্ব্বেশ্বর দা” গর্বিত তারে হাউড়ে বামা বলে। ১৫
আদরেতে বলিতেন পিতা আমার পাগল ছেলে।। ১৬
“কৈলাস পতি বাবা” নাম রাখেন ভক্তচূড়ামনি। ১৭
“মোক্ষদা নন্দ” নাম রাখেন বৈরাগ্যের ধনি।। ১৮
“খগেন কাকা” নাম রাখেন পাগলা ঠাকুর। ১৯
চণ্ডীপুর বাসী বলে মদের “গৌর”।। ২০
আপন ভোলা নাম তারে সর্ব্বালোকে জানে। ২১
ভবনাথ নামে তার পুজে সৰ্ব্বজেনে।। ২২
আর এক নাম তার বাল ব্রহ্মচারী। ২৩
সৰ্ব্বজন বিদিত নাম ভুবন বিহারী।। ২৪
মনমোহন নাম তার জানে সৰ্ব্বজনে। ২৫
মোহমুক্ত বলি তিনি বিদিত ভুবনে।। ২৬
বিষয়-বিরাগী নামে খ্যাত, এ ভব সংসারে। ২৭
ত্যাগীশ্বর নামে তারে, পুজি হৃদ-মাঝারে।। ২৮
ভক্তজনে ডাকে বলি ওগো নারায়ণ। ২৯
শিষ্যগণ বলে উনি মোদের ভগবান।। ৩০
মুক্ত-পুরুষ নামে তিনি সদাই পূজিত। ৩১
ভোলাবাবা বলি তারে অনেকে ডাকিত।। ৩২
কোন ভক্ত বলেন তিনি জ্ঞান বিবেকদাতা। ৩৩
আবার কোন ভক্ত বলেন তিনি পরম পিতা।। ৩৪
কোন ভক্ত বলেন তিনি বাবা দিগম্বর। ৩৫
আবার কোন ভক্ত বলেন তিনি পিতাম্ব।। ৩৬
রিপুজয়ী নাম তাঁর সর্বলোকে জানে। ৩৭
মহাজন নাম দেন তারাক্ষ্যাপা ধ্যানে।। ৩৮
নিগমানন্দ স্বামী’ বলেন মোর তান্ত্রিক গুরু। ৩৯
তারানাথ ব্রহ্মচারী বলেন আমার মহাগুরু।। ৪০
বিরাচারী সাধক’ নামে খ্যাত বাংলাদেশে। ৪১
পরমগুরু নামে পুজি শ্রীচরণ উদ্দেশ্যে।। ৪২
ভক্তজনে আনন্দ পায় পরমানন্দ নামে। ৪৩
শিষ্যগণে শ্রীচরণ পুজে ব্রহ্মজ্ঞানী জেনে।। ৪৪
বীরভক্ত নাম তার বীরাচার মতে। ৪৫
অনাসক্ত নাম তার গুরু জনম হতে।। ৪৬
ভক্তগণে ডাকে বলি ভোলা মহেশ্বর। ৪৭
‘বীরভূমবাসী’ দিয়েছে নাম বীর ভূমেশ্বর।। ৪৮
সাধকপ্রবর নাম রাখে ভক্ত শিষ্যগণ। ৪৯
মাতৃসাধক রাখিল নাম আর যতজন।। ৫০
এক নাম হয় তার ভক্ত শিরোমণি। ৫১
‘বামা’ বলি ডাকতেন তারে ‘বড়মা’ তারামণি।। ৫২
নিজনাম বশিষ্ঠদেব নিজে জানিতেন তিনি। ৫৩
মোক্ষদানন্দ নাম দেন সাধক ‘শিরোমণি’।। ৫৪
সিদ্ধপীঠ তারাপীঠে সিদ্ধযোগী নাম। ৫৫
চণ্ডীপুর আর তারাপুরে নাম দেববাম।। ৫৬
সিদ্ধপুরুষ নামে তার অনেকেই ভজে। ৫৭
‘মহাপুরুষ’ নামে অনেকে শ্রীচরণ পুজে।। ৫৮
এক নাম হয় তার মা-তারার পূজারী। ৫৯
আর এক নাম তার ‘তারা-নাম’ ভিকারী।। ৬০
‘হরিচরণ শাস্ত্রী’ নাম রাখেন স্বভাব বালক। ৬১
জ্ঞানের আলোক লোভী নাম জ্ঞানালোক।। ৬২
পশুপতি নাম রাখেন ‘দয়াল গুরু। ৬৩
ভক্তবৃন্দ পুজে তারে বাম কল্পতরু।। ৬৪
ভক্তের পাগল নাম তার সর্ব্বলোকে জানে। ৬৫
নাদেশ্বর নাম তার এ তিন ভুবনে।। ৬৬
এক নাম হয় তার মহা বীর্যবান। ৬৭
আর এক নাম হোল পুরুষ নিষ্কাম।। ৬৮
মৃতজনে প্ৰাণ দানি নাম মৃত্যুঞ্জয়। ৬৯
শতজনে অভয় দানি নাম বরাভয়।। ৭০
পরিপ্রিয় এক নাম হরির প্রিয় হয়ে। ৭১
দিব্যকান্তি আর এক নাম দিব্য ভাবে দেখিয়ে।। ৭২
মন্তাপহারি নাম রাখে ‘মিত্র মহাশয়। ৭৩
তাপহরণ নাম রাখে ‘কার্ত্তিক-গোসাই।। ৭৪
বীরাচারে সিদ্ধি লাভ নাম বীরেশ্বর। ৭৫
শ্মশানেতে বসত করি নাম শ্মশানেশ্বর।। ৭৬
ভক্তমন হরণ করি নাম মনোহর। ৭৭
‘হৃদয় হরণ’ নাম তার শিষ্যের হৃদয় হরি।। ৭৮
‘নির্লিপ্ত সাধু’ নাম রাখে সংসারী ভক্তজন। ৭৯
‘পরমব্রহ্ম’ নাম রাখে ত্যাগী শিষ্যগণ।। ৮০
তারা প্রেম লাভ করি প্রেমোন্মাদ নাম। ৮১
‘করুণাময়’ নাম নিলেন করি করুণাদান।। ৮২
‘প্রেমময় বাবা’ বলি ডাকিতেন হরনাথ। ৮৩
পূর্ণানন্দ নামে পুজিতেন বাগচী নগেন্দ্ৰনাথ।। ৮৪
কালীঘাটে গিয়ে পেলেন ‘কালহরণ’ নাম। ৮৫
‘কাশীনাথ’ নাম নিলেন গিয়ে কাশীধাম।। ৮৬
মহারোগে আরোগ্য দানি নাম কবিরাজ। ৮৭
যোগের গুরুত্তত্ব জানি নাম যোগীরাজ।। ৮৮
‘অনাথের নাথ’ নাম রাখেন শ্রীবাস মন্ডল। ৮৯
‘কৃপাসিন্ধু’ নামে ডাকে গ্রামের মোড়ল।। ৯০
সৰ্ব্বজীবে আত্মবৎ বলি আত্মারাম নাম। ৯১
ভক্তের প্রাণাধিক প্রিয় নাম প্রানারাম।। ৯২
সৰ্ব্বত্যাগী নামে গুরু শিষ্যগন। ৯৩
সমজ্ঞানী নামে ভজে গ্রামবাসীগণ।। ৯৪
‘দরিদ্র বান্ধব’ নাম তার সর্ব্বলোকে জানে। ৯৫
‘পাপী তারণ’ নাম নিয়ে এলেন সর্ব্বানন্দের ধামে।। ৯৬
শিব স্বরূপ নাম রাখেন ধর্মপ্রাণ অতুল। ৯৭
ব্রহ্মজ্ঞানী নাম তার জানি ব্রহ্ম-সমতুল।। ৯৮
তারানামের মদ খেয়ে নাম মন-মাতাল। ৯৯
ভবপারের মাঝি’ নাম ধরে পারাপারের হাল।। ১০০
শ্যামলাল রাখিল নাম ত্যাগের প্রতীক। ১০১
পাপমুক্ত নাম রাখে ভক্ত-রসিক।। ১০২
‘জীবন্মুক্ত’ পুরুষ নামে পূজ্য সবাকার। ১০৩
‘সত্য সুন্দর’ নামে যায় মনের আঁধার।। ১০৪
সৰ্ব্বজীবে দয়া দানি নাম দয়াবান। ১০৫
নিজেকে বলিতেন সদা দীন-সেবক বাম।। ১০৬
ব্রহ্মরন্ধ্র ভেদী প্রাণ ত্যাগী প্ৰাণ জয়ী নাম। ১০৭
তারাপীঠে ভৈরব নামে চরণে কোটি প্রণাম।। ১০৮
আমাদের শেষ কথা
সাধক বামাক্ষ্যাপার ১০৮ নাম | সাধক বামাক্ষ্যাপার অষ্টশত নাম সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।
আরও পড়ুন-
শ্রীশ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম ও লোকনাথ বাবার ১০৮ নাম শ্রী শ্রী মা সারদার অষ্টশত নাম | মা সারদার ১০৮ নাম রাধা রানীর অষ্টোত্তর নাম | রাধা রানীর ১০৮ নাম | রাধার অষ্টসখীর নাম
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…