সনাতন

শ্রী শ্রী মা সারদার অষ্টশত নাম | মা সারদার ১০৮ নাম

মা সারদার অষ্টশত নাম ও মা সারদার ১০৮ নাম – সারদা দেবী হলেন বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনা সঙ্গী। এছাড়াও তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী ছিলেন। সারদা দেবীর ভক্তগণ সারদা দেবীকে মা নামে অভিহিত করে থাকেন। সারাদা দেবী ১৮৫৩ খ্রিস্টাব্দের ২২ শে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯২০ খ্রিস্টাব্দের ২০ শে জুলাই উদ্বোধন কার্যালয় ভবন, (মায়ের বাড়ি) কলকাতাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মা সারদা দেবীর যখন বয়স মাত্র ৫, তখন শ্রী রামকৃষ্ণের সহিত তার বিবাহ হয়। বিবাহের পূর্বে মা সারদা দেবীর নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়।

সারদা দেবী পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত জয়রামবাটি গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সারদা দেবীর পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবী। রামচন্দ্র বাবু ও শ্যামসুন্দর দেবীর জ্যেষ্ঠ কন্যা ছিলেন সারদা দেবী। সারদা দেবীর জন্মের পর তার নাম রাখা হয়েছিল “ক্ষেমঙ্করী”। তবে পরবর্তীতে “ক্ষেমঙ্করী” নামটি পরিবর্তন করে “সারদামণি” রাখা হয়।

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি মা সারদার অষ্টোত্তর শতনাম এবং মা সারদার ১০৮ নাম। আসুন এক নজরে দেখে নিন মা সারদার অষ্টোত্তর শতনাম এবং মা সারদার ১০৮ নাম –

শ্রী মা সারদার অষ্টোত্তর নাম


ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা
সারদযীশ্ৱরী সুভগে মা।।

ব্রহ্মানন্দ-স্ৱরূপিণি মা। ১
ব্রহ্ম-শক্তি-সুখ-দাযিনি মা।। ২
সচ্চিত্সুখময-রূপিণি মা। ৩
সৃষ্টি-স্থিতি-লয-কারিণি মা।। ৪
ব্রহ্ম-সুধাম্বুধি-কেলিনি মা। ৫
ব্রহ্মাত্মৈক্য-শুভঙ্করি মা।। ৬
জীৱেশ্ৱর-ভিত্কৌতুকি মা। ৭
অগাধ-লীলা-রূপিণি মা।। ৮

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

চিন্ময-রূপ-ৱিলাসিনি মা। ৯
বহিরন্তর-সুখ-ৱর্‍ধিনি মা।। ১০
জ্ঞানানন্দ-প্রৱর্‍ষিণি মা। ১১
দিৱ্য-রসামৃত-ৱর্‍ষিণি মা।। ১২
মূলাধার-নিৱাসিনি মা। ১৩
সহস্রার-শিৱ-সঙ্গিনি মা।। ১৪
আদ্যে শক্তি-স্ৱরূপিণি মা। ১৫
চিতি-সুখ-দাযিনি তারিণি মা।। ১৬

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

শুভ-মতি-দাযিনি শাঙ্করি মা। ১৭
দুর্‍গতি-দুর্‍মতি-নাশিনি মা।। ১৮
মহাকাল-হৃদি-নর্‍তিনি মা। ১৯
জীৱ-শিৱান্তর-ৱর্‍তিনি মা।। ২০
জগজ্জননি জয-দাযিনি মা। ২১
তডিল্লসিত-সৌদামিনি মা।। ২২
সীতারামা-কারিণি মা। ২৩
কৃষ্ণ-রাধিকা-রূপিণি মা।। ২৪

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

কমনীযাকৃতি-ধারিণি মা। ২৫
ভৱ-সাগর-ভয-হারিণি মা।। ২৬
শান্তি-সৌখ্য-চির-দাযিনি মা। ২৭
ক্ষান্তি-মহাগুণ-ৱর্‍ষিণি মা।। ২৮
কান্তি-ৱরাভয-দাযিনি মা। ২৯
গিরি-শাঙ্কোপরি-ৱাসিনি মা।। ৩০
হরার্‍ধ-নারী-রূপিণি মা। ৩১
নটন-মহেশ্ৱর-সঙ্গিনি মা।। ৩২

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

হর-হর্‍ষোত্করি-নর্‍তিনি মা। ৩৩
সারদেশ্ৱরী-ষোডশি মা।। ৩৪
সাধক-মানস-শোধিনি মা। ৩৫
সর্‍ৱ-সুভাগ্য-প্রসাধিনি মা।। ৩৬
গুহ-গজমুখ-জনি-দাযিনি মা। ৩৭
একানেক-ৱিভাগিনি মা।। ৩৮
হিম-গিরি-নন্দিনি লাসিনি মা। ৩৯
সর্‍ৱ-চরাচর-সর্‍জিনি মা।। ৪০

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

সর্‍ৱ-ভৱাময-ৱারিণি মা। ৪১
সর্‍ৱ-জগত্ত্রয-সাক্ষিণি মা।। ৪২
নিখিলাধীশ্ৱরি যোগিনি মা। ৪৩
এলা-গন্ধ-সুকেশিনি মা।। ৪৪
চিন্ময-সুন্দর-রূপিণি মা। ৪৫
পরমানন্দ-তরঙ্গিণি মা।। ৪৬
রম্য-কান্তি-চির-ধারিণি মা। ৪৭
সমস্ত-সুগুণাভূষণি মা।। ৪৮

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

সদ্গতি-সন্মতি-দাযিনি মা। ৪৯
ভৱতারিণি করুণেশ্ৱরি মা।। ৫০
ত্রিপুরে সুন্দরি মোহিনি মা। ৫১
ব্রহ্মাণ্ডোদর-ধারিণি মা।। ৫২
প্রেমানন্দ-প্রৱর্‍ষিণি মা। ৫৩
সর্‍ৱ-চরাচর-পালিনি মা।। ৫৪
ভুৱন-চতুর্‍দশ-প্রসৱিণি মা। ৫৫
নানা-লীলা-কারিণি মা।। ৫৬

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

ৱিৱিধ-ৱিভূতি-ৱিধারিণি মা। ৫৭
জ্ঞানালোক-প্রদাযিনি মা।। ৫৮
ৱিশ্ৱ-ক্রীডা-কৌতুকি মা। ৫৯
ৱিশ্ৱাধিষ্ঠিত-চিন্মযি মা।। ৬০
মন্দ-স্মিত-স্মর-হারিণি মা। ৬১
ভক্তানুগ্রহ-কারিণি মা।। ৬২
যোগ-ভোগ-ৱর-দাযিনি মা। ৬৩
শান্তি-সুধা-নিঃস্যন্দিনি মা।। ৬৪

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

ভ্রান্তি-রোগ-ৱিষ-হারিণি মা। ৬৫
কান্তি-যোগ-সুখ-দাযিনি মা।। ৬৬
ৱীর-নরেন্দ্র-প্রহর্‍ষিণি মা। ৬৭
সমাধি-চির-চিতি-দাযিনি মা।।  ৬৮
ৱীর্য-বলাভয-কারিণি মা। ৬৯
তাপ-ত্রয-ভয-হারিণি মা।। ৭০
সর্‍ৱোত্তুঙ্গ-সুৱাসিনি মা। ৭১
প্রসন্ন-ৱরদে ভৈরৱি মা।। ৭২

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

হৱন-জপার্‍চন-সাধিনি মা। ৭৩
চণ্ডাসুর-খল-ঘাতিনি মা।। ৭৪
সকল-দেৱ-জয-সাধিনি মা। ৭৫
দুষ্ট-মুণ্ড-ৱধ-কারিণি মা।। ৭৬
চামুণ্ডেশ্ৱরি দর্‍পিণি মা। ৭৭
মাহিষ-দর্‍প-ৱিনাশিনি মা।। ৭৮
মাহেশ্ৱর-সুখ-ৱর্‍ধিনি মা। ৭৯
মহিষাসুর-খল-মর্‍দিনি মা।। ৮০

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

ত্রিগুণ-ত্রিলোক-ত্রিরূপিণি মা। ৮১
নির্‍গুণ-সগুণ-ৱিচিত্রিণি মা।। ৮২
কারিত-ধ্যানানন্দিনি মা। ৮৩
দর্‍পণ-চিত্ত-ৱিভাসিনি মা।। ৮৪
চেতো-দর্‍পণ-কাশিনি মা। ৮৫
নৱ-নৱ-রূপ-সুদর্‍শিনি মা।। ৮৬
সমস্ত-লোকোদ্ধারিণি মা। ৮৭
রামকৃষ্ণ-নৱ-রূপিণি মা।। ৮৮

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

ধর্‍ম্ম-গ্লানি-ৱিনাশিনি মা। ৮৯
ধর্‍ম্ম-স্থাপন-কারিণি মা।। ৯০
রম্য-সহজ-পথ-দর্‍শিনি মা। ৯১
মাতৃ-ভাৱ-সুখ-শোধিনি মা।। ৯২
নির্‍ম্মল-ভক্তোত্কর্‍ষিণি মা। ৯৩
দিৱ্যাদ্ভুত-চরিতার্‍থিনি মা।। ৯৪
রামকৃষ্ণ-সহধর্‍মিণি মা। ৯৫
জযরামাখ্য-সুৱাটিনি মা।। ৯৬

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

মৃগ-কেসরি-ৱর-ৱাহিনি মা। ৯৭
দুর্‍গ-হিমাচল-নন্দিনি মা।। ৯৮
নরেন্দ্র-হৃদয-নিৱাসিনি মা। ৯৯
লোকোত্তর-কৃতি-দর্‍শিনি মা।। ১০০
সুন্দর-রূপ-ৱিকাসিনি মা। ১০১
দিৱ্য-গুণাকর-ধারিণি মা।। ১০২
দুর্‍বল-সবল-সুকারিণি মা। ১০৩
দুঃখ-দৈন্য-ভয-নাশিনি মা।। ১০৪

ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

সর্‍ৱ-ভূত-হিত-সাধিনি মা। ১০৫
সমস্ত-লোকাভয-করি মা।। ১০৬
দুর্‍গতি-নাশিনি দুর্‍গে মা। ১০৭
নারাযণি জগদাদ্যে মা।। ১০৮

জয জয জয জগদাদ্যে মা।
নারাযণি জয দুর্‍গে মা।।
ত্ৱং মে ব্রহ্ম-সনাতনি মা…

|| ইতি সমাপ্ত শ্রী শ্রী মা সারদার অষ্টশত নাম ||


শ্রী শ্রী মা সারদার অষ্টশত নাম | মা সারদার ১০৮ নাম

মা সারদার ১০৮ নাম


১. মহালক্ষী।
২. ঠাকুরমণি।
৩.ক্ষেমঙ্কারী
৪. সারদামণি।
৫. অগদ্ধাত্রী।
৬. জ্ঞানদায়িনী।
৭. সরস্বতী।
৮. শক্তি।
৯. ভবতারিণী।
১০. কালী।
১১. বিন্দুবাসিনী।
১২. ষোড়শী।
১৩. আনন্দময়ী।
১৪. কপালমোচনী।
১৫. সত্যিকারের মা।
১৬. জগৎ‍ জননী।
১৭: সতী।
১৮. সীতা।
১৯. ভগবতী।
২০. জানকী মাঈ
২১. মায়া।
২২. মৃত্যুঞ্জয়ী।
২৩. সতেরও মা, অসতেরও মা।
২৪ অনন্তভূজা।
২৫.ষষ্ঠী
২৬. শীতলা।
২৭. দেবী।
২৮. বারুণী।
২৯. জননী।
৩০. অন্তর্যামী।
৩১. জ্যান্ত দুর্গা।
৩২ জগদম্বা।
৩৩. মা-ঠাউন।
৩৪ অভয়া।
৩৫. বরদা।
৩৬. পরমা প্রকৃতি।
৩৭. পবিত্রতা স্বরূপিনী।
৩৮. রামকৃষ্ণগতপ্রাণা।
৩৯. ভক্তিবিজ্ঞানদাত্রী।
৪০. যোগীন্দ্ৰপূজ্যা।
৪১. যুগধর্মপাত্রী।
৪২. প্ৰণতাতিহন্ত্রী।
৪২. দয়া।
৪৪. আদ্যাশক্তি।
৪৫. সঙ্ঘের হাইকোর্ট।
৪৬. কুণ্ডলিনী শক্তি৷
৪৭. অন্নপূর্ণা।
৪৮. দশমহাবিদ্যা।
৪৯.ভুবনেশ্বরী।
৫০. তারা।
৫১.নিত্যাসিদ্ধা।
৫২.পরশপাথর।
৫৩. রাজরাজেশ্বরী।
৫৪. বিশ্বেশ্বরী।
৫৫. রাধা।
৫৬. যশোধরা।
৫৭. বিষ্ণুপ্রিয়া।
৫৮.ব্রহ্মময়ী।
৫৯. রক্তময়ী।
৬০.চিন্তা স্বরূপিনী।
৬১. পর্বতবাসিনী।
৬২. বিপদনাশিনী।
৬৩. ক্ষমারূপা তপস্বিনী।
৬৪. মহামায়ী।
৬৫. কৃপাময়ী।
৬৬. মুক্তকেশী।
৬৭. ইচ্ছাময়ী।
৫৮. চতুৰ্ভুজা।
৬৯. কমলা।
৭০. কৈলাসেশ্বরী।
৭৯. গোপাল।
৭২. ধ্রুব মন্দির।
৭৩. মহত্তমা নারী।
৭৪. আশ্রয়।
৭৫.বিশ্বাস দর্পণ ।
৭৬. মেরী মা।
৭৭. অধ্যাত্ম জননী।
৭৮. ম্যাডোনা।
৭৯.মুক্তিদাত্রী।
৮০. প্রাণদাত্রী।
৮৯, বগলে।
৮২.করুণাময়ী।
৮৩. চন্ডী
৮৪. পতিত পাবনী।
৮৫. নিত্যশুদ্ধা।
৮৬.অদোষদর্শিনী।
৮৭. মুক্তহস্তা।
৮৮. জগদ গুরু।
৮৯. মূর্তিমতী সরলতা।
৯০. শরণাগত-বৎসলা।
৯১. যোগেশ্বরী।
৯২. যুগেশ্বরী।
৯৩. যজ্ঞেশ্বরী।
৯৪. পরিবার-মধ্যমণি।
৯৫. আল্লার দূত।
৯৬. পীর।
৯৭. আটপৌরে ঈশ্বরী।
৯৮. অসামান্যা।
৯৯. অপরূপা।
১০০. রামকৃষ্ণ-রূপ।
১০১. সর্বভূতে মাতৃরূপা।
১০২. বুদ্ধি।
১০৩. শান্তি।
১০৪. লজ্জা।
১০৫. তুষ্টি।
১০৬. কান্তি।
১০৭. শ্রদ্ধা।
১০৮. জন্ম জন্মান্তরের মা।


 আমাদের শেষ কথা

শ্রী শ্রী মা সারদার অষ্টশত নাম ও মা সারদার ১০৮ নাম সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মা সারদার অষ্টশত নাম ও মা সারদার ১০৮ নাম পরে আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

Avinas Mondal

Hello, My name is Avinas Mandal. I am currently a Content Writer for Banglaprotibedon.com. I have been writing for 2 years.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago