সনাতন

দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম | মা সরস্বতীর ১০৮ টি নাম

দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম ও সরস্বতীর ১০৮ টি নাম –  সরস্বতী দেবী হলেন হিন্দুধর্মের এক অন্যতম দেবী। হিন্দু ধর্মে সরস্বতী দেবীকে সঙ্গীত, শিল্পকলা, বাক্য ও জ্ঞানের দেবী বলে মান্য করা হয়। হিন্দু ধর্মে সরস্বতী, লক্ষী ও পার্বতী এই তিন দেবী ত্রিবেদী নামে পরিচিত। শ্রীপঞ্চমী বা বসন্তপঞ্চমীর দিনে সরস্বতী দেবীর পূজা করে থাকেন হিন্দুধর্মের একাংশ। মা সরস্বতীর বাহন রাজহংস।। যেহেতু সরস্বতী দেবীকে জ্ঞানের দেবী বলে মনে করা হয়। সেই কারণেই সরস্বতী পূজার দিনে শিশুদের হাতে খড়ি বা প্রথম অক্ষর শিক্ষার অনুষ্ঠান আয়োজন করা হয়। ঋগ্বেদে প্রথম দেবী রূপে স্বরসতীর উল্লেখ পাওয়া যায়। বেদের চারটি খন্ডের প্রথম অংশ হল ঋগ্বেদ।

দেবী সরস্বতীর ১০৮ টি নাম রয়েছে। হিন্দু ধর্মের অনেক ভক্তরাই মনে করেন দেবীর পূজার সময় দেবীর সরস্বতীর অষ্টোত্তর শতনাম বা মা সরস্বতীর ১০৮ টি নাম জপ করলে খুব সহজেই দেবীর আশীর্বাদ পাওয়া যায়। আর সেই কারণেই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম ও মা সরস্বতীর ১০৮ টি নাম। আসুন এক নজরে দেখে নিন দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম ও মা সরস্বতীর ১০৮ টি নাম –

দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম


নৈমিষ-কানন অতি সুপবিত্র স্থান ।
অনেক মুনি তথা করে অবস্থান ।।
তাহার মধ্যেতে হন শৌনিক প্রধান ।
ক্ষমাশীল শান্তদান্ত অতি বুদ্ধিমান ।।
একদা আহ্নিক ক্রিয়া সমাপন করি ।
বসিলেন আসি যবে সুখাসনোপরি ।।
ঋষিবৃন্দ চারিদিকে ঘিরিয়া বসিল ।
নানাবিধ ধর্ম্মচচ্চা হইতে লাগিল ।।
শুনিয়া শৌনিক-মুখে ধর্ম্ম উপদেশ ।
পরিতুষ্ট হইলেন মুনিরা বিশেষ ।।
এ হেন সময়ে আসি ব্যাসদেব মুনি ।
উপনীত হইলেন ভ্রমিয়া অবনী ।।
দূর হৈতে দরশন করি দ্বৈপায়নে ।
সসম্ভ্রমে উঠিলেন সব মুনিগণে ।।
কিছুদূর আগু হৈয়া যত মুনিগণ ।
সমাদরে অভ্যর্থনা করি সমাপন ।।
আসিতে হউক্ আজ্ঞা ইত্যাদি বচনে ।
বসাইলেন আশ্রমেতে উচ্চ আসনে ।।
বসিয়া আসনে ব্যাস সব মুনিগণে ।
জিজ্ঞাসে কুশল বার্ত্তা অতি সযতনে ।।
এদিকে শৌনক ঋষি পাদ্য অর্ঘ্য দিয়া ।
পূজিলেন ব্যাসদেবে যতন করিয়া ।।
বলিলেন সুপ্রভাত আজি তপোধন ।
যে হেতু নৈমিষারণ্যে তব আগমন ।।
কোথা হ’তে কি কারণে হেথা আগমন ।
শুনিতে বাসনা চিত্তে হ’তেছে এখন ।।
শুনিয়া শৌনক-বাক্য ব্যাস তপোধন ।
কহিলেন, গিয়াছিনু বাণীর ভবন ।।
পাইয়া পঞ্চমী তিথি গতকল্য দিনে ।
পূজিলাম সরস্বতী অমল-চরণে ।।
আসিনু নৈমিষারণ্য করিতে দর্শন ।
সুপবিত্র পুণ্যভূমি এই তপোবন ।।
সত্যব্রত তপোনিষ্ঠ তোমরা সকলে ।
করিতেছ জপ-তপ এই পূণ্যস্থলে ।।
আসিনু দেখিতে তাই শুনহ কারণ ।
অতিশয় সুপবিত্র এই তপোবন ।।
ভক্তি সহকারে যেই করে দরশন ।
যমপুরী সেইজন না যায় কখন ।।
শুনিয়া ব্যাসের বাণী শৌনক সুজন ।
কহিলেন ব্যাসদেবে বিনয় বচন ।।
জিজ্ঞাসি তোমারে দেব ওহে তপোধন ।
কিসে তুষ্টা সরস্বতী বলহ এখন ।।
বড়ই আগ্রহ দেব করিতে শ্রবণ ।
অনুগ্রহ করি দেব বল না এখন ।।
যে কাজেতে পরিতুষ্টা হন সরস্বতী ।
তাহাই করিব মোরা এই মনোগতি ।।
শুনিয়া শৌনক-স্তুতি ব্যাস তপোধন ।
কহিলেন ধীরে ধীরে শুন মুনিগণ ।।
সরস্বতী-শতনাম যেই পাঠ করে ।
পরিতুষ্টা সরস্বতী তাহার উপরে ।।
কাঞ্চন-কুসুমে তাঁরে করিলে পূজন ।
সেরূপ সন্তুষ্টা দেবী না হয় কখন ।।
ভক্তি করি পাঠ করে বাণী-শতনাম ।
প্রসন্না হয়েন দেবী পূরে মনস্কাম ।।
শুনিয়া ব্যাসের উক্তি শৌনক তখন ।
করযোড়ে কহিলেন করহ বর্ণন ।।
কলুষবিনাশী সেই সরস্বতী স্তবে ।
শ্রবণ করিয়া যেন মুক্ত হই সবে ।।
কহিতে লাগিল ধীরে ব্যাস তপোধন ।
ভক্তিযুক্ত হ’য়ে তবে শুন মুনিগণ ।।
মন দিয়া যেইজন করিবে স্তবন ।
সর্ব্ববিধ পাপমুক্ত হইবে সে জন ।।
জন্মান্তর-পাপমুক্ত সেইজন হবে ।
পাপমুক্ত হ’য়ে শেষে গোলোকেতে যাবে ।।
বলিতেছি সেই স্তব শুন মুনিগণ ।
একে একে শতনাম করিব বর্ণন ।।

সর্ব্বোত্তম নাম তাঁর দেবী সরস্বতী । ১
দেবগণ কৃত নাম হয় যে ভারতী ।। ২
বেদকর্ত্রী হ’য়ে দেবী হন বেদমাতা । ৩
গীর্ব্বাণী নামেতে তিনি জগত-বিখ্যাতা ।।৪
বাগ্ দেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি ।৫
শ্বেতাম্বরধরা নাম শ্বেত বস্ত্র পরি ।। ৬
বাক্যের স্বরূপ ব’লে বাণী নাম তাঁর । ৭
করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার ।। ৮
পদ্মাসনা নাম হ’ল পদ্মোপরি বসি । ৯
মুক্তিপ্রদায়িনী ব’লে মোক্ষদা প্রভাসি ।। ১০
শ্বেতবীণা করে তাই শ্বেতবীণাধরা । ১১
শ্বেতপদ্ম ধরি হন শ্বেতপদ্মকরা ।। ১২
জগত তারণ হেতু জগদ্ধাত্রী নাম । ১৩
ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম ।। ১৪
অক্ষসূত্র করে তাই অক্ষসূত্রকরা । ১৫
শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা ।। ১৬
কোন বিদ্যা নাহি হয় কৃপা বিনা তাঁর ।
সর্ব্ববিদ্যা-অধিষ্ঠাত্রী নামটি তাঁহার ।।১৭
পাপনাশ করি হন দূরিত-নাশিনী ।১৮
গন্ধর্ব্বেরা পূজে তাঁরে বলি বীণাপাণি ।। ১৯
সনকাদি ঋষিগণ বলে সনাতনী । ২০
আদ্যাশক্তি ব’লে দেবী হন পুরাতনী ।।
মহেশ্বরী নাম তাঁর মহেশ্বর-পুরে । ২১
সাবিত্রী তাঁহার নাম হয় ব্রহ্মপুরে ।। ২২
বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত । ২৩
ত্রৈলোক্য-জননী নামে সর্ব্বত্র বিদিত ।।২৪
সর্ব্বমন্ত্রময়ী নাম সামাদি বেদেতে । ২৫
বিভাবরী নাম তাঁর বিদিত জগতে ।। ২৬
তুষ্টি নাম হ’ল করি সন্তোষ বিধান । ২৭
পুষ্টি নাম হ’ল তাঁর করি পুষ্টিদান ।। ২৮
ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে । ২৯
ধনেশ্বরী নাম তাঁর কুবের-আগারে ।। ৩০
ত্রিপুরা তাঁর নাম বিখ্যাত ভুবনে । ৩১
তপস্বিনী নাম তাঁর মুনি তপোবনে ।। ৩২
কুমারী তাঁহার নাম গৃহস্থের ঘরে । ৩৩
মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে ।। ৩৪
ভক্তিবশ্যা নাম তাঁর ভক্তের ভবনে । ৩৫
উগ্রচন্ডা নামে খ্যাত এ তিন ভুবনে ।। ৩৬
বীরমাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে । ৩৭
বিজয়িনী নাম তাঁর হয় রণস্থলে ।। ৩৮
কুলাচার-রত স্থানে শ্রীকুলসুন্দরী । ৩৯
ত্রিভুবন মধ্যে দেবী শ্রীভুবনেশ্বরী ।। ৪০
সিদ্ধিদাত্রী নাম তাঁর সিদ্ধি দান ক’রে । ৪১
খেচরী নামেতে খ্যাত গগন মাঝারে ।। ৪২
বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা । ৪৩
বিতরণ ক’রে জ্ঞান হ’লেন জ্ঞানদা ।। ৪৪
যোগিনিগণেরা ডাকে বলিয়া যোগিনী । ৪৫
জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী ।। ৪৬
মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী । ৪৭
বহ্নিতে তিনিই পুনঃ জ্বালিনীরূপিনী ।। ৪৮
গুণের অতীতা ব’লে নাম যে নির্গুণা । ৪৯
সর্ব্বগুণযুতা তাই নাম যে সগুণা ।। ৫০
ক্লেশ নাশ করি দেবী ক্লেশ-বিনাশিনী । ৫১
সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্রিণী ।। ৫২
আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী । ৫৩
বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী ।। ৫৪
মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী । ৫৫
জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী ।। ৫৬
বসুমতী রূপে তিনি পৃথিবীরূপিণী । ৫৭
শ্মশানে তিনিই দেবী শ্মশানবাসিনী ।। ৫৮
পার্ব্বতী তিনিই দেবী তিনি শ্বেতবর্ণা । ৫৯
বারাণসী-ধামে তিনি দেবী-অন্নপূর্ণা ।। ৬০
গুহ্যবিদ্যা খ্যাত তাঁর বিদ্যার মাঝারে । ৬১
পার্ব্বতী তাঁহার নাম নগেন্দ্র-মন্দিরে ।। ৬২
ক্ষমাগুণে বিভূষিতা তাই ক্ষমাবতী । ৬৩
পাতালে নাগিনী নামে তাঁহার বসতি ।। ৬৪
দশভূজা নামে তিনি শ্রীদুর্গারমণী । ৬৫
অষ্টাদশভূজা রূপে দুঃখবিনাশিনী ।। ৬৬
গঙ্গা নামে জলরূপে বসতি ধরায় । ৬৭
স্বর্গধামে মন্দাকিনী তাঁহাকেই কয় ।। ৬৮
ভোগবতী নাম তাঁর পাতাল-ভুবনে । ৬৯
সতী নাম হয় তাঁর মহেশ-ভবনে ।। ৭০
অচিন্তা তাঁহার নাম চিন্তা বিনাশিয়া । ৭১
সুমতি তাঁহার নাম বুদ্ধি বিতরিয়া ।। ৭২
পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া । ৭৩
পীনোন্নতস্তনী স্তন উন্নত বলিয়া ।। ৭৪
করেতে লেখনি ধরি লেখনি-ধারিণী । ৭৫
হাসিমুখ সদা তাই নাম স্মেরাননী ।। ৭৬
মহামায়া নামে তিনি মায়ার আধার । ৭৭
গজেন্দ্র গমনা তাই ধীর গতি তাঁর ।। ৭৮
মধুর বচন তাই মধুর ভাষিণী । ৭৯
নারায়ণ বামে তিনি হন নারায়ণী ।। ৮০
চন্ডমুন্ড-বধে দেবী চামুন্ডারূপিণী । ৮১
প্রচন্ডা রূপেতে তিনি দানব ঘাতিনী ।। ৮২
মেঘের বরণে নব নীল ঘনশ্যামা । ৮৩
নীল সরস্বতীরূপে তিনি যে মা উমা ।। ৮৪
জীবের দুর্গতি নাশি দুর্গতি-হারিণী । ৮৫
কামরূপে তিনি হন কামাখ্যা-বাসিনী ।। ৮৬
ময়ূর-বাহনে তিনি সাজেন কৌমারী । ৮৭
মুক্তকেশী নাম তাঁর কেশ মুক্ত করি ।। ৮৮
অট্টহাসা বলে তাঁরে হেরি উচ্চ হাস । ৮৯
পুণ্যশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ ।। ৯০
সুন্দর নিয়ম তাঁর তাইত সুনীতি । ৯১
কৈবল্যদায়িনী নাম দানিয়ে মুকতি ।। ৯২
পরম-ঈশ্বরী তিনি বিদিত ভুবনে । ৯৩
গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত-ভবনে ।। ৯৪
বামদেবী নাম তাঁর জানে সর্ব্বজন । ৯৫
তরুণী নামেতে পূজে যত ভক্তজন ।। ৯৬
ক্ষোভকরি ক্ষোভহরি তিনি সরস্বতী । ৯৭
ঐশ্বর্য্যশালিনী তাই নাম ভূতিমতী ।। ৯৮
মন্দ মন্দ হাসি তাই নাম মন্দহাসা । ৯৯
সত্যবতী নাম তাঁর তিনি সর্ব্বভাষা ।। ১০০
সিংহোপরি চড়ি দেবী শ্রীসিংহবাহিনী । ১০১
থাকিয়া কমলবনে কমলবাসিনী ।। ১০২
তারাগণ মধ্যে তাঁর নাম অরুন্ধতী । ১০৩
শবাসনা নামে তাঁর শবোপরি স্থিতি ।। ১০৪
গৌরী নামে বিভাষিত সর্ব্বত্র বিভূতি । ১০৫
শিবকে করিয়া দূত নাম শিবদূতী ।। ১০৬
সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী । ১০৭
মোক্ষদাত্রী নামে তিনি জগত-ঈশ্বরী ।। ১০৮

অষ্টোত্তর শতনাম হ’ল সমাপন ।
মন দিয়া কর সবে মাহাত্ম্য শ্রবণ ।।
ভক্তিভাবে যেইজন করিবে শ্রবণ ।
অথবা পড়িবে যেই হ’য়ে একমন ।।
হইবে সকল সিদ্ধি করগত তার ।
কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার ।।
বিশেষতঃপর্ব্বদিনে করিলে পঠন ।
চতুর্ব্বর্গ ফল তার হইবে সাধন ।।
শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন ।
অষ্টোত্তর-শতনাম করিবে পঠন ।।
ধন-জন বিদ্যা-বুদ্ধি তাহার আগারে ।
পরিপূর্ণ থাকিবেক সরস্বতী-বর ।।

|| ইতি সমাপ্ত দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম ||


দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম । মা সরস্বতীর ১০৮ টি নাম

মা সরস্বতীর ১০৮ নাম


ওঁ সরস্বতৌ নমঃ। ১
ওঁ মহাভাদ্রায়ৈ নমঃ।। ২
ওঁ মহমায়ায়ৈ নমঃ। ৩
ওঁ বরপ্রদায়ৈ নমঃ।। ৪
ওঁ শ্রীপ্রদায়ৈ নমঃ। ৫
ওঁ পদ্মনিলয়ায়ৈ নমঃ।। ৬
ওঁ পদ্মাক্ষ্যৈ নমঃ। ৭
ওঁ পদ্মবক্এায়ৈ নমঃ।। ৮
ওঁ শিবানুজায়ৈ নমঃ। ৯
ওঁ পুস্তকভৃতে নমঃ।। ১০
ওঁ জ্ঞানমুদ্রায়ৈ নমঃ। ১১
ওঁ রমায়ৈ নমঃ।। ১২
ওঁ পরায়ৈ নমঃ। ১৩
ওঁ কামরূপায়ৈ নমঃ।। ১৪
ওঁ মহাবিদ্যায়ৈ নমঃ। ১৫
ওঁ মহাপাতক নাশিন্যৈ নমঃ।। ১৬
ওঁ মহাশ্রয়ায়ৈ নমঃ। ১৭
ওঁ মালিন্যৈ নমঃ।। ১৮
ওঁ মহাভোগায়ৈ নমঃ। ১৯
ওঁ মহাভুজায়ৈ নমঃ।। ২০
ওঁ মহাভাগায়ৈ নমঃ। ২১
ওঁ মহোত্সাহায়ৈ নমঃ।। ২২
ওঁ দিভৃয়ামৈ্গৃয় নমঃ। ২৩
ওঁ সুরবন্দিতায়ৈ নমঃ।। ২৪
ওঁ মহাকাল্যৈ নমঃ। ২৫
ওঁ মহাপাশায়ৈ নমঃ।। ২৬
ওঁ মহাকারায়ৈ নমঃ। ২৭
ওঁ মহাস্কুশায়ৈ নমঃ।। ২৮
ওঁ পীতায়ৈ নমঃ। ২৯
ওঁ বিমলায়ৈ নমঃ।। ৩০
ওঁ বিশ্ববায়ৈ নমঃ। ৩১
ও বিদ্যুম্মলায়ৈ নমঃ।। ৩২
ওঁ বৈষ্ণব্যৈ নমঃ। ৩৩
ওঁ চন্দ্রিকায়ৈ নমঃ।। ৩৪
ওঁ চন্দ্রবদনায়ৈ নমঃ। ৩৫
ওঁ চন্দলোকবিভূষিতায়ৈ নমঃ।। ৩৬
ওঁ সাবিএ্যৈ নমঃ। ৩৭
ওঁ সুরসায়ৈ নমঃ।। ৩৮
ওঁ দেব্যৈ নমঃ। ৩৯
ওঁ দিব্যালস্কারভূষিতায়ৈ নমঃ।। ৪০
ওঁ বাগ্দব্যৈ নমঃ। ৪১
ওঁ বসুধায়ৈ নমঃ।। ৪২
ওঁ তীব্রায়ৈ নমঃ। ৪৩
ওঁ মহাভদ্রায়ৈ নমঃ।। ৪৪
ওঁ মহাবলায়ৈ নমঃ। ৪৫
ওঁ ভোগদায়ৈ নমঃ।। ৪৬
ওঁ ভারত্যৈ নমঃ। ৪৭
ওঁ ভামায়ৈ নমঃ।। ৪৮
ওঁ গোবিন্দায়ৈ নমঃ। ৪৯
ওঁ গোমত্যৈ নমঃ।। ৫০
ওঁ শিবায়ৈ নমঃ। ৫১
ওঁ জটিলায়ৈ নমঃ।। ৫২
ওঁ বিন্দ্যাবাসায়ৈ নমঃ। ৫৩
ওঁ বিন্দ্যাচলবিরাজিতায়ৈ নমঃ।। ৫৪
ওঁ চণ্ডিকায়ৈ নমঃ। ৫৫
ওঁ বৈষ্ণব্যৈ নমঃ।। ৫৬
ওঁ ব্রাম্ময়ৈ নমঃ। ৫৭
ওঁ ব্রম্মজ্ঞানৈকসাধনায়ৈ নমঃ।। ৫৮
ওঁ সৌদামিন্যৈ নমঃ। ৫৯
ওঁ সুধামূর্ত্যৈ নমঃ।। ৬০
ওঁ সুভাদ্রায়ৈ নমঃ। ৬১
ওঁ সুরপূজিতায়ৈ নমঃ।। ৬২
ওঁ সুবাসিন্যৈ নমঃ। ৬৩
ওঁ সুনাসায়ৈ নমঃ।। ৬৪
ওঁ বিনিদ্রায়ৈ নমঃ। ৬৫
ওঁ পদ্মলোচনায়ৈ নমঃ।। ৬৬
ওঁ বিদ্যারুপায়ৈ নমঃ। ৬৭
ওঁ বিশালাক্ষ্যৈ নমঃ।। ৬৮
ওঁ ব্রম্মজায়ায়ৈ নমঃ। ৬৯
ওঁ মহাফলায়ৈ নমঃ।। ৭০
ওঁ এয়ীমূত্যৈ নমঃ। ৭১
ওঁ এিকালজ্ঞায়ৈ নমঃ।। ৭২
ওঁ এিগুণায়ৈ নমঃ। ৭৩
ওঁ শাস্এরুপিণ্যৈ নমঃ।। ৭৪
ওঁ শুম্ভাসুরপ্রমথিন্যৈ নমঃ। ৭৫
ওঁ শুভদায়ৈ নমঃ।। ৭৬
ওঁ সভ্ভাত্নিকায়ৈ নমঃ। ৭৭
ওঁ রকতবীজনিহহৈএ্য নমঃ।। ৭৮
ওঁ চামুণ্ডায়ৈ নমঃ। ৭৯
ওঁ অম্বিকায়ৈ নমঃ।। ৮০
ওঁ মুণ্ডকায়প্রহরণায়ৈ নমঃ। ৮১
ওঁ ধূম্রলোচনমর্দনায়ৈ নমঃ।। ৮২
ওঁ সর্বদেবস্ততায়ৈ নমঃ। ৮৩
ওঁ সৌম্যায়ৈ নমঃ।। ৮৪
ওঁ সুরাসুর নমস্কৃতায়ৈ নমঃ। ৮৫
ওঁ কালরাএৌ নমঃ।। ৮৬
ওঁ কলাধারায়ৈ নমঃ। ৮৭
ওঁ রুপসৌভাগ্যদায়িন্যৈ নমঃ।। ৮৮
ওঁ বাগ্দেব্যৈ নমঃ। ৮৯
ওঁ বরারোহায়ৈ নমঃ।। ৯০
ওঁ বারাহ্যৈ নমঃ। ৯১
ওঁ বারিজাসনায়ৈ নমঃ।। ৯২
ওঁ চিএাম্বরায়ৈ নমঃ। ৯৩
ওঁ চিএগন্ধায়ৈ নমঃ।। ৯৪
ওঁ চিএমাল্যবিভূষিতায়ৈ নমঃ। ৯৫
ওঁ কান্তায়ৈ নমঃ।। ৯৬
ওঁ কামপ্রদায়ৈ নমঃ। ৯৭
ওঁ বন্দ্যায়ৈ নমঃ।। ৯৮
ও বিদ্যাধরসুপূজিতায়ৈ নমঃ। ৯৯
ওঁ শ্বেতাননায়ৈ নমঃ।। ১০০
ওঁ নীলভূজায়ৈ নমঃ। ১০১
ওঁ চতুর্বর্গফলপ্রদায়ৈ নমঃ।। ১০২
ওঁ চতুরানন সাম্রাজ্যায়ৈ নমঃ। ১০৩
ওঁ রকতমধ্যায়ৈ নমঃ।। ১০৪
ওঁ নিরঞ্জনায়ৈ নমঃ। ১০৫
ওঁ হংসাসনায়ৈ নমঃ।। ১০৬
ওঁ নীলজঙ্ধায়ৈ নমঃ। ১০৭
ওঁ ব্রম্মাবিষ্ণুশিঃ।। ১০৮


 আমাদের শেষ কথা 

দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম এবং মা সরস্বতীর ১০৮ টি নাম সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

Avinas Mondal

Hello, My name is Avinas Mandal. I am currently a Content Writer for Banglaprotibedon.com. I have been writing for 2 years.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

2 years ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

3 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

3 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

3 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

3 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

3 years ago