সনাতন

শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবের নামের তালিকা

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবের নামের তালিকা। হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা হলেন শিব। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত। শিব হলেন ১১ টি রুদ্রের মধ্যে জ্যেষ্ঠ। দেবাদিদেব মহাদেব কে ধ্বংসের দেবতা বলা হয়। কারণ শিব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়রূপ। প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা মহেশ। এছাড়া শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের একটি রুপ (গণেশ, শিব, সূর্য, বিষ্ণু ও দুর্গা)। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা।

শিব হলেন বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, অবস্থা এবং ধ্বংসের শাসক।  মহাদেব কে ত্রিত্বের মধ্যে ধ্বংসের দেবতা হিসাবে বিবেচনা করা হয়। সমগ্র হিন্দু সমাজে শিব পূজা বহু প্রচলিত। বর্তমানে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা এমনকি পাকিস্তানের কিছু অংশে শিব পূজার ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। শিবকে সাধারণত “শিবলিঙ্গ” নামক বিমুর্ত প্রতীকে পুজো করা হয়ে থাকে। তবে শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হল তার তৃতীয় নয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু। শিবের কিছু জনপ্রিয় নাম হল মহেশ্বর, ভোলানা্‌ নীলকন্ঠ, মহাদে্‌ রুদ্র এছাড়াও একাধিক নাম রয়েছে তার।

তবে তার এই একাধিক নামের মধ্যে ১০৮ টি নামের বিশেষ গুরুত্ব রয়েছে। শিব পূজা বা শিবরাত্রির সময় শিবের জনপ্রিয় নামগুলি স্মরণ করলে খুব সহজেই শিবির আশীর্বাদ পাওয়া যায়। আর সেই কারণেই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবের নামের তালিকা। তাহলে আর দেরি কিসের আসুন এক নজরে দেখে নিন শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবের নামের তালিকা –

শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবের নামের তালিকা

শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম

কৈলাস শিখরে বসি দেব ত্রিলোচন ।
গৌরির সহিত করে কথোপকথোন ।।
সুন্দর জোছনারাশি মধুর যামিনী ।
চন্দ্রের কিরণ ছটা বিকাশে অবণী ।।
মহানন্দে হৈমবতী কহে পঞ্চাননে ।
কহ প্রভু কৃপা করে দাসীরে এক্ষণে ।।
পার্বতি কহেন শিবে ওহে গুণধাম ।
শুনিতে বাসনা বড় তব শতনাম ।।
তোমার নামের সংখ্য শুনি বিশ্বপতি ।
আশুতোষ পরিতোষ হয়ে মোর প্রতি ।।
ভবাণী বচনে তবে কৈলাসঈশ্বর ।
আনন্দ অন্তরে দেন তার সদুত্তর ।।
উত্তরে দেবীর বাণী কহে মহেশ্বর ।
কি ইচ্ছা হয়েছে বল আমার গোচর ।।
মহাপূর্ণ প্রদায়ক অতি গোপনীয় ।
কি আছে আমার প্রিয়ে তোমায় অদেয় ।।
স্মরণে সংসার মুক্ত হবে নরগণ ।
অবহিতে শতনাম করহ শ্রবণ ।।

অনাদির আদি নাম রাখিল বিধাতা ।১
মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা ।।২
জগদগুরু নাম রাখিল মুরারি ।৩
দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারি ।।৪
মহাদেব বলি নাম রাখে শচীদেবী ।৫
গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী ।।৬
ভাগীরথী নাম রাখি দেব শূলপানি ।৭
ভোলানাথ বলি নাম রাখিল শিবানী ।।৮
জলেশ্বর নাম মোর রাখিল বরুণ ।৯
রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ ।।১০

নন্দী রাখিল নাম দেবকৃপাসিন্ধু ।১১
ভৃঙ্গী মোর নাম রাখে দেব দীনবন্ধু ।।১২
তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন ।১৩
পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন ।।১৪
রজত বরণ বলি নাম গিরিবর ।১৫
নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর ।।১৬
যক্ষরাজ নাম রাখে জগতের পতি ।১৭
বৃষভবাহন বলি নাম রাখে পশুপতি ।।১৮
সূর্য্য দেব নাম রাখে দেব বিশ্বেশ্বর ।১৯
চন্দ্রলোকে রাখে নাম শশাংকশেখর ।।২০

মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা ।২১
বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা ।।২২
বৃহষ্পতি নাম রাখে পতিতপাবণ ।২৩
শুক্রাচার্য্য নাম রাখে ভক্ত প্রাণধন ।।২৪
শনৈশ্বর নাম রাখে দয়ার আধার ।২৫
রাহুকেতু নাম রাখে সর্ববিধুহরি ।।২৬
মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ।২৭
ব্রক্ষলোকে নাম মোর রাখে জটাধারী ।।২৮
কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ ।২৯
বদরিকাননে নাম হয় কেদারনাথ ।।৩০

শমন রাখিল নাম সত্য সনাতন ।৩১
ইন্দ্রদেব নাম রাখে বিপদতারণ ।।৩২
পবন রাখিল নাম মহা তেজোময় ।৩৩
ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ।।৩৪
ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ।৩৫
ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন ।।৩৬
মহেশ বলিয়া নাম রাখে দশানন ।৩৭
বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ ।।৩৮
শম্ভুনাথ বলি নাম রাখেন ব্যাসদেব ।৩৯
বাঞ্ছাপূর্ণকারী নাম রাখে শুকদেব ।।৪০

জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি ।৪১
বিজয়া রাখিল নাম অনাথের পতি।।৪২
তালবেতাল নাম রাখে সর্ববিঘ্নহর ।৪৩
মাকর্ণ্ড রাখিল নাম মহা যোগেশ্বর ।।৪৪
শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবনঈশ্বর ।৪৫
ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাৎপর ।।৪৬
প্রহ্লাদ রাখিল নাম নিখিলতারণ ।৪৭
চিতাভষ্ম মাখি গায় বিভুতিভূষণ ।।৪৮
সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী ।৪৯
আশুতোষ নাম রাখে দেব সেনাপতি ।।৫০

বাণেশ্বর নাম রাখে সনৎকুমার ।৫১
রাঢ়দেশবাসী নাম রাখে তারকেশ্বর ।।৫২
ব্যাধিবিনাশন হেতু নাম বৈদ্যনাথ ।৫৩
দীনের শরণ নাম রাখিল নারদ ।।৫৪
বীরভদ্র নাম মোর রাখে হলধর ।৫৫
গন্ধর্ব্ব রাখিল নাম গন্ধর্ব্ব ঈশ্বর ।।৫৬
অজিরা রাখিল নাম পাপতাশহারী ।৫৭
দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ।।৫৮
ব্যাঘ্রার্ণ পরিধান নাম বাঘাম্বর ।৫৯
বিষ্ণুলোকে রাখে নাম দেব দিগম্বর ।।৬০

কৃত্তিবাস নাম রাখে দেবী ক্যাত্যায়নী ।৬১
ভূতনাথ নাম রাখে ঋষ্যশৃঙ্গ মুণি ।।৬২
সদানন্দ নাম রাখে দেব জনার্দন ।৬৩
আনন্দময় নাম রাখে শ্রীমধুসূদন ।।৬৪
রতিপতি নাম রাখে মদন-দহন ।৬৫
দক্ষরাজ নাম রাখে যজ্ঞ বিনাশন ।।৬৬
জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ ।৬৭
বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ ।।৬৮
পৌলস্ত রাখিল নাম ভবভয়হারী ।৬৯
গৌতম রাখিল নাম জনমনে হারী ।।৭০

ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর ।৭১
বটুক ভৈরব নাম রাখে ঘন্টেশ্বর ।।৭২
মর্তলোকে নাম রাখে সর্বপাপহর ।৭৩
জরৎকারু মোর নাম রাখে যোগেশ্বর ।।৭৪
কুরুক্ষেত্রে রণস্থলে পামবরদ্বারী ।৭৫
ঋষীগণ নাম রাখে মুণি মনোহারী ।।৭৬
ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকী ।৭৭
ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকী ।।৭৮
উদ্দীলক নাম রাখে বিশ্বরূপ মোর ।৭৯
অগস্ত্য আমার নাম রাখিল শংকর ।।৮০

দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর ।৮১
সেতু বন্ধে নাম মোর হয় রামেশ্বর ।।৮২
হস্তিনা নগরে নাম দেব যোগেশ্বর ।৮৩
ভরত রাখল নাম উমা মহেশ্বর ।।৮৪
জলস্বর নাম রাখে করুণা সাগর ।৮৫
মম ভক্তগণ বলে সংসারের সার ।।৮৬
ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব ।৮৭
চাঁদ সদাগর রাখে নাম হয়গ্রীব ।।৮৮
জৈমিনি রাখিল নাম মোর ত্র্যম্বকেশ ।৮৯
ধন্বন্তরি মোর নাম রাখিল উমেশ ।।৯০

দিকপাল গণে নাম রাখিল গিরীশ ।৯১
দশদিক পতি নাম রাখে ব্যোমকেশ ।।৯২
দীননাথ নাম মোর কশ্যপ রাখিল ।৯৩
বৈকুণ্ঠের পতি নাম নকুল রাখিল ।।৯৪
কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর ।৯৫
পুরীতীর্থ ধামে নাম ভুবন ঈশ্বর ।।৯৬
গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর ।৯৭
মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর ।।৯৮
কৃপানিধি নাম রাখে রাধাবিনোদিনী ।৯৯
ওঁকার আমার নাম রাখে সান্দীপানি ।।১০০

ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম ।১০১
শ্বেত ভুধর নাম রাখেন ঘনশ্যাম ।।১০২
বাঞ্ছাকল্পতরু নাম রাখে বসুগণ ।১০৩
মহালক্ষী রাখে নাম অশিব নাশন ।।১০৪
অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ ।১০৫
গঙ্গজল বিল্বদলে হই পরিতোষ ।।১০৬
ভাঙ্গরভোলা নাম বলি ডাকে ভক্তগণ ।১০৭
বুড়োশিব বলি খ্যাত এই ত্রিভুবন ।।১০৮
অসংখ্য আমার নাম না হয় বর্ণন ।
অষ্টোত্তর শতনাম করিনু কীর্তন ।।


শিবের নামের তালিকা

শিবের নামের তালিকাঃ অনেকেই নিজের সন্তানের নাম শিবের নাম অনুযায়ী রাখতে চান। আর সেই কারনেই বিভিন্ন জায়গায় শিবের নামের তালিকা খুঁজে থাকেন। তাই আজ আমরা শিবের প্রিয় নামগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। শিবের একাধিক নাম রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি নাম নিম্মে তালিকা ভুক্ত করা হয়েছে। আসুন এক নজরে দেখে নিন শিবের ন্সমের তালিকা অর্থ সহ –

শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবের নামের তালিকা
  1. শিব = কল্যাণ স্বরূপ
  2. মহেশ্বর = মায়ার অধীশ্বর
  3. শংকর = সবার কল্যাণ করেন যিনি
  4. শ্রীকণ্ঠ = সুন্দর কণ্ঠ যাঁর
  5. গঙ্গাধর = যিনি গঙ্গাকে ধারণ করেছেন
  6. কৈলাসবাসী = কৈলাসের নিবাসী
  7. জটাধর = জটা রেখেছেন যিনি
  8. মহাকাল = কালেরও কাল যিনি
  9. সর্বজ্ঞ = যিনি সব কিছু জানেন
  10. হবি = আহূতি রূপী দ্রব্যের মতো
  11. গণনাথ = গণদের স্বামী
  12. ভগবান = সর্বসমর্থ ঐশ্বর্য সম্পন্ন
  13. মৃত্যুঞ্জয় = মৃত্যুকে জয় করেছেন যিনি
  14. জগদ্গুরু = জগতের গুরু
  15. অষ্টমূর্তি = আটটি রূপ আছে যাঁর
  16. দিগম্বর = নগ্ন, আকাশরূপী বস্ত্র ধারণকারী
  17. সাত্বিক = সত্ব গুণ যাঁর
  18. দেব = স্বয়ং প্রকাশরূপ যিনি
  19. হরি = বিষ্ণুস্বরূপ
  20. মহাদেব = দেবতাদেরও দেবতা
  21. হর = পাপ ও তাপ হরণ করেন যিনি
  22. তারক = সবার তারণ করেন যিনি
  23. পরমেশ্বর = সর্বাধিক পরম ঈশ্বর
  24. গিরিধন্বা = মেরু পর্বতকে যিনি ধনুক বানিয়েছেন
  25. পুরারাতি = পুরদের বিনাশ করেছেন যিনি
  26. সদাশিব = নিত্য কল্যাণ রূপী
  27. সোম = উমা-সহ রূপ যাঁর
  28. সোমসূর্যাগ্নিলোচন = চন্দ্র, সূর্য ও অগ্নিরূপী চোখ যাঁর
  29. বৃষাঙ্ক = বৃষ চিহ্নের ধ্বজা রয়েছে যাঁর
  30. মৃগপাণি = হাতে যিনি হরিণ ধারণ করেছেন
  31. উগ্র = অত্যন্ত উগ্র রূপ যাঁর
  32. ভক্তবৎসল = ভক্তদের অত্যন্ত স্নেহ করেন যিনি
  33. শূলপাণি = হাতে ত্রিশূল যাঁর
  34. শিপিবিষ্ট = সিতুহায়ে প্রবেশ করেন যিনি
  35. কামারী = কামদেবের শত্রু, অন্ধকারকে পরাজিত করেছেন যিনি
  36. ভীম = ভয়ঙ্কর রূপ যাঁর
  37. বৃষভারূঢ় = বৃষের উপরে সওয়ার যিনি
  38. যজ্ঞময় = যজ্ঞস্বরূপ যিনি
  39. দুর্ধর্ষ = কারও চাপের কাছে নত হন না যিনি
  40. ভর্গ = পাপনাশক
  41. পঞ্চবক্ত্র = পঞ্চ মুখ যাঁর
  42. অনঘ = পাপরহিত
  43. গিরিপ্রিয় = পর্বত প্রেমী
  44. প্রমথাধিপ = প্রমথগণের অধিপতি
  45. স্থাণু = স্পন্দন বিহিন কূটস্থ রূপ যাঁর
  46. বিশ্বেশ্বর = সমগ্র বিশ্বের ঈশ্বর
  47. কঠোর = অত্যন্ত মজবুত দেহ যাঁর
  48. কৃপানিধি = করুণার সাগর
  49. বিষ্ণুবল্লভ = বিষ্ণুর অতিপ্রিয়
  50. শশীশেখর = মস্তকে চাঁদকে ধারণ করেছেন যিনি
  51. কপর্দী = জটাধারণ করেছেন যিনি
  52. অম্বিকানাথ = দেবী দূর্গার স্বামী
  53. কপালী = কপাল ধারণ করেন যিনি
  54. ললাটাক্ষ = ললাটে চোখ যাঁর
  55. স্বরময়ী = সাতটি স্বরে যাঁর নিবাস
  56. পরমাত্মা = সব আত্মায় সর্বোচ্চ
  57. বীরভদ্র = বীর হওয়া সত্ত্বেও শান্ত স্বরূপ যাঁর
  58. কৃত্তিবাসা = গজচর্ম পরিধান করেছেন যিনি
  59. শুদ্ধবিগ্রহ = শুদ্ধমূর্তি যাঁর
  60. অজ = জন্ম রহিত
  61. পূষদন্তভিৎ = পূষার দন্ত যিনি উপড়ে ফেলেছিলেন
  62. অপবর্গপ্রদ = কৈবল্য মোক্ষ দান করেন যিনি
  63. অনন্ত = দেশকালবস্তু রূপী পরিছেদ রহিত
  64. অব্যয় = খরচ হওয়া সত্ত্বেও ঘাটতি হয় না যাঁর
  65. খণ্ডপরশু = ভাঙা পরশু ধারণ করেছেন যিনি
  66. রুদ্র = ভয়ানক
  67. সূক্ষ্মতনু = সূক্ষ্ম শরীর যাঁর
  68. প্রজাপতি = প্রজার পালনকর্তা
  69. গিরীশ্বর = কৈলাস পর্বতে শয়ন করেন যিনি
  70. কবচী = কবচ ধারণ করেছেন যিনি
  71. সুরসুদন = দৈত্য অন্ধককে যিনি বধ করেছেন
  72. ত্রিলোকেশ = তিন লোকের যিনি প্রভু
  73. বামদেব = অত্যন্ত সুন্দর স্বরূপ যাঁর
  74. শম্ভু = আনন্দ স্বরূপ যাঁর
  75. নীললোহিতন = নীল ও লাল বর্ণ যাঁর
  76. খটবাঙ্গি = খাটিয়ায় একটি পা রাখেন যিনি
  77. পিনাকী = পিনাক অর্থাৎ ধনুক ধারণ করেছেন যিনি
  78. শিতিকণ্ঠ = সাদা কণ্ঠ যাঁর
  79. ত্রিপুরান্তক = ত্রিপুরাসুরকে বধ করেছেন যিনি
  80. ত্রয়ীমূর্তি = বেদরূপী বিগ্রহ করেন যিনি
  81. হিরণ্যরেতা = স্বর্ণ তেজ যাঁর
  82. মহাসেনজনক = কার্তিকেয়র পিতা
  83. ভূতপতি = ভূতপ্রেত বা পঞ্চভূতের অধিপতি
  84. অহির্বুধ্ন্য = কুণ্ডলিনী ধারণ করেছেন যিনি
  85. ভস্মোদ্ধুলিতবিগ্রহ = সারা শরীরে ভস্ম লাগান যিনি
  86. অনীশ্বর = যিনি স্বয়ং সকলের প্রভু
  87. ভব = সংসার রূপে প্রকট হন যিনি
  88. শিবাপ্রিয় = পার্বতীর প্রিয়
  89. সামপ্রিয় = সামগানের প্রেমী
  90. অনেকাত্মা = অনেক রূপ ধারণ করতে পারেন যিনি
  91. পাশবিমোচন = বন্ধন থেকে মুক্ত করেন যিনি
  92. পশুপতি = পশুদের অধিপতি
  93. সহস্রপাদ = হাজার পদ বিশিষ্ট
  94. অব্যক্ত = ইন্দ্রিয়ের সামনে প্রকট হন না যিনি
  95. অব্যগ্র = কখনও ব্যথিত হন না যিনি
  96. সহস্রাক্ষ = হাজারটি চোখ যাঁর
  97. মৃড = সুখস্বরূপ যাঁর
  98. ব্যোমকেশ = আকাশের মতো চুল যাঁর
  99. জগদ্ব্যাপী = জগতে ব্যাপ্ত বাস যাঁর
  100. গিরীশ = পর্বতের স্বামী
  101. পরশুহস্ত = হাতে পরশু ধারণ করেছেন যিনি
  102. শর্ব = কষ্ট নষ্ট করেন যিনি
  103. বিরূপাক্ষ = বিচিত্র চোখ যাঁর (শিব ত্রিনেত্রের অধিকারী)
  104. ভুজঙ্গভূষণ = সাপের আভুষণ ধারণ করেন যিনি
  105. চারুবিক্রম = সুন্দর পরাক্রম যাঁর
  106. শাশ্বত = নিত্য থাকেন যিনি
  107. ভগনেত্রভিদ্ = ভগ দেবতার চোখ নষ্ট করেছিলেন যিনি
  108. দক্ষাধ্বরহর = দক্ষের যজ্ঞ নষ্ট করেছিলেন যিনি

 আমাদের শেষ কথা 

শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবের নামের তালিকা সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিবের ১০৮ টি নাম ও শিবের অষ্টোত্তর শতনাম এবং শিবের নামের তালিকা আপনার পড়ে ভাল লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

Pabitra

My name is Pabitra Sarkar. I am currently a Content Writer and a Student. I am studying journalism from West Bengal State University. I write articles for many publishers around the world.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago