সনাতন

শ্রী শ্রী লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম | মা লক্ষ্মীর ১০৮ নাম | 108 Names of Lakshmi

শ্রী শ্রী লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম বা মা লক্ষ্মীর ১০৮ নাম – হিন্দু ধর্মের এক অন্যতম জনপ্রিয় দেবী হলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী দেবীকে ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী বলে মান্য করা হয়। মা লক্ষ্মী দেবীর বাহন হল শ্বেত পেঁচা এবং তার অস্ত্র হল পদ্ম। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ৬ টি বিশেষ গুণ রয়েছে। তিনি হলেন ভগবান শ্রী বিষ্ণুর পত্নী এবং তিনি ভগবান শ্রী বিষ্ণুর শক্তির উৎস। বিষ্ণু যখন রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করেন, তখন তিনি সীতা, রাধা ও রুক্সিনি রূপে তার সঙ্গিনী হন।

প্রতিটি হিন্দু গৃহে লক্ষ্মী দেবীর পূজা হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিরা বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকেন। এছাড়াও কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীর বিশেষ পূজা হয়ে থাকে, যা কোজাগরী লক্ষ্মী পূজা নামে অধিক খ্যাত। মা লক্ষ্মী দেবীকে নিয়ে বাংলার জনসমাজে একাধিক জনপ্রিয় গল্প প্রচলিত রয়েছে। তবে আজ আমরা আপনাদের সামনে শ্রী শ্রী লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম বা মা লক্ষ্মীর ১০৮ নাম নিয়ে হাজির হয়েছি। আসুন এক নজরে দেখে নিন শ্রী শ্রী লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম বা মা লক্ষ্মীর ১০৮ নাম –

শ্রী শ্রী লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম


পদ্মপলাশাক্ষি নাম জয় জয় জয়। ১
মহালক্ষ্মী নামে হয় সর্ব্বরোগ ক্ষয়৷৷২
সুরেশ্বরী নামে নতি করি ভক্তিভরে।৩
হরিপ্রিয়া নাম স্মরি অন্তর-মাঝারে ।।৪
পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার।৫
সর্ব্বদাত্রী নামে। হয় বিভব-সঞ্চার॥৬
বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবীরে।৭
ক্ষীরোদধিসুতা নাম স্মরি ভক্তিভরে।।৮
জগন্মাতা নামে নতি পদযুগে করি।৯
হৃদিমাঝে দয়াবতী নাম সদা স্মরি৷৷১০
ত্রৈলোক্যতারিণী নাম করি গো স্মরণ৷৷১১
বসুবৃষ্টিকরী নাম জগত-পাবন৷৷১২
সৰ্ব্বভূত হিতৈষিণী নামে নমস্কার।১৩
দেবদেবেশ্বরী নাম সার হৈতে সার। ১৪
ভুবনপাবনী নাম স্মরি গো অন্তরে।১৫
চপলা নামেতে নতি করি ভক্তিভরে৷৷১৬
ভুবন-জননী নাম স্মরি বার বার।১৭
আর্ভিহন্ত্রী নাম স্মরি অন্তর-মাঝার৷৷১৮
ওগো দেবি তব নাম দারিদ্রহারিণী। ১৯
স্মরিলে দুঃখের নাম কমলবাসিনী৷৷২০
ললিতা নামেতে নতি তোমার চরণে। ২১
প্রদ্যুম্ন-জননী নাম স্মরি হৃষ্টমনে।।২২
শরণ্যা নামেতে হয় দুঃখ বিনাশন। ২৩
শীলাবতী নামে স্মরে যত ভক্তগণ৷৷২৪
পিতৃ-মাতৃরূপা নাম স্মরি হৃদিমাঝে। ২৫
সম্পত্তিদায়িনী নামে সবে সুখে মজে৷৷২৬
বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার। ২৭
কল্যাণী নামেতে তোমা করি নমস্কার।।২৮

সাগর নন্দিনী নাম সাগর-ভবনে। ২৯
গুণরাশি প্রসবিনী তোমা সবে ভণে৷৷৩০
ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন।৩১
ভগবতী নামে তোমা ডাকে সৰ্ব্বজন৷৷৩২
শুদ্ধসত্ত্ব-স্বরূপিণী তোমারই নাম।৩৩
সম্পত্তি-রূপিণী হয় তোমার আখ্যান।।৩৪
পাৰ্ব্বর্তী নামেতে তুমি বিরাজ কৈলাসে।৩৫
স্বর্গলক্ষ্মী নাম তব অমর-নিবাসে৷৷৩৬
মর্ত্যলক্ষ্মী নাম তব ভূতলে প্রচার।৩৭
গৃহলক্ষ্মী নাম খ্যাত গৃহীর আগার৷৷৩৮
বৈকুণ্ঠে বৈকুণ্ঠপ্রিয়া তব এক নাম।৩৯
গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান৷৷ ৪০
ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী।৪১
বৃন্দাবন-বনে নাম ধর রাসেশ্বরী৷৷৪২
গোলোকে তোমার নাম কৃষ্ণপ্রাণাধিকা।৪৩
ভক্ত হৃদে তব নাম সর্ব্বার্থ সাধিকা৷৷৪৪
মালতী নামেতে থাক মালতী-কাননে। ৪৫
চন্দ্রা নামে শোভা পাও চন্দনের বনে৷৪৬
সুন্দরী তোমার নাম শতশৃঙ্গে জানি।৪৭
কুন্দবনে কুন্দদন্তী নামে খ্যাত তুমি৷৷৪৮
পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে।৪৯
কৃষ্ণপ্রিয়া তব নাম ভাণ্ডীর কাননে৷৷৫০
কেতকী কাননে তব সুশীলা আখ্যান।৫১
রাজগৃহে রাজলক্ষ্মী তব এক নাম৷৷ ৫২
আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সৰ্ব্বস্থানে।৫৩
সিদ্ধগণ ডাকে তোমা সিদ্ধিদাত্রী নামে।।৫৪
এক নাম ধর তুমি শ্রীকদম্বমালা।৫৫
কোচবধূপুরে তুমি কোচরাজবালা৷৷৫৬

সুমতি নামেতে তুমি খ্যাত সৰ্ব্বস্থান।৫৭
কুমতি-নাশিনী হয় তব এক নাম৷৷৫৮
এক নাম ধর তুমি সুপ্রিয়বাদিনী।৫৯
কুলিনা তোমার নাম, ওগো সুভাষিণি৷৷৬০
স্বাহা নামে শোভা পাও অগ্নির গোচরে। ৬১
স্বধা নাম ধর সদা পিতৃলোকপুরে৷৷৬২
যজ্ঞবিদ্যা তব নাম জগতে প্রচার। ৬৩
গুহ্যবিদ্যা নামে তোমা করি নমস্কার৷৷৬৪
আন্বীক্ষিকী তব নাম বিদিত ভুবন।৬৫
দণ্ডনীতি বলি নাম করহ ধারণ৷৷৬৬
জগদ্রুপা নামে তুমি বিদিত জগতে।৬৭
সুধা নামে খ্যাত তুমি শশাঙ্কপুরেতে।।৬৮
এক নাম মেধা তুমি করিছ ধারণ।৬৯
শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীল জন।।৭০
সৰ্ব্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে। ৭১
মৃতসঞ্জীবনী নাম শমন-ভবনে৷ ৭২
মহাভাগা এক নাম জানি গো তোমার।৭৩
সর্ব্বর্যজ্ঞময়ী নাম সর্ব্বত্র প্রচার।।৭৪
মোক্ষদা নামেতে কর = মোক্ষ বিতরণ।৭৫
সুরভি নামেতে কর গো-ধন রক্ষণ।৭৬
সুখদা নামেতে সুখ দেও সবাকারে।৭৭
হর্ষদা নামেতে তোমা স্মরি বারে – বারে।।৭৮
শ্রীদাত্রী তোমার নাম করি গো স্মরণ। ৭৯
শস্যা নামে কর তুমি শস্য বিতরণ৷৷৮০
মহাদেবী তব নাম হিমালয়-ঘরে।৮১
সুমেরুবাসিনী নাম সুমেরু-শিখরে।।৮২
ধৰ্ম্মধাত্রী তব নাম ধর্ম্মের গোচর।৮৩
প্রভাবতী নামে ডাকে সতত ভাস্কর৷৷৮৪

পরমার্থদাত্রী নাম করহ ধারণ।৮৫
ক্রোধহীনা তব নাম বিদিত ভুবন৷৷৮৬,
হরিদাস্য-প্রদায়িনী আখ্যান তোমার। ৮৭
কারণরূপিণী নাম জগতে প্রচার৷৮৮
অসারহারিণী নাম খ্যাত সৰ্ব্বস্থানে। ৮৯
নারায়ণ-পরায়ণা নামে তোমা ভণে৷৷৯০
এক নাম ধর তুমি মহাপুণ্যবতী।৯১
নন্দিকেশী নাম তব খ্যাত বসুমতী।।৯২
শচী – নামে শোভা পাও দেবরাজপুরে।৯৩
ভোগবতী নামে থাক পাতাল নগরে।।৯৪
অরিষ্টনাশিনী নাম জগতে প্রচার।৯৫
হরিহৃদি-বিলাসি – হরির আগার৷৷৯৬
একবীরা নাম তুমি করহ ধারণ।৯৭
ভ্রামরী নামেতে কর ভুবন ভ্রমণ৷৷৯৮
বিরোধিনী তব নাম খ্যাত ভুমণ্ডলে।৯৯ –
দিগগজগণে তোমা বিধাতৃকা বলে৷৷১০০
শিবদূতী নাম তব জগতে = প্রচার। ১০১
ষট্‌পা তব নাম বেদের মাঝার।।১০২
হুঙ্কাররূপিণী নাম সমর অঙ্গনে।১০৩
জন্তণী নামেতে খ্যাত যোদ্ধার সদনে। ১০৪
ভক্তাভীষ্ট-বিধায়িনী তব এক নাম।১০৫
বিনোদিনী নামে তুমি খ্যাত সৰ্ব্বস্থান৷৷১০৬
মদন-দমনী নাম মদনের পুরে। ১০৭
শ্রীরতিসুন্দরী নাম – রতির গোচরে।।১০৮

[আরও পড়ুনঃ শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম | শ্রী কৃষ্ণের ১০৮ নাম ]


ফলশ্রুতি


এই স্তব ভক্তিভরে করুলে শ্রবণ।
কিম্বা অধ্যায়ণ করে যদি কোন জন।।
পাতক তাহার দেহে কভু নাহি রয়।
পুত্রহীন জন পায় সুপুত্র নিশ্চয়।।
ভ্রষ্টরাজ্য রাজা পায় ইহার প্রসাদে।
কীত্তিহীন কীর্ত্তি লাভে জানিবে জগতে।।
যশোলাভ ধনলাভ হইতে হয়।
কল্যানজনক স্তোত্র শাস্ত্র শাস্ত্রে হেন কয়।।
তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে।
সদা গুন সদা পড় ভক্তি সহকারে।।
কমলে কমলে বলি ডাক নিরন্তর।
ডস্কা মারি যাবে চলি অমর-নগর।।


 আমাদের শেষ কথা 

শ্রী শ্রী লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম বা মা লক্ষ্মীর ১০৮ নাম সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি পড়ে আপনার ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

Pabitra

My name is Pabitra Sarkar. I am currently a Content Writer and a Student. I am studying journalism from West Bengal State University. I write articles for many publishers around the world.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago