28 Buddhas, গৌতম বুদ্ধের বিভিন্ন নাম, ২৮ বুদ্ধের বন্দনা, বুদ্ধ দেবের ২৮ টি নাম, গৌতম বুদ্ধের ২৮ টি নাম, 28 names of Gautam Buddha, আটাশ বুদ্ধের বন্দনা
২৮ বুদ্ধের নাম ও ২৮ বুদ্ধের বন্দনা | গৌতম বুদ্ধের বিভিন্ন নাম

২৮ বুদ্ধের নাম ও ২৮ বুদ্ধের বন্দনা এবং গৌতম বুদ্ধের বিভিন্ন নাম – আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি গৌতম বুদ্ধের বিভিন্ন নাম এবং অষ্টবিংশতি বুদ্ধ বন্দনা। বুদ্ধ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে, সংস্কৃত বুদ্ধ শব্দটির অর্থ হলো পরম শাশ্বতবোধ বা জ্ঞান অর্জন করেছেন যে জন। বৌদ্ধ ধর্ম অনুসারে যিনি জগতের সার সত্য সম্বন্ধে অবগত হয়েছেন তিনিই হলেন বুদ্ধ। বুদ্ধ নিজে নির্বান লাভের পূর্বে ধরিত্রীর সকল জীবকে নির্বান লাভের উপায় উপদেশ করে গেছেন। কতজন বুদ্ধ আবির্ভূত হয়েছেন সে সম্পর্কে বলে শেষ করা যাবে না। গৌতম বুদ্ধ (নিজেসহ) তার অতীতের ২৮ জন বুদ্ধের কথা বলে গিয়েছেন। বর্তমানে আমরা ২৮ তম বুদ্ধ এর ধর্ম-কালে অবস্থান করছি। তাই আসুন এক নজরে দেখে নিন ২৮ বুদ্ধের বন্দনা এবং গৌতম বুদ্ধের বিভিন্ন নাম গুলি –

২৮ বুদ্ধের নাম

১) তৃষঙ্কর বুদ্ধ
২) মেধঙ্কর বুদ্ধ
৩) শরণংকর বুদ্ধ
৪) দীপংকর বুদ্ধ

৫) কোন্ডণ্য বুদ্ধ
৬) সুমঙ্গল বুদ্ধ
৭) সুমন বুদ্ধ
৮) রেবত বুদ্ধ

৯) সোভিত বুদ্ধ
১০)অনোমদর্শী বুদ্ধ
১১)পদুম বুদ্ধ
১২)নারদ বুদ্ধ

১৩)পদুমুত্তর বুদ্ধ
১৪)সুমেধ বুদ্ধ
১৫)সুজাত বুদ্ধ
১৬)প্রিয়দর্শী বুদ্ধ

১৭)অর্থদর্শী বুদ্ধ
১৮)ধর্মদর্শী বুদ্ধ
১৯)সিদ্ধার্থ বুদ্ধ
২০)তিষ্য বুদ্ধ

২১)ফুসস্ বুদ্ধ
২২)বিপশী বুদ্ধ
২৩)সিখী বুদ্ধ
২৪)বেসস্ভূবুদ্ধ

২৫)কুকুসন্ধ বুদ্ধ
২৬)কোণাগমন বুদ্ধ
২৭)কশ্যপ বুদ্ধ
২৮)গৌতম বুদ্ধ

read more: শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম | শ্রী কৃষ্ণের ১০৮ নাম


২৮ বুদ্ধের বন্দনা

তণহঙ্করো মহাবীরো মেধঙ্করো মহাযসো,
সরণঙ্করোলোকহিতো দীপঙ্করো জুতিন্ধরো।
কোন্ডঞো জনপামোকখো মঙ্গলো পুরিসাসভো,
সুমনো সুমনো ধীররো রেবতো রতিবন্ধনো।
সোভিতো গুণসম্পন্নো অনোমদস্সী জনুত্তমো,
পদুমো লাকোপজ্জোতো নারদো বরসারথি।
পদুমুত্তরো সত্তসারো সুমেধো অগগপুগগলো,
সুজাতো সব্বলোকগেগা পিদসী নরাসভো।
অথদসসী কারুণিকো ধম্মদসী তমোনুদো,
সিদ্ধার্থে অসমো লোকে তিসসো বরদংসবরো।
ফুসসো বরদসমুদ্ধো বিপস্সী চ অনুপমো,
সিখী সব্বহিতো সখা বেসভূ সুখদাযকো।
ককুসন্ধো সত্থাবাহো কোণাগমনো রণঞ্জহো।
কস্সপো সিরিসম্পন্নো গোতমো সক্যপুঙ্গবো।
অটঠবীসতি’ মে বুদ্ধা নিব্বাণমতদাযকা ,
নমামি সিরসা নিচ্চাং তে মে রক্খম্ভ সব্বদা ।


 আমাদের শেষ কথা 

অষ্টবিংশতি বুদ্ধ বন্দনা এবং গৌতম বুদ্ধের বিভিন্ন নাম গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।