গনেশের অষ্টোত্তর শতনাম, গণেশের ১০৮ নাম, গনেশের নাম, গণেশের ১০৮ টি নাম, গণেশ শতনাম, গনেশের একশত আট নাম,
গণেশের ১০৮ নাম এবং শ্রী শ্রী গনেশের অষ্টোত্তর শতনাম

গণেশের ১০৮ নাম এবং শ্রী শ্রী গনেশের অষ্টোত্তর শতনাম  –শ্রী শ্রী গণেশ হলেন হিন্দু ধর্মের সর্বাধিক পরিচিত ও সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে এক অন্যতম দেবতা। তবে তিনি গণপতি, পিল্লাইয়ার, বিঘ্নেশ্বর, যানইমুগতবন, বিনায়ক, গজপতি, একদন্ত ইত্যাদি নামেও পরিচিত। সমস্ত দেব-দেবীর মধ্যে শিব ও পার্বতী পুত্র গণেশের স্থান অন্যতম।

দেবাদি-দেব মহাদেব তথা শিব নিজ পুত্র গণেশ কে আশীর্বাদ দিয়ে বলেছিলেন, যখনই কোন পূজা হবে তখনই সর্বপ্রথম আপনার নাম স্মরণ করা হবে। সেই কারণেই সর্ব দেব দেবির পূজা-অর্চনায় সর্বপ্রথম গণেশ বন্দনা করা হয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী গণেশের ১০৮ টি নাম প্রচলিত রয়েছে। প্রচলিত এই ১০৮ টি নামের, প্রত্যেকটির একটি আলাদা আলাদা অর্থ রয়েছে।

ভগবান শ্রী গণেশের এই ১০৮ টি নাম ভক্তরা নিষ্ঠা সহকারে জপ করলে তাদের জীবনে, সুখ সমৃদ্ধি আসবে। গণেশের ১০৮ টি নাম কে অনেকেই আবার গণেশ নামাবলী বলে থাকেন। শ্রী শ্রী গণেশের এই নামগুলি জপ করলে বাধাবিঘ্ন দূর হয় জীবনের সমস্যা সমাধান হয় বলে মনে করেন অনেক ভক্তগণ। তাই আজ আমারা আপনাদের সামনে নিয়ে এসেছি গণেশের ১০৮ টি নাম। আসুন এক নজরে দেখে নিন গণেশের ১০৮ নাম বা গণেশের নামাবলী ও গণেশের অষ্টোত্তর শতনাম –

গনেশের অষ্টোত্তর শতনাম, গণেশের ১০৮ নাম, গনেশের নাম, গণেশের ১০৮ টি নাম, গণেশ শতনাম, গনেশের একশত আট নাম,
গণেশের ১০৮ নাম এবং শ্রী শ্রী গনেশের অষ্টোত্তর শতনাম

গণেশের ১০৮ নাম


১) গণদক্ষ = গণ বা সকল মানুষের প্রধান যিনি

২) গণপতি = সকল গণের নেতা

৩) গৌরীসূত = মা গৌরীর পুত্র

৪) লম্বকর্ণ = বড় কর্ণযুক্ত দেবতা যিনি

৫) লম্বোদর = বড় পেট আছে যাঁর

৬) মহাবল = অত্যন্ত শক্তিশালী যিনি

৭. মহা গণপতি = দেবাদিদেব

৮. মহেশ্বর = সমগ্র মহাবিশ্বের প্রভু

৯. মঙ্গলমূর্তি = সকল শুভ কাজের প্রভু

১০. মূষকবাহন = যাঁর বাহন ইঁদুর

১১. বালগণপতি = প্রিয়তম সন্তান

১২. ভালচন্দ্র = যাঁর মাথায় চাঁদ আছে

১৩. বুদ্ধিনাথ = জ্ঞানের প্রভু যিনি

১৪. ধূম্রবর্ণ = ধুম্রের মতো রঙ যাঁর

১৫. একক্ষর = একক অক্ষরযুক্ত যিনি

১৬. একদন্ত = এক দন্তযুক্ত যিনি

১৭. গজকর্ণ = গজের মতো কর্ণযুক্ত যিনি

১৮. গজানন = গজের ন্যায় আনন যে দেবতার

১৯. গজবক্র = গজের ন্যায় বক্রযুক্ত কাণ্ড যাঁর

২০. গজবক্ত্র = গজের ন্যায় মুখ আছে যাঁর

২১. দেবাদেব = সমস্ত ঈশ্বরের মধ্যে অন্যতম যিনি

২২. দেবান্তক নাশকারী = মন্দ এবং অসুরদের ধ্বংসকারী যিনি

২৩. দেবব্রত = যিনি সকলের তপস্যা গ্রহণ করেন

২৪. দেবেন্দ্রশিক = সমস্ত দেবতাদের রক্ষক যিনি

২৫. ধার্মিক = ধর্মপথে কর্তব্য রেন যে দেবতা

২৬. দুর্জয় = অপরাজিত দেব যিনি

২৭. দ্বৈমাতুর = দুই মায়ের সন্তান যিনি। দেবী পার্বতী ছাড়াও পুরাণমতো দেবী গঙ্গাকে গণেশের মায়ের স্থান দেওয়া হয়েছে

২৮. একদংষ্ট্র = এক দন্তযুক্ত যিনি

২৯. ঈশানপুত্র = ভগবান শিবের পুত্র যিনি

৩০. গদাধর = গদা অস্ত্র যাঁর

৩১. অমিত = অতুলনীয় প্রভু যিনি

৩২. অনন্তচিদারুপম = অসীম এবং স্বতন্ত্র চেতনা সহ দেবতা

৩৩. অবনীশ = সমগ্র বিশ্বের প্রভু যিনি

৩৪. অবিঘ্ন = বাধা বিঘ্ন অতিক্রমকারী

৩৫. ভীম = বিশালকায় যিনি

৩৬. ভূপতি = পৃথিবীর প্রভু

৩৭. ভুবনপতি = দেবতাদের ঈশ্বর

৩৮. বুদ্ধিপ্রিয় = জ্ঞান দানকারী

৩৯. বুদ্ধিবিধাতা = জ্ঞানের প্রভু

৪০. চতুর্ভুজ = চারটি বাহু যাঁর

৪১. নিধিশ্বরম = সম্পদ এবং তহবিল দাতা

৪২. প্রথমেশ্বর = সর্বপ্রথম দেবতা

৪৩. শুভকর্ণ = বড় কর্ণযুক্ত ঈশ্বর

৪৪. শুভম = সকল শুভ কাজের ঈশ্বর

৪৫. সিদ্ধিদাতা = ইচ্ছা পূর্ণ এবং সুযোগ প্রদান করেন যে প্রভু

৪৬. সিদ্ধিবিনায়ক = সফলতা প্রদান করেন যিনি

৪৭. সুরেশ্বরম = দেবতাদের প্রভু

৪৮. বক্রতুন্ড = একটি বাঁকা শুণ্ড রয়েছে যাঁর

৪৯. অখুরথ = ইঁদুর সারথি যার

৫০. অলম্পতা = অনন্ত দেব

৫১. ক্ষিপ্র = উপাসনার যোগ্য

৫২. মনোময = হৃদয়জয়ী

৫৩. মৃত্যুঞ্জয় = যিনি মৃত্যুকে পরাজিত করেন

৫৪. মুধকারম = যিনি সুখের মধ্যে থাকেন

৫৫. মুক্তিদায়ী = অনন্ত সুখের দাতা

৫৬. নাদপ্রতিষ্ঠা = যিনি নাদব্রহ্ম প্রতিষ্ঠা করেন

৫৭. নমস্তেতু = সকল অনিষ্টের বিজয়ী

৫৮. নন্দন = ভগবান শিবের পুত্র

৫৯. সিদ্ধন্ত = সাফল্য ও অর্জনের গুরু

৬০. পীতাম্বর = যিনি হলুদ কাপড় পরেন

৬১. গণাধিক্ষণ = সকল সংস্থার প্রভু

৬২. গুণিন = সমস্ত গুণাবলী সম্পর্কে জ্ঞাত

৬৩. হরিদ্রা = সোনার রঙ যাঁর

৬৪. হেরম্ব = মায়ের প্রিয় পুত্র

৬৫. কপিল = হলুদ এবং বাদামী রঙ যাঁর

৬৬. কবীশ = কবিদের প্রভু

৬৭. কীর্তি = খ্যাতির প্রভু

৬৮. কৃপাকর = যিনি দয়ালু

৬৯. কৃষ্ণপিঙ্গল = হলুদ-বাদামী চোখ যাঁর

৭০. ক্ষেমঙ্করী = যিনি ক্ষমা করেন

৭১. বরদবিনায়ক = সফলতার প্রভু

৭২. বীরগণপতি = বীর প্রভু

৭৩. বিদ্যাবিধি = জ্ঞানের ঈশ্বর

৭৪. বিঘ্নহর = বাধা দূর করেন যিনি

৭৫. বিঘ্নহর্তা = বিঘ্ন দূর করেন যিনি

৭৬. বিঘ্নবিনাশন = বিঘ্ন বিনাশ করেন যিনি

৭৭. বিঘ্নরাজ = সকল বাধার প্রভু

৭৮. বিঘ্নরাজেন্দ্র = সকল বাধার অধিকারী

৭৯. বিঘ্নবিনাশয় = বাধা ধ্বংসকারী

৮০. বিঘ্নেশ্বর = প্রতিবন্ধকতার প্রভু

৮১. শ্বেত = যিনি শ্বেত রঙের রূপে বিশুদ্ধ

৮২. সিদ্ধিপ্রিয় = যিনি ইচ্ছা পূরণ করেন

৮৩. স্কন্দপূর্বজ = ভগবান কার্তিকের ভাই

৮৪. সুমুখ = শুভ মুখ যাঁর

৮৫. স্বরূপ = সৌন্দর্যের প্রেমিক

৮৬. তরুঁ = যাঁর বয়স অচঞ্চল

৮৭. উদ্দণ্ড = চঞ্চল

৮৮. উমাপুত্র = পার্বতীর পুত্র

৮৯. বরগণপতি = সুযোগের প্রভু

৯০. বরপ্রদ = ইচ্ছা এবং সুযোগ দানের প্রভু

৯১. প্রমোদ = আনন্দ

৯২. পুরুষ = বিস্ময়কর ব্যক্তিত্ব

৯৩. রক্ত = লাল শরীর যাঁর এমন প্রভু

৯৪. রুদ্রপ্রিয় = ভগবান শিবের প্রিয়

৯৫. সর্বদেবতমান = সমস্ত স্বর্গীয় দেবতার নৈবেদ্য গ্রহণকারী

৯৬. সর্বসিদ্ধান্ত = দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রদানকারী

৯৭. সর্বাত্মন = মহাবিশ্বের রক্ষক

৯৮. ওঙ্কার = ওম আকৃতিযুক্ত

৯৯. শশীবর্ণম = যাঁর রঙ চন্দ্রের ন্যায় সুন্দর

১০০. শুভগুণকানন = যিনি সকল গুণের কর্তা

১০১. যোগাধীপ = ধ্যানের প্রভু

১০২. যশস্বিন = সব চেয়ে প্রিয় এবং জনপ্রিয় ঈশ্বর

১০৩. যশস্কর = খ্যাতি ও ভাগ্যের প্রভু

১০৪. যজ্ঞকায় = যিনি সমস্ত ত্যাগ স্বীকার করেন

১০৫. বিশ্বরাজ = সংসারের স্বামী

১০৬. বিকট = অত্যন্ত বিশাল

১০৭. বিনায়ক = সকলের প্রভু

১০৮. বিশ্বমুখ = মহাবিশ্বের গুরু়।


শ্রী শ্রী গনেশের অষ্টোত্তর শতনাম 


প্রথমে গণেশ নাম রাখিল পাবক | ১
গণাধিপ নাম রাখিল ত্র্যম্বক || ২
যত সিদ্ধগণ মোর নাম রাখে গণ | ৩
নাম রাখে গণাগ্রহী নমুচিসূদন || ৪
নাম রাখে গণাধ্যক্ষ যত তুরাসাহ | ৫
গণেশ্বর নাম দিল শ্রীগন্ধবাহ || ৬
নাম দিল গণনাথ ভ্রাতা কার্ত্তিকেয় | ৭
নাম রাখে গণদেবেশ্বর রৌহিনেয় || ৮
গণচলবাসী নাম দিল শ্রীভাস্কর | ৯
গণনায়ক নামে ডাকে দেব ক্ষপাকর || ১০
নাম দিয়েছেন গণরাজ বিরূপাক্ষ | ১১
নাম রাখিলেন গণকর্ত্তা সহস্রাক্ষ || ১২
গণপতি নামে ডাকে তাঁর পিতা হর | ১৩
নাম রাখে গজানন দেব দামোদর || ১৪
নাম দিল গৌরীসুত মহাদেবী তারা | ১৫
গজকর্ণ নাম দিলেন মুনি শ্রীঅঙ্গিরা || ১৬
দানিলেন গজবক্ত নাম সেই মনু | ১৭
বিনায়কেশ-পুত্র নাম রাখিলেন ভানু || ১৮
গুহাগ্রজ নাম রাখিলেন সুরপতি | ১৯
নাম দিল সুরাগ্রজ দেব বৃহস্পতি || ২০
নাম রাখে উমাপুত্র যে মেনকারাণী | ২১
বিঘ্ন বিনাশন নাম দিল অব্জযোনি || ২২
বিঘ্নরাজ নাম দিল বৃহতিসূদন | ২৩
নাম দেন বিঘ্নকর্ত্তা রুক্মিণী-রমণ || ২৪
নাম দিল বিঘ্নহারী দেব ত্রিপুরারি | ২৫
বিঘ্ন বিনায়ক নাম দিল শম্বরারি || ২৬
বিঘ্নসিদ্ধি নাম দিয়েছেন কংসাবতি | ২৭
বিঘ্নেশ নাম দিয়েছেন প্রজাপতি || ২৮
নাম দেন বিঘ্ন-বিনাশক খগেশ্বর | ২৯
বিঘ্নহর্ত্তা নাম দিয়েছেন নাগেশ্বর || ৩০
পার্ব্বতীপ্রিয় নাম দেন মাতামহী | ৩১
নাম রাখিলেন হরসূনু মহামতী || ৩২
এক নাম হেরম্ব দিলেন ইন্দিরা | ৩৩
নাম দিয়েছেন স্থূলকর্ণ চারুধারা || ৩৪
দেবেরদেবেশ নাম দিয়েছিল বিষ্ণু | ৩৫
স্কন্দাগ্রজ নাম রাখিলেন শ্রীবিষ্ণু || ৩৬
নাম দেন মহাকায় ঋষি কাত্যায়ন | ৩৭
প্রিয়ঙ্কর নাম রাখিলেন নারায়ণ || ৩৮
কাম অরিসূনু নাম রাখেন হারিত || ৩৯
রুদ্রপ্রিয় নাম তাই দিলেন লিখিত | ৪০
সুমুখ তার নাম রাখিল সম্বর্ত্ত | ৪১
সর্ব্বেশ্বর নাম রাখেন সকল অমর্ত্ত || ৪২
সুলেখক নাম দিল বেদব্যাস | ৪৩
ভারত-লেখক নাম দিয়েছে কৈলাস || ৪৪
ভালচন্দ্র নাম ভাল দিয়েছে উষণা | ৪৫
অভীষ্টদায়ক নাম দেন দেবসেনা || ৪৬
নাম দিল চন্দ্রমৌলি নিজেই দম্ভোলি | ৪৭
মূষিকবাহন নাম দিয়েছে মাতালি || ৪৮
বজ্রতুন্ড নাম দিয়েছেন বজ্রানি | ৪৯
সদাদান নাম দিয়েছেন বীণাপাণি | ৫০
পাশহস্ত নাম দিল ইন্দ্রায়ূধ শম্ব | ৫১
শুভদাতা নাম দিয়েছেন আপস্তম্ব || ৫২
অত্রি দিয়েছেন ত্রিলোচন ভাল নাম | ৫৩
মাতা জগদ্বাত্রী দিল চতুর্ভূজ নাম || ৫৪
একদন্ত রাখে নাম শ্রেষ্ঠ ঐরাবত | ৫৫
বিকট আর নাম রাখেন মরুত || ৫৬
রাখিলেন সিদ্ধি নাম মহর্ষি গৌতম | ৫৭
সিদ্ধিসেনাগ্রজ নাম রাখেন শ্রীযম || ৫৮
সিদ্ধিদাতা নাম ভাল রাখেন বিষ্ণুরথ |৫৯
সিদ্ধি বিনায়ক নাম রাখে শাতাতপ || ৬০
নাম রাখে সিদ্ধযোগী ঋষি বাচস্পতি | ৬১
সিদ্ধসাধক নাম রাখে পশুপতি || ৬২
সিদ্ধিরূপ নামেতে ডাকে সুরজ্যেষ্ঠ | ৬৩
নাম রাখে সিদ্ধদেব সূনু গ্রহশ্রেষ্ঠ || ৬৪
যজ্ঞসিদ্ধি নাম রাখিলেন ক্রুতু | ৬৫
মন্ত্রসিদ্ধি নাম রাখিলেন শতক্রতু || ৬৬
যোগসিদ্ধি নাম ডাকে সাংখ্য কপিল | ৬৭
জপসিদ্ধি নাম রাখিল অনিল || ৬৮
দানসিদ্ধি নাম রাখে দৈত্যরাজ বলি | ৬৯
কর্ম্মসিদ্ধি নাম রাখিলেন মহাশূলী || ৭০
নাম রাখে কামসিদ্ধি দত্তাত্রেয় ঋষি | ৭১
তপঃসিদ্ধি নাম রাখে শান্ডিল্য মহর্ষি || ৭২
সর্ব্বসিদ্ধিদাতা নাম রাখেন দেবর্ষি | ৭৩
দানিল সর্ব্বজ্ঞ নাম জনক রাজর্ষি || ৭৪
স্বস্তিদঃ নাম রাখিলেন শ্রীদক্ষ | ৭৫
তাঁর নাম দানিলেন ঋদ্ধিদঃ ঋভুক্ষ || ৭৬
ঋতজ্ঞান নাম দানিলেন বিরিঞ্চি | ৭৭
ঋতধাম নাম দিয়েছেন শ্রীমরীচি || ৭৮
ঋতম্ভরা নাম দিয়েছেন পাতঞ্জল | ৭৯
দিলেন ঋতম নাম সপ্তর্ষি মন্ডল || ৮০
সত্যম্ আর নাম রাখেন পুলহ | ৮১
গুণাতীতম নাম দেন পিতামহ || ৮২
নাম দিয়েছেন পুরুষম শ্রীপুলস্ত্য | ৮৩
কৃষ্ণপিঙ্গলাম নাম দিলেন অগস্থ্য || ৮৪
শুদ্ধাত্মা নাম তবে দিলেন কর্দ্দম | ৮৫
মহামৃত্যুসুত নাম দানিলেন যম || ৮৬
ভক্তবত্সল নাম রাখেন ইন্দ্রানী | ৮৭
সর্ব্বভীষ্টপ্রদ নাম রাখিল রোহিণী || ৮৮
শৈলাসুতাসুত নাম রাখে হিমালয় | ৮৯
ভক্তের পরমাগতি বলেন মৃত্যুঞ্জয় || ৯০
দ্বিরদানন নাম দিয়েছেন খগেশ্বর | ৯১
সর্ব্বশুভঙ্কর নাম রাখিল শঙ্কর || ৯২
বিনায়ক নাম ভাল দেন বিনায়িকা | ৯৩
দ্বৈমাতুর নাম দিলেন চন্ডিকা || ৯৪
বরেণ্য নাম দিল স্বয়ং ভার্গব | ৯৫
ভর্গ নাম দিয়েছেন ভক্ত ধ্রুব || ৯৬
অক্ষর নাম ভাল দিলেন অর্য্যমা | ৯৭
নিত্যমুক্ত স্বভাব নাম দিয়েছেন রমা || ৯৮
নাম দিয়েছেন ব্রহ্মবর্চ্চস বশিষ্ঠ | ৯৯
ব্রহ্মভূয় নাম রাখিলেন সুরজ্যেষ্ঠ || ১০০
ব্রহ্মযোগ নাম রাখিলেন বিশ্বামিত্র | ১০১
সুব্রহ্মণ্যাগ্রজ নামে ডাকেন শ্রীমিত্র || ১০২
প্রণবস্বরূপ নামে হন সনাতন | ১০৩
অদ্বৈত্বস্বরূপ হন জগত্কারণ || ১০৪
অস্তর্য্যামিস্বরূপ আর নাম ব্রহ্মরূপ | ১০৫-৬
জ্যোতির্জ্জ্যোতিস্বয়ংজ্যোতি পূর্ণব্রহ্মস্বরূপ || ১০৭-৮

অষ্টোত্তরশত নাম কহি সবিস্তারে |
অতি গোপনীয় যাহা কহিনু প্রচারে ||
ফিরে যাও পিতৃভক্ত রায় ভগীরথ |
পূর্ণ হবে অচিরেই তব মনোরথ ||
গঙ্গা আনিবারে বিঘ্ন যত দূর হবে |
কহিনু নিশ্চয় পিতৃগণে উদ্ধারিবে ||
অতি গুহ্য নাম স্তব বিঘ্ন বিনাশক |
অতীব সুযোগ্য যাহা আনন্দ বর্দ্ধক ||
এই পাঠ যেই জন করে অধ্যয়ন |
কোন পাপ তারে নাহি করিবে স্পর্শন ||
সকল কামনা তার পুরিবে নিশ্চয় |
অবশ্য সর্ব্ব বিঘ্ন নাশ তার হয় ||
হবে বিদ্যার্থীর বিদ্যা নির্ধনের ধন |
অপুত্রকের পুত্র হবে দীর্ঘ আয়ুষ্মান ||
রমণী লভিবে তার পতি মনোমত |
দীর্ঘ আয়ুধারী আর রূপগুণ যত ||
উত্তম পুত্র পাবে রূপগুণবান |
রূপে গুণে কন্যা পাবে লক্ষ্মীর সমান ||
পূর্ণ তার ধনে জনে হইবে সংসার |
দানে মুক্ত হস্ত অন্তে স্বর্গে বাস তার ||
ঈশ্বরে অচলা ভক্তি অবশ্য হইবে |
অন্তে কৈলাসেতে স্থান অবশ্য লভিবে ||
কার্য্যারম্ভে গণপতি করিলে স্মরণ |
করিবে অবশ্য তার বিঘ্নের নাশন ||
ভাদ্রপদ মাঘ আর অগ্রহায়ণেতে |
কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে ||
সুন্দর প্রতিমা মূর্ত্তি করিয়া গঠন |
অথবা ঘটেতে করি গণেশ অর্চ্চন ||
এই অষ্টশত নাম যে জন জপিবে |
সকল বাসনা পূর্ণ অবশ্য হইবে ||


 আমাদের শেষ কথা 

গণেশের ১০৮ নাম এবং শ্রী শ্রী গনেশের অষ্টোত্তর শতনাম সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণেশের ১০৮ নাম এবং শ্রী শ্রী গনেশের অষ্টোত্তর শতনাম আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।