কাজলা দিদি কবিতা – কাজলা দিদি কবিতাটি লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচী। যতীন্দ্রমোহন বাগচীর রচিত কাজলা দিদি কবিতাটি “কাব্যমালঞ্চ” কাব্যগ্রন্থের অন্তর্গত। “কাব্যমালঞ্চ” কাব্যগ্রন্থের এক অন্যতম জনপ্রিয় কবিতা হল “কাজলা দিদি” কবিতা। যতীন্দ্রমোহন বাগচীর লেখা “কাব্যমালঞ্চ” কাব্যগ্রন্থটি ১৯৩১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
কাজলা দিদি কবিতার আলোচনা (সারমর্ম)
কাজলা দিদি কবিতার সারমর্ম – কাজলা দিদি কবিতায় তিনজন ব্যক্তির সম্পর্কে একটি ভালোবাসার অন্তর্নিহিত ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এই কবিতার চরিত্রে দেখা গিয়েছে মৃত কাজলা দিদি এবং তার অবুজ ছোট্ট বোন, যে তার দিদিকে খুঁজে চলেছে। এছাড়াও দেখা গিয়েছে একজন সন্তানহারা মা, যার বুকে রয়েছে সন্তান হারানোর বেদনা এবং চাপা কান্না।
কবিতায়, ছোট্ট বোনটি জানে না যে, তার কাজলা দিদি চিরদিনের জন্য তাদেরকে ছেড়ে চলে গেছে। তাই সে প্রতি মুহুর্ত তার মায়ের কাছে জানতে চাই যে তার দিদি কোথায় গেছে এবং কেন আসতে এত দেরি হচ্ছে। কাজলা দিদি তাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে, অর্থাৎ কাজলা দিদি মারা গিয়েছে। সে কথাটি জানতে পারলে ছোট্ট বোনটি আরও কষ্ট পাবে। তাই তার মা কোন উত্তর দিতে না পেরে মুখ লুকিয়ে চাপা স্বরে বসে বসে কাঁদেন।
কাজলা দিদি
– যতীন্দ্রমোহন বাগচী
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক’রে রবে?
আমিও নাই—দিদিও নাই—কেমন মজা হবে!
ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল |
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ |
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই,—
রাত্রি হোল মাগো, আমার কাজলা দিদি কই?
কাজলা দিদি কবিতার প্রশ্ন উত্তর
কাজলা দিদির লেখক কে?
কাজলা দিদি কবিতাটি লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচী।
কাজলা দিদি কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
যতীন্দ্রমোহন বাগচীর রচিত কাজলাদিদি কবিতাটি “কাব্যমালঞ্চ” কাব্যগ্রন্থের অন্তর্গত।
কাজলা দিদির কি হয়েছিল ?
কাজলা দিদি মারা গিয়েছিল।
কোথায় চাঁদ উঠেছে?
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে।
পুকুর ধারে কি জলে?
পুকুর ধারে জোনাকি জলে।
ছোট্ট বোনটি কার জন্য অপেক্ষায় থাকত?
ছোট বোনটির দিদির জন্য অপেক্ষায় থাকত।
গন্ধে ঘুম আসে না?
ফুলের গন্ধে ঘুম আসে না।
শোলক শব্দের অর্থ কি?
শ্লোক শব্দের অর্থ হলো ছড়া।