জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা – আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একাধিক জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা। ভাই-বোন, বন্ধু-বান্ধব সহ প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কত কিছুই না আমরা করে থাকি। কিন্তু মনের মতো জন্মদিনের শুভেচ্ছা বার্তা মিল করা খুব কঠিন। তাই আজ আমরা আপনাদের সামনে সুন্দর সুন্দর বেশ কয়েকটি জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা নিয়ে হাজির হয়েছি। নিন্মে একাধিক জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা -র মধ্য দিয়ে আপনার পছন্দসই শুভেচ্ছা বার্তাটি আপনার প্রিয়জনকে পাঠিয়ে দিন। তাহলে আর দেরি কিসের, আসুন এক নজরে দেখে নিন জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা গুলি –
শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা | Bangla Birthday Wish
আজ বারোটায়,
একটু খানি কাটিয়ে
ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
! শুভ জন্মদিন !
“আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন,
ভালবেসে জানাই তোমায়”
! শুভ জন্মদিন !
”ভুলে যাও সব গ্লানি
আজ তোমার জন্মদিন
নতুন করে শুরু করো
মুছে দিয়ে সব ক্লান্তির ঋণ”
! শুভ জন্মদিন !
জন্মদিনে কি বা দিবো
তোমায় উপহার ?
বাংলায় নাও ভালোবাসা
হিন্দিতে নাও পেয়ার।
! শুভ জন্মদিন !
তোমার জন্য প্রার্থনা করি,
১২ মাস হোক আনন্দের,
৫২ সপ্তাহ হোক খুশির,
৩৬৫ দিন হোক সাফল্যের
৮৭৬০ ঘণ্টা হোক সুস্বাস্থ্য,
আর ৫২৬০০ মিনিট হোক সৌভাগ্যের !
! শুভ জন্মদিন !
কারো প্রিয় শনিবার দিন,
কারো আবার রবিবার।
আমার শুধু একটাই প্রিয় দিন,
সেটা হলো তোমার জন্মদিন ।
! শুভ জন্মদিন !
আরও একটা বছর চলে গেলো,
বেড়ে যাবে আরেকটা মোমবাতি,
কালও ছিলাম আজও আছি,
তোমার জন্মদিনের সাথী ।
! শুভ জন্মদিন !
স্বপ্নগুলো সত্যি হোক তোমার
দূরে চলে যাক সকল নিরাশা
জন্মদিনের এই দিনটার মত কাটুক সারা জীবন
এটাই আমার আশা।
! শুভ জন্মদিন !
কোন রাজার সিংহাসন থেকে নয়,
হিমালয়ের পাদদেশ থেকে নয়।
৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুঠির
থেকে জানাই শুভ জন্মদিন।
! শুভ জন্মদিন !
আকাশে অনেক তারা চাদ দিচ্ছে আলো,
জন্মদিনের মতন তুমি,
সদাই থেকো ভালো শুভ জন্মদিন।
! শুভ জন্মদিন !
“শুভেচ্ছা তোমায়, ভালো থেকো
আজকে তোমার জন্মদিন,
জীবন ভর সুখে থেকো
বাজুক অমরণ সুখের বীন”
! শুভ জন্মদিন !
জন্মদিন মানে আনন্দ
তাই দিনটি নিজের জন্য
আনন্দঘন করতে অন্যকে
খুশি করতে দিনটিকে ব্যাহত করুন
এতে আপনার জন্মদিন স্মরণীয় হয়ে থাকবে।
! শুভ জন্মদিন !
পেছনে ফেলে দাও সব দুঃখ
ঝেরে নাও সকল অভিমানের বোঝা
তোমার এই জন্মদিনে রইলো
আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা”
! শুভ জন্মদিন !
নতুন আশা, নতুন প্রান,
নতুন হাসি, নতুন গান ।
নতুন সকাল, নতুন আলো,
নতুন দিন হোক ভালো ।
দুঃখকে ভুলে যাই,
নতুনকে স্বাগত জানাই ।
! শুভ জন্মদিন !
মুছে দাও পুরনো বেদনা,
খুলে দাও মনের জানালা,
মুছে ফেলো চোখের জল,
ভুলে যাও সকল বেদনা ।
মনে জাগাও সব নতুন নতুন আশা ।
! শুভ জন্মদিন !
আজ তোমার জীবনে শুভদিন,
মনের মত হোক রঙ্গীন,
সুখ যেন না হয় কখনো বিলীন,
দুঃখ যেন ছুতে না পারে কোনদিন ।।
! শুভ জন্মদিন !
কিছু কথা অব্যক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে।
শুধু এই দিন সব ভুলিয়ে দেয়।
! শুভ জন্মদিন !
নতুন ভোর ,নতুন আলো নতুন করে হলো শুরু,
যা হয় না যেন কখনো শেষ.
জন্মদিনের লাখো শুভেচ্ছার সাথেই পাঠালাম তোমায় এই এস এম এস !
! শুভ জন্মদিন !
আজকের এই দিনে আশা রাখি
জীবন আনন্দ
যাত্রায় কখনো সত্যের পথ থেকে
সরে যাবে না ।
! শুভ জন্মদিন !
এই দিনটা আসে জেনো বার বার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে ।
! শুভ জন্মদিন !
আরো একটি বছর তুমি করলে পার,
সুখে থাকো, সুন্দর থাকো,
এই কামনা করি বারে বার ।
! শুভ জন্মদিন !
আজ তোমার জন্মদিনে
কি দেবো তোমায় উপহার
সুখের মালা বরণডালা
নাকি কোন স্বর্ণ হার,
তোমার মাঝে পেয়েছি আমি
অপরূপ এক সুন্দরী,
রুপে নয় তো শুধু গুনেও তুমি সুন্দরী।
! শুভ জন্মদিন !
খুশির নীল আঁকাশে পাল তুলো প্রতিদিন,
হাসি আর গানে শোধ হয়ে যাবে ছিলো যত ঋন,
শীতল আলোর ছোয়াতে ভোর হয়ে যাবে এই রাত,
কোনদিন ছেড়ে দিওনাে আমাদের বন্ধুত্বের হাত ।।
! শুভ জন্মদিন !
কোন রাজার সিংহাসন থেকে নয়
নয় কোন হিমালয়ের পাদদেশ থেকে,
৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে নয়
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই…
! শুভ জন্মদিন !
আজকের এই দিনে সবকিছু হোক নতুন করে,
সুখের স্মৃতিটুকু থাক কাছে দু:খ গুলো যাক দুরে ।
! শুভ জন্মদিন !
আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে,
পাওয়া না পাওয়ার হিসাব টা না হয় আজ রেখে দিও,
জীবন থেকে চলে যাওয়ার একটি বছরের জন্য আফসোস না করে
নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যাও।
! শুভ জন্মদিন !
জন্মদিনের শুভেচ্ছা জানাই
হে অপরূপা,
পূর্ণ হোক তোমার সফলতা
পূর্ণতাই তোমার পূর্ণিমা,
! শুভ জন্মদিন !
শুভ জন্মদিন বন্ধু দোয়া করে দিলাম,
তুই একটা শাকচুন্নির মত সুন্দরি বউ পাবি।
! শুভ জন্মদিন !
আজকের এই দিন,
তোমার জন্য হোক রঙিন।
! শুভ জন্মদিন !
শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন,
শুভ হোক পথচলা,
অটুট হোক কথাবলা,
শুভ হোক তোমার প্রতিমুহূর্ত আর প্রতিদিন,
! শুভ জন্মদিন !
“দূর থেকে জানাই
ভালোবাসা তোমায়
তোমার জন্মদিনে
বারে বার আসুক এদিন
তোমার জীবনে।
! শুভ জন্মদিন !
রাজার আছে অনেক ধন,
আমার আছে সুন্দর মন,
পাখির আছে ছোট্ট বাসা,
আমার মনে একটি আশা,
দিবো তোমায় ভালোবাসা।
! শুভ জন্মদিন !
রূপ কোথার রানী তুমি,
২ নয়নের আলো,
সারা জীবন এমন করে
বেশে যাবো ভালো।
তুমি আমার জীবন মরন,
আমার চলার সাথি।
তোমাকে ছারা ১ লা আমি
কি করে থাকি ?
! শুভ জন্মদিন !
আজও আছি সেই পাশাপাশি,
জিবনের শেস দিনও বন্ধু তোকেই ভালোবাসি,
! শুভ জন্মদিন !
নতুন সকাল , নতুন দিন,
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস !
! শুভ জন্মদিন !
জন্মদিনে তোমার জন্য
করি দীর্ঘায়ু কামনা,
পূরণ হোক তোমার
জীবনের সকল বাসনা।
! শুভ জন্মদিন !
জন্মদিনের শুভেচ্ছা কুড়ানোর পর
তোমাকে সব সময় তোমার
বাবা মাকে ধন্যবাদ জানানো উচিত
তাদের বলা উচিত হে পিতা মাতা
তোমার কারনে দেখেছি ধরণী
এসেছে এই দিনে পৃথিবীতে
তোমার কারনে বেঁচেছি এত বছর
তোমার দেওয়া সুখের বৃষ্টিতে।
! শুভ জন্মদিন !
এই দিনে পৃথিবীতে এসে তুমি করেছ পৃথিবীতে আলো,
তোমার থেকে নয়কো আমার কাছে আর কেউ ভালো,
তোমার সফলতা চাই আমি প্রতি ক্ষণে ক্ষণে,
তোমাকে তোমার জন্মদিনের ভালোবাসা জানাই আমি মনে মনে,
! শুভ জন্মদিন !
অবশেষে, তোমার বিশেষ দিনটি ঘনিয়ে এসেছে।
নতুন বছরকে টেঁনে নিতে এবং
পুরাতন বছরকে বিদায় জানাতে সবাই আজ একত্রিত।
! শুভ জন্মদিন !
হাজার বছর বেঁচে থাকো
প্রতিবছর জানাবো তোমায় শুভ জন্মদিন“
! শুভ জন্মদিন !
A মানে আমি
B মানে বলতে
C মানে চাই
D মানে দারুণ
E মানে একটা
F মানে ফাটাফাটি
G মানে গোপন কথা …
H মানে হ্যাপি বার্থডে!
! শুভ জন্মদিন !
তোর জন্য আমার মনে হাজার ভালোবাসা,
লক্ষ গোলাপ জুই।
হাজার লোকের মাঝে আমার হৃদয়ে
থাকবি জানি তুই।
! শুভ জন্মদিন !
জন্মদিনের কবিতা
সবাইতো ফুল দিয়ে wish করে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো,
কেউ মুখে বলবে, আবার কেউ Gift দিবে,
আমি না হয় এসএমএস দিয়ে জানাবো ।
! শুভ জন্মদিন !
দিন যায় দিন আসে,
বছর যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি ভালো দিনের,
আর আমি বন্ধু আশায় থাকি তোমার জন্মদিনের।
! শুভ জন্মদিন !
সকাল থেকে সন্ধ্যা,
তোমার জন্মদিন হোক উজ্জ্বল,
জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
! শুভ জন্মদিন !
জন্মদিনের দিনে বাড়ছে খুশি
বাড়ছে সুখের আলো
আমি বন্ধু ভালোই আছি
তুমিও থাকো ভালো,
! শুভ জন্মদিন !
আজ তোমার জন্মদিন,
জীবন হোক খুব রঙিন ।
সুখ যেন না হয় বিলিন,
দুঃখ যেন না আসে কোন দিন ।
! শুভ জন্মদিন !
সুন্দর জন্মদিনের শুভেচ্ছা :
জন্মদিনের শুভেচ্ছা
প্রিতি ও ভালোবাসা
পৌঁছাবে তোমার কাছে
এই শুধু আমার আশা ।
! শুভ জন্মদিন !
আসুক ফিরে বার বার এই দিন ,
হোক তোমার জীবনটা রঙিন,
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে কাছে থাকার ইচ্ছা
থাকবে মনে থাকি না যতই দূরুত্বে।।
! শুভ জন্মদিন !
read more: স্বামীর জন্মদিনের শুভেচ্ছা কবিতা ও স্ট্যাটাস | husband birthday status
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ।
তোমার এই জন্মদিনে রইল
অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন।।
! শুভ জন্মদিন !
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই
আমার জানা সবচেয়ে সুন্দর
মানুষটিকে, তোমার একটা হাসিতে
আলোকিত হয় চারিদিক, অনেক
ভালোবাসা রইলো তোমার জন্য ।
! শুভ জন্মদিন !
মাঝে মাঝে ভাবি তোর জন্মদিন টা
একটা জাতীয় ছুটি ঘোষণা করা হোক,
আপ্টার অল, তুই আমাদের জাতীয় সম্পদ
যতদিন না সেটা হচ্ছে, ততদিন অবধি
আমরাই জানাই তোকে, শুভ জন্মদিন !
”জাদুর কাঠি রুপার কাঠি
না আনতে পেরেছি জন্য
স্বর্ণ কাঠি তোমার জন্য,
আজ এই জন্মদিন-এর
শুধু আনতে পেরেছি একরাশ
ভালোবাসা তোমার জন্য”
! শুভ জন্মদিন !
তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই SMS
! শুভ জন্মদিন !
জন্মদিনে মনটা আনন্দে ভরে যায়
কাছে পেতে চায় সব আপন জনকে
সবার ভালবাসায় সিক্ত হয়ে
আরেকটি বছর পার করার
শক্তি সঞ্চিত হয়ে যায়
ভালোবাসার আলোয় ঘিরে থাকে
পুরো দিনটি আর মনে হয়
ইস প্রতিটি দিন যদি হতো জন্মদিন এর মতো।
! শুভ জন্মদিন !
বিধাতার সুখের নীড়ে হোক তোমার বসবাস,
স্বপ্নগুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস,
ইচ্ছে গুলো ডানা মেলুক প্রজাপতির মত,
মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত ।
! শুভ জন্মদিন !
এই বারেতে একটু খানি কাটিয়ে ঘুমের রেশ,
চোখটি মেলে চেয়ে দেখি আরো একটি বছর শেষ ।
! শুভ জন্মদিন !
আনন্দ আর উল্লাসে কাটে
যেন তোমার প্রতি টি দিন,
শুভেচ্ছা জানাই, আজ তোমার
! শুভ জন্মদিন !
শুভ রজনী শুভ দিন
সামনে আসছে তোমার জন্মদিন
জন্মদিনে কি দেবো তোমায়
এত রাশ গোলাপ ফুল আর
এক বুক ভালোবাসা ছাড়া
কিছুই নেই যে আমার ।
! শুভ জন্মদিন !
আজকের এই সময়টা,
শুধু তোমার জন্য আর
কারো নয়।
! শুভ জন্মদিন !
মিষ্টি সোনা ছোট্ট পরী আজ তোমার জন্মদিন।
বড় হয়ে তুমি শুধাবে আমার সকল ঋণ
ভালোবাসায় সিক্ত করে তোমায় করছি বড়
বৃদ্ধকালে তুমি আমায় দেবে সুখের আলো।
! শুভ জন্মদিন !
শুভ হোক তোমার দিন
আজ তোমার জন্মদিন ।
মুখে তোমার মুসকি হাসি,
ফুল ফুটুক রাসি রাসি ।
হাজার ফুলের মাঝে যেমন গোলাপ হাসে,
তেমন করে বন্ধু তোমার জীবন-
যেনো সুখের সাগরে ভাসে ।
! শুভ জন্মদিন !
“সুখের দিনগুলো চলে যায় এভাবেই
কিন্তু তোমার জন্মদিন বার বার আসুক
তোমার জীবনে বয়ে জক সুখ আর
সফলতার অপরিসীম ঢেউ
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায়
জেনে রাখ আমি তোমার আপন কেউ।”
! শুভ জন্মদিন !
আপনি জীবনে শুধুমাত্র একবার তরুণ,
কিন্তু অপরিপক্কতা চিরকাল।
শুভ জন্মদিন। জন্মদিনের অভিনন্দন।
মন খোঁজে সারাক্ষন মনের মত মন,
মনের আশা পুরন করতে তোমায় প্রয়োজন ।
শুন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা ।
! শুভ জন্মদিন !
হাজার গোলাপের শুভেচ্ছা রইল তোমার জন্মদিনে,
প্রতিবছর যাক তোমার জন্মদিনের প্রতিটি ক্ষণ সুখের প্রহর গুনে গুনে।
! শুভ জন্মদিন !
শুভ রজনী শুভ দিন,
সামনে আসছে তোমার জন্মদিন,
জন্মদিনে কি দিবো তোমায়,
এক তোড়া গোলাপ ফুল?
! শুভ জন্মদিন !
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমার জন্য রইলো
জন্মদিনের অনেক
অনেক শুভ কামনা।
! শুভ জন্মদিন !
আমাদের শেষ কথা
শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।