গভীর প্রেমের কবিতা, Bangla Premer Kobita, প্রেমের কবিতা, love msg, love sms, ভালোবাসার শায়েরী, বাংলা শায়েরী,
গভীর প্রেমের কবিতা ও ছন্দ | Bangla Premer Kobita

গভীর প্রেমের কবিতা – প্রত্যেকটি মানুষের জীবনের রয়েছে প্রেম ভালোবাসা। প্রেম মানেই আবেগ, অনুভূতি, প্রিয় মানুষটির প্রতি স্নেহ এবং ভালবাসা। তবে ভালোবাসার মানুষটিকে কিভাবে আপনার প্রতি বেশি আকর্ষণ করবেন? ভালোবাসার মানুষটির জন্য আমাদের কাছে রয়েছে একাধিক প্রেমের কবিতা।  যেগুলি আপনার প্রিয় মানুষটিকে উপহার দিলে আপনার প্রতি তার আকর্ষণ বাড়বে এবং বাড়বে ভালবাসার গভীরতা। তাই আজ আমরা বাছাই করা কয়েকটি গভীর প্রেমের কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আর দেরি কিসের, নিম্নে দেওয়া একগুচ্ছ প্রেমের কবিতা থেকে আপনার পছন্দ মতন কবিতাটি বেছে নিয়ে প্রিয় মানুষটিকে পাঠিয়ে দিন।

গভীর প্রেমের কবিতা ও ছন্দ

আজ ছন্দ মহলে মিলছে দুটি মন
মনে মনে বলবে ওরা সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা
ভালোবাসার মাঝে থাকবে দুটি
মনের বেকুলতা। 

শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই

গভীর প্রেমের কবিতা, Bangla Premer Kobita, প্রেমের কবিতা, love msg, love sms, ভালোবাসার শায়েরী, বাংলা শায়েরী,
গভীর প্রেমের কবিতা ও ছন্দ | Bangla Premer Kobita

এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন। জানিনা
এই জীবনে কে হবে আপন,
মনের মত চাই তারে চাই তার মন
তুমি কি হবে? আমার কাছের একজন।

এলোকেশী মেয়ে কার পথ চেয়ে, মেলেছিলে ঐ কেশ?
পথ চাওয়া শেষে, এসেছিল কী সে? ছুয়ে মেঘ অনিমেষ।
এলোকেশী মেয়ে, মেঘবেলা ধেয়ে, এসেছে কী তার ঢল?
তুমি কার জলে, তোমার ভেজালে? ভাসালেই প্রেমাচল!
দেখেনিতো চেয়ে, এলোকেশী মেয়ে, আর কেউ ছিল তার
কী বিষাদে পুড়ে, তার বুক জুড়ে, কেঁদেছে বিরহী সেতার।

গভীর প্রেমের কবিতা, Bangla Premer Kobita, প্রেমের কবিতা, love msg, love sms, ভালোবাসার শায়েরী, বাংলা শায়েরী,
গভীর প্রেমের কবিতা ও ছন্দ | Bangla Premer Kobita

আমিও চলে যেতেই পারতাম, তোমার মতো
আমার বুকেও জমছে অথৈ কান্না, ক্ষত
তবুও আমি থেকেই গেছি, কোথাও যাইনি
তোমায় ভুলে, অন্য মানুষ খুঁজতে চাইনি!

দিন যায় রাত আসে
কেউ দুরে কেউ কাছে
তুমি আছো কতো দুরে…
তবুও আছো হৃদয় জুড়ে।


গভীর প্রেমের কবিতা


একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে
আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি।
একটা তোমার মতো মনের জন্য মেয়ে
আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি।

ফুল লাল, পাতা সবুজ, মন কেন
এতো অবুজ। কথা কম কাজ বেশি
মন চায় তোমার কাছে আসি।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি
মন বলে আমি তোমায়
অনেক অনেক অনেক ভালোবাসি।

আরও পড়ুনঃ তীব্র প্রেমের কবিতা ও ছন্দ । romantic poems

তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙে ছবি..
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি..
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কুল..
তুমি আমার ভালোবাসার
সুন্দর গোলাপ ফুল।

মনটা দিলাম তোমার হাতে
যত্ন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট
করে আমার ছবি আঁকো
স্বপ্নগুলো দিলাম তাতে আর
দিলাম আশা, নিজের মতো সাজিয়ে
নিও আমার ভালোবাসা!

গভীর প্রেমের কবিতা, Bangla Premer Kobita, প্রেমের কবিতা, love msg, love sms, ভালোবাসার শায়েরী, বাংলা শায়েরী,
গভীর প্রেমের কবিতা ও ছন্দ | Bangla Premer Kobita

মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম
তোমায় ভালবাসি।


 আমাদের শেষ কথা 

কবিতা গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতা গুলি পড়ে আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যদি আপনার কোন মতামত আমাদেরকে জানানোর থাকে তাহলে contact us পেজে গিয়ে যোগাযোগ করতে পারেন।