বুদ্ধদেব বসুর উক্তি ও বানী – বুদ্ধদেব বসু ছিলেন একজন প্রভাবশালী বাঙালি কবি, নাট্যকার, কথা সাহিত্যিক, অনুবাদক, সম্পাদক এবং সাহিত্য সমালোচক। বিংশ শতাব্দীর ২০ ও ৩০ এর দশকে আধুনিক কবিতার যারা প্রতিকৃত, তিনি তাদের মধ্যে একজন। তিনি খুব অল্প বয়স থেকেই কবিতা রচনা করতে শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দশাতে রবীন্দ্রনাথের প্রভাব -এর বাইরে যারা কবিতা রচনা করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। বুদ্ধদেব বসু ইংরেজি ভাষায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করে আমেরিকা এবং ইংল্যান্ডেও খ্যাতি লাভ করেছেন।
বুদ্ধদেব বসু ১৯০৮ খ্রিস্টাব্দের ৩০ শে নভেম্বর বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৪ খ্রিস্টাব্দের ১৮ ই মার্চ মাত্র ৬৫ বছর বয়সে তিনি প্রাণ হারান (কলকাতা)। বুদ্ধদেব বসু পেশায় ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার, কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক। বুদ্ধদেব বসুর পিতা পেশায় ছিলেন একজন উকিল। তার পিতার নাম ভূদেব বসু এবং মাতার নাম বিনয় কুমারী। বুদ্ধদেব বসুর জন্মের ২৪ ঘন্টা পর তার মাতা বিনয় কুমারী ধনুষ্টঙ্কার রোগে মৃত্যু বরণ করেন। বিনয় কুমারীর মৃত্যুতে শোকাহত হয়ে বুদ্ধদেব বসুর পিতা ভূদেব বসু গৃহত্যাগ করে সন্ন্যাসব্রত গ্রহণ করেন। বুদ্ধদেব ছোটবেলা থেকেই মাতামহী স্বর্ণলতা সিংহের কাছে প্রতিপালিত হন। শৈশবে বুদ্ধদেব বসু বেশিরভাগ জীবন কাটিয়েছেন কুমিল্লা, নোয়াখালী এবং ঢাকায়।
প্রভাবশালী বাঙালি কবি বুদ্ধদেব বসু, তার জীবনে তিনি কিছু মহামূল্যবান উক্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন। যে গুলি আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন এক নজরে দেখে নিন বুদ্ধদেব বসুর উক্তি ও বানী গুলি –
১
“ চুপি চুপি বলি, ঘুমিয়ে আছে মা, দিদি গেছে ইস্কুলে,
এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকোয় লও তুলে।
কোন ভয় নেই বাবার বকুনি তোমাকে হবে না খেতে,
যত দোষ সব আমার, আমি একা লব মাথা পেতে ।। ”
২
“স্মৃতি থাকে। শেষ পর্যন্ত শুধু স্মৃতিই থাকে, আর কিছুই থাকে না।
৩
“ কোথায় চলেছো? এদিকে এসো না! দুটো কথা শোনা দিকি
এই নাও- এই চকচকে ছোটো, নুতন রূপোর সিকি
ছোকানুর কাছে দুটো আনি আছে, তোমারে দেবো গো তা-ও,
আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও ”
৪
“ দিদি মোরে ডাকে গোবিন্দচাঁদ, মা ডাকে চাঁদের আলো,
মাথা খাও, মাঝি, কথা রাখো! তুমি লক্ষী, মিষ্টি, ভালো!
বাবা বলেছেন, বড় হয়ে আমি হব বাঙলার লাট,
তখন তোমাকে দিয়ে দেব মোর ছেলেবেলাকার খাট ”
৫
“পৃথিবীতে আগে কখনো ছিলো না এমন জিনিশ যন্ত্র ছাড়া কিছু নেই, জৈব পদার্থ মাত্রেরই পূর্ব-ইতিহাস আছে, আর সেই ইতিহাস তার নূতনত্বের অন্তরায় নয়, বরং উপায়।”
৬
“ নৌকা তোমার ঘাটে বাঁধা আছে- যাবে কি অনেক দূরে?
পায়ে পড়ি, মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে
আমারে চেনো না? মোর নাম খোকা, ছোকানু আমার বোন
তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা-পদ্মা-শোন ”
৭
“ সন্ধ্যার বুকে তারা ফুটে ওঠে- এবার নামাও পাল
গান ধরো, মাঝি; জলের শব্দ ঝুপঝুপ দেবে তাল।
ছোকানুর চোখ ঘুমে ঢুলে আসে- আমি ঠিক জেগে আছি,
গান গাওয়া হ’লে আমায় অনেক গল্প বলবে, মাঝি? ”
৮
“ অনেক রঙের পাল আছে, মাঝি? বাদামী? সোনালী? লাল?
সবুজও? তা হলে সেটা দাও আজ, সোনালীটা দিয়ো কাল।
সবগুলো নদী দেখাবে কিন্তু। আগে চলো পদ্মায়,
দুপুরের রোদে রূপো ঝলমল সাদা জল উছলায় ”
৯
“ নৌকো তোমার ডুবে যাবে নাকো, মোরা বেশি ভারি নই,
কিচ্ছু জিনিস নেবো না সঙ্গে কেবল ঝন্টু বই।
চমকালে কেন! ঝন্টু পুতুল, ঝন্টু মানুষ নয়,
একা ফেলে গেলে, ছোকানুরে ভেবে কাঁদিবে নিশ্চয় ”
১০
“সমস্যা’ যত সহজে সেকেলে হয়ে যায় এমন আর কিছুই নয়,
শুধু সমসাময়িক সমস্যার উপরে যে রচনায় নির্ভর,
তার আশু মৃত্যুদণ্ড লেখক নিজে উচ্চারণ করেছেন।”
১১
“ ইলিশ কিনলে? আঃ, বেশ বে তুমি খুব ভালো, মাঝি
উনুন ধরাও ছোকানু দেখাবে রান্নার কারসাজি।
খাওয়া হলো শেষ আবার চলেছি, দুলছে ছোট্ট নাও,
হাল্কা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও ”
১২
“ছন্দে বেঁধে দিলেই একটি কথা ফুরিয়েও ফুরোয় না,
যে কথা অতি সাধারণ একটা খবরমাত্র, তা হয়ে ওঠে বাণী।”
১৩
“আমরা দুজন দেখি বসে বসে আকাশ কত না নীল,
ছোট পাখি আরো ছোট হয়ে যায়, আকাশের মুখে তিল
সারাদিন গেল, সূর্য লুকালো জলের তলার ঘরে,
সোনা হয়ে জ্বলে, পদ্মার জল কালো হলো তার পরে ।।”
১৪
“ ওটা চর বুঝি? একটু রাখো না, এ তো ভারি সুন্দর।
এ যেন নতুন কার্পেট বোনা! এই পদ্মার চর?
ছোকানু, চল রে, চান করে আসি দিয়ে সাত-শোটা ডুব,
ঝাঁপায়ে-দাপায়ে টলটলে জলে নাইতে ফুর্তি খুব ”
১৫
“ভালোবাসার মত সুন্দর আর কিছুই নয়,
আর ভালোবাসা জানাতে যত ভালো লাগে,
তত ভালো আর কিছুই লাগে না।”
১৬
“ কালো কালো পাখি বাঁকা ঝাঁক বেঁধে উড়ে চলে যায় দূরে,
উঁচু থেকে ওরা দেখিতে কি পায় মোরে আর ছোকানুরে?
রূপোর নদীতে রূপোর ইলিশ, চোখ ঝলসানো আঁশ,
ওখানে দ্যাখো না- জালে বেঁধে জেলে তুলিয়াছে একরাশ ”
1
“No, this is my revenge. I am giving you just what you want, I’m releasing you. And yet I”m really not. I’ll inflict torments on you, subtle torments, day after day, year after year- that’s why you’re necessary to me.”
2
“Love story? When it’s as cold as this? Fine, all right.”
3
“No time for happiness, no time for sorrow. Work is the best of physicians.”
4
“Hatred is never ended by hatred but by love.”
আমাদের শেষ কথা
বুদ্ধদেব বসুর উক্তি ও বানী গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…