চিত্রা কবিতা টির রচয়িতা হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্রা কবিতাটি “চিত্রা” কাব্যগ্রন্থের অন্তর্গত। চিত্রা কাব্যগ্রন্থে মোট ৩৬ টি কবিতা রয়েছে যার মধ্যে চিত্রা কবিতাটি খুবই জনপ্রিয় একটি কবিতা। চিত্রা কবিতাটি ১৩০৩ বঙ্গাব্দের ১৮ অগ্রহায়ণ প্রকাশিত হয়।
চিত্রা কাব্যগ্রন্থে যে কবিতাগুলি রয়েছে সেগুলি হল – চিত্রা, সুখ, জ্যোৎস্না রাত্রে, প্রেমের অভিষেক, সন্ধ্যা, এবার ফিরাও মোরে, দুঃসময়,মৃত্যুর পরে, অন্তর্যামী, সাধনা, ব্রাহ্মণ, পুরাতন ভৃত্য, দুই বিঘা জমি, শীতে ও বসন্তে, নগর-সংগীত, পূর্ণিমা, আবেদন, ঊর্ব্বশী, স্বর্গ হইতে বিদায়, দিনশেষে, সান্ত্বনা, শেষ উপহার, বিজয়িনী, গৃহ-শত্রু, মরীচিকা, উৎসব, প্রস্তর মূর্ত্তি, নারীর দান, জীবন দেবতা, রাত্রে ও প্রভাতে, ১৪০০ শাল, নীরব তন্ত্রী, দুরাকাঙ্ক্ষা, প্রৌঢ়, ধূলি, সিন্ধু পারে। চিত্রা কবিতার বিষয়বস্তু খতিয়ে দেখতে গেলে শুধুমাত্র কোন কাব্যগ্রন্থের অন্তরগত এবং এই কবিতাটি কবে প্রকাশিত হয়েছে তা জানা যায়।
চিত্রা কবিতা
– রবীন্দ্রনাথ ঠাকুর
জগতের মাঝে কত বিচিত্র তুমি হে
তুমি বিচিত্ররূপিণী।
অযুত আলোকে ঝলসিছ নীল গগনে,
আকুল পুলকে উলসিছ ফুলকাননে,
দ্যুলোকে ভূলোকে বিলসিছ চলচরণে,
তুমি চঞ্চলগামিনী।
মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে,
অলকগন্ধ উড়িছে মন্দ বাতাসে,
মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে
কত মঞ্জুল রাগিণী।
কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত
কত যে ছন্দে কত সংগীতে রটিত
কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত
তব অসংখ্য কাহিনী।
জগতের মাঝে কত বিচিত্র তুমি হে
তুমি বিচিত্ররূপিণী।
অন্তরমাঝে শুধু তুমি একা একাকী
তুমি অন্তরব্যাপিনী।
একটি স্বপ্ন মুগ্ধ সজল নয়নে,
একটি পদ্ম হৃদয়বৃন্তশয়নে,
একটি চন্দ্র অসীম চিত্তগগনে–
চারি দিকে চিরযামিনী।
অকূল শান্তি সেথায় বিপুল বিরতি,
একটি ভক্ত করিছে নিত্য আরতি,
নাহি কাল দেশ, তুমি অনিমেষ মুরতি–
তুমি অচপলদামিনী।
ধীর গম্ভীর গভীর মৌনমহিমা,
স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ননীলিমা
স্থির হাসিখানি উষালোকসম অসীমা,
অয়ি প্রশান্তহাসিনী।
অন্তরমাঝে তুমি শুধু একা একাকী
তুমি অন্তরবাসিনী।
FAQ
চিত্র কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
চিত্র কবিতাটি “চিত্রা” কাব্যগ্রন্থের অন্তর্গত।
চিত্রা কবিতাটি কার লেখা ?
চিত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
চিত্রা কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?
চিত্রা কবিতাটি ১৩০২ বঙ্গাব্দের ১৮ ই অগ্রহায়ণ প্রকাশিত হয়।
আমাদের শেষ কথা
চিত্রা কবিতা টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।