ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী, ফিদেল কাস্ত্রোর উক্তি, ফিদেল কাস্ত্রোর বাণী, ফিদেল কাস্ত্রো, Fidel Castro,
ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী সমূহ | Fidel Castro Quotes in Bengali

ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী  – ফিলেদ কাস্ত্রো ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। তারা সম্পূর্ণ নাম হল ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজ। তবে কাস্ত্রো অধিক পরিচিত ছিলেন ‘ফিলেদ কাস্ত্রো’ বা শুধু ‘কাস্ত্রো’ নামে। ১৯২৬ সালের ১৩ ই আগস্ট Birán, হলগুিন প্রদেশ, কিউবাতে জন্মগ্রহণ করেন এবং তিনি ২০১৬ সালের ২৫ শে নভেম্বর হাভানা ,কিউবাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিত্তু কালে তার বয়স ছিল ৯০ বছর।

ফিলেদ কাস্ত্রো ছিলেন কিউবা বিপ্লবের প্রধান নেতা। তিনি ১৯৫৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা (১৯৬১ সালে) লগ্ন থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রধান হিসেবে ছিলেন ফিলেদ কাস্ত্রো। তবে তার শারীরিক অসুস্থতার কারণে ২০০৮ সালে তার নিজ ভাই রাউল কাস্ত্রোর কাছে তাঁর দায়িত্বভার অর্পণ করেছিলেন।

কাস্ত্রো তার জীবনে মূল্যবান কিছু উক্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন। মূল্যবান কিছু ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন এক নজরে দেখে নিন ফিদেল কাস্ত্রোর উক্তি গুলি –

ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী সমূহ


“আমার নিন্দা করুন। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।”

ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী, ফিদেল কাস্ত্রোর উক্তি, ফিদেল কাস্ত্রোর বাণী, ফিদেল কাস্ত্রো, Fidel Castro,
ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী সমূহ | Fidel Castro Quotes in Bengali

“তামাকে জিইয়ে রাখা মতাদর্শ আর ব্যতিক্রমী মূর্তির (যিশুখ্রিষ্ট) প্রতীকী মতাদর্শের মধ্যে কখনো কোনো তফাত দেখিনি।”

“বিপ্লবের সবচেয়ে বড় উপকার হচ্ছে, আমাদের যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট।”

“আমি ৮২ জনকে নিয়ে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়, তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম, সেটা কোনো বিষয় নয়, যদি আপনার বিশ্বাস ও কর্মপরিকল্পনা থাকে।”

“৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যিই খুশি। আমি তা কখনো আশা করিনি, অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবিনি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।”

“আমাকে জিইয়ে রাখা মতাদর্শ আর ব্যতিক্রমী মূর্তির (যিশুখ্রিষ্ট) প্রতীকী মতাদর্শের মধ্যে কখনো কোনো তফাত দেখিনি।”

“আমি অনেক আগেই এ ব্যাপারে উপসংহারে পৌঁছেছি যে ধূমপান ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে কিউবার জনগণের জন্য আমাকে এই শেষ ত্যাগ স্বীকার করতেই হবে। আমি আসলেই ধূমপানের তেমন অভাব বোধ করি না।”

“শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।”

“আমি আমার দাড়ি কেটে ফেলার কথা ভাবছি না। কারণ, আমি আমার দাড়িতেই অভ্যস্ত এবং আমার দাড়ি আমার দেশের জন্য অনেক অর্থ বহন করে। সুশাসনের জন্য আমরা যেদিন আমাদের অঙ্গীকার পূরণ করতে পারব, সেদিন আমি দাড়ি কাটব।”

১০

“কিউবার মডেল আমাদের জন্য আর কোনো কাজে আসবে না।”

১১

“ভাবুন তো, সাম্যবাদের সম্প্রদায় যদি হারিয়ে যাওয়ার উপক্রম হয়, পৃথিবীতে তখন কী হবে…যদি তা সম্ভব হতো এবং আমি মনে করি না যে এটা সম্ভব।”

১২

“আমি উপলব্ধি করেছি যে আমার সত্যিকারের নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।”

১৩

ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী, ফিদেল কাস্ত্রোর উক্তি, ফিদেল কাস্ত্রোর বাণী, ফিদেল কাস্ত্রো, Fidel Castro,
ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী সমূহ | Fidel Castro Quotes in Bengali

“আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।”


 আমাদের শেষ কথা 

ফিদেল কাস্ত্রোর উক্তি ও বাণী গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।