ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা, প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা, birthday wish, wishes, status, প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা,
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ও প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ও প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা জানাতে আজ আমরা নিয়ে এসেছি একাধিক জন্মদিনের শুভেচ্ছা বার্তা। প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা অনেকেই জন্মদিনের বিভিন্ন রকমের স্ট্যাটাস খুঁজে থাকি। কিন্তু আমরা চাই প্রিয় মানুষটি যেন আমার স্ট্যাটাস বা এসএমএস টি পেয়ে খুব আনন্দিত হয়। কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ঘুরেও কোথাও মনের মত জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাওয়া যায় না। তাই ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আজ আমরা বাছাই করা সেরা প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা বার্তা আপনাদের সামনে তুলে ধরছি। আসুন এক নজরে দেখে নিন ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ও প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা গুলি –

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ও প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা


আজ চাঁদটা বলেছে ও একটু বেশি আলো দিবে,
ছাদের সন্ধ্যামালতিটার পাশে বসে,
মোহ মোহ ভালোবাসার গন্ধে তুমি আমি মিলে,
জোসনার আলোতে ভিজবো, এই শুভদিনে।

হাজার কবিতা, গল্প, উপন্যাসের মতো,
তোমার জীবনে বেচেঁ থাকতে চাই,
তোমার ভালোবাসা নিয়ে।

গোধূলির সান্ধায় আধো আলো, আধো ছায়া্‌
ভালোবাসা দিয়ে লুকোচুরি খেলবো প্রিয়।

আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষটির জন্মদিন,
আর সেই হচ্ছে তুমি।
যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছ,
আমার প্রতিটি মুহূর্তকে তুমি সুন্দর করেছো।
আজকে আমার অনেক আনন্দের দিন,
কারণ আজকের দিনের জন্যই তোমাকে আমি পেয়েছি।
শুভ জন্মদিন আমার ভালোবাসার মানুষ।

আজকের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ,
কারণ এই দিনটির জন্য আজ তোমার হাত ছুতে পেরেছি।
শুভকামনা এভাবেই তোমার পাশে থাকতে চাই।

প্রিয় আজকের এই শুভ ক্ষনে পৃথিবী
যেন আনন্দময়ী ও লাবণ্যে সুশোভিত হয়ে
সজ্জিত হয়েছে কারণ আজকে তোমার জন্মদিন।
জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নাও।
আমাকে কথা দাও চিরকাল আমার ভালোবাসার মানুষ হয়ে থাকবে।
আমার চলার পথে আমার সাথী হবে এবং শুধু আমাকে ভালবাসবে।

শুভ জন্মদিন “প্রিয়”
জানো প্রিয় আজকের পৃথিবীটা অন্যরকম সুন্দর করে সেজেছে,
আজকের সকালের রোদটার মিষ্টিটা একটু অন্যরকম তোমার জন্মদিন বলে।

তোমার জন্য আমার কাছে অনুভূতি প্রকাশ করার মতো কোন শব্দ নেই,
তবুও পৃথিবীকে আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে,
এই শুভদিনে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।

তোমার ঐ নিষ্পাপ চোখের চাহনি
আমায় বিমোহিত করেছে প্রিয়া,
তোমার ওই মায়াবী হাসিতে আমি মুগ্ধ।
জনম জনম মুগ্ধ থাকতে চাই শুধু তোমার পানে চেয়ে।
হ্যাপি বার্থডে পরী।

আরও পড়ুনঃ স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা | Birthday Wishes For Wife

ওগো প্রিয়তম সাথী আজকের দিনে তুমি নামক সূর্যের উদয় হয়েছিল
যার অসীম আলোয় আলোকিত হয়েছে আমার পুরো পৃথিবী।
ধন্য করেছো আমার মানব জন্ম।
এ জীবন তোমার আলোয় আলোকিত।
আজকের এই জন্মদিনে তোমাকে জানাই অনেক শুভেচ্ছা।
শুধু একটাই প্রার্থনা তোমার ভালো হোক।

আজ আমি অনেক খুশি জানো,
বিধাতার কাছে চাওয়া এই দিনটি আমি বার বার,
শতবার, হাজার বার ফিরে পেতে চাই।

ওগো নিরুপমা ঐ শোনা যায় কালের যাত্রা।
যার অসীমে পেয়েছি গো তোমায়।
এই শুভক্ষণ দিয়েছে যে ধরা,
শুভ জন্মদিন ওগো,
তাইতো পুষ্প মাল্য তোমাতে সমর্পিত করে,
তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা।
তোমার অসীম করুণা, ভালোবাসা ও বিনয়ে ধন্য হোক এই ধরনী।
জন্মদিনের এই শুভ ক্ষনে ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করো।

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা, প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা, birthday wish, wishes, status, প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা,
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ও প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা

তোমার আলোকিত পূনর্তার জীবনের প্রচেষ্টায়,
পাশে সবর্দা পাশে থাকবো তোমার হয়ে।

আজকে তোমার বিশেষ দিন।
মনে পড়ে জন্মদিনে তোমাকে গোলাপ দিয়েছিলাম।
তোমার দেয়া চিঠি এখনো রয়ে গেছে আমার কাছে।
আমি জানি আমার দেওয়া ফুলের শুকনা পাপড়িও রাখনি তুমি।
রাখবেই বা কেন বল?
আশা করব তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

তোমার মুখের মায়ায় হারাতে চাই প্রিয় বারবার।
সব দুঃখের সঙ্গি হয়ে থাকবো তোমার পাশে।

তোমায় দেখলে মনে হয়,
এতো কোনো মানুষ নয়,
যেনো স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী।
জগতের সমস্ত সৌন্দর্য দিয়ে যেন,
বিধাতা তোমায় গড়েছে আপন হাতে,
তোমার সৌন্দর্যের প্রেমে আমি বারবার পরতে চাই।
শুভ জন্মদিন ডেয়ার।

তোমায় পেয়ে আমি আজ পূর্ণ তোমার সহচরে থেকে।
এভাবে তোমার জীবনে ফুটন্ত গোলাপের পাশে থাকতে চাই আজীবন।

বসন্তের কোকিলের কুহু কুহু সুর,
চারিদিকে রঙ বেরঙের ফুলের সমারোহ,
আর আমার অফুরন্ত ভালোবাসা নিয়ে,
তোমায় জানাই জন্মদিনের শুভেচ্ছা।
হাজার বছর বেঁচে থাকো,
ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন।
হ্যাপি বার্থডে মাই ডেয়ার।

প্রিয় আজ বিকেলের রংধনুটিকে আমন্ত্রিত করেছি,
তোমার মুখখানা সাত রঙাবো এই রঙে ফুটে উঠবে তোমার জীবন।

ওগো প্রিয়, ঐ শোনা যায় সময়ের ঘন্টা বয়ে চলেছে অবিরাম।
তেমনি এই সময় আমাদের উপহার দিয়েছে এক সুন্দর ও ভালো মানুষ সে হচ্ছে তুমি।
তোমাকে এত ভালোবাসি যে আমি চাই সারা জীবন তুমি সুখে থাকো,
ভালো থাকো আর আমাকে ভালোবাসো।
জন্মদিনের শুভেচ্ছা নাও প্রিয়তম।

শুভ জন্মদিন প্রিয়,
আজকের এই জন্মদিন আমি বারবার পালন করতে চাই।
তোমাকে আরও শতশত বার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই,
সৃষ্টিকর্তা তোমাকে যেনো আমার পাশে,
শতশত বছর এভাবেই ভালোবাসার বাধনে বেঁধে রাখে।

আজকের আকাশের রোদটা অনেক মিষ্টি,
দুপুরের তাপদ্রাহটা অনেক শান্ত,
কেন জানো প্রিয় তোমার জন্মদিন বলে,
আমায় আজ আকাশ বলেছে বৃষ্টি দিবে,
সেই ভালোবাসার বৃষ্টিতে আমরা ভিজবো।

ভুল মানুষের জীবনেই হয়।
আমিও হয়তো ভুল করেছিলাম।
কিন্তু তুমি পারতে আমাকে ক্ষমা করে দিতে।
আজকের জন্মদিনে তোমার কাছে একটাই চাওয়া,
ফিরে এসো হে প্রিয়তমা।
আমি তোমাকে অনেক ভালোবাসি।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী জানো,
কারণ এই দিনটির জন্য তোমাকে পেয়েছি।
এভাবে তোমার পাশে সারাজীবন থাকতে চাই।
তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো সারাজীবন।

তোমার ঐ চঞ্চলতা আমায় বারবার তোমার প্রেমে ফেলে,
আজ তোমার শুভ জন্মদিন।
সারাজীবন ঠিক এভাবেই হাসিখুশি থেকো।
হ্যাপি বার্থডে ডিয়ার।

আজ আমার স্বপ্ন পুরুষের জন্মদিন,
যাকে আমি কল্পনায় বাস্তবে সবসময় মনের গহীনে রাখি।
সুন্দর ও শুভ হোক তোমার আগামী দিনের পথচলা,
সাফল্য বয়ে আসুক তোমার প্রতি পদক্ষেপে।
হ্যাপি বার্থডে মাই ডেয়ার।

হঠাৎ তোমার আগমন ঘটেছিল
কোনো এক বসন্তে আমার এই হৃদয় মাঝে,
তুমি এখনো মনের গহীনে বখস করো।
তোমার প্রতি আমার ভালোবাসা আজীবন
এমনি অমলিন থাকবে,
অনেক অনেক ভালোবাসি তোমায়।
শুভ জন্মদিন প্রিয়।

তোমার সহজ সরল আচরণ আমায় বারবার মুগ্ধ করে,
তোমার ভালোবাসা আমায় উদাসী করেছে।
যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি নতুন করে,
তোমার প্রেমে পরতে চাই।
শুভ জন্মদিন ডেয়ার।

তুমি আমায় বেঁচে থাকার মানে শিখিয়েছো,
সৃষ্টিকর্তা তোমার জন্যই গড়েছে আমাকে নিজ হাতে।
সারাজীবন ভালোবাসায় বেঁধে রাখতে চাই তোমায়।
শুভ জন্মদিন ডেয়ার, ভালোবাসা নিও।

পৃথিবীর সমস্ত সুখ বিধাতা আমায় দিয়েছে,
তোমায় আমার জীবনে দিয়ে।
তোমাকে ছাড়া একদন্ড ও বাঁচা দায়,
আজ তোমার শুভ জন্মদিন।
জানিনা কীভাবে উইশ করবো!
শুধু বলছি, অনেক অনেক ভালোবাসি,
ভবিষ্যতেও ভালোবেসে যাব।


 আমাদের শেষ কথা 

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ও প্রেমিক প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।