হ্যাপি কিস ডে শুভেচ্ছা ও স্ট্যাটাস – বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালিত হয়। পরিষ্কার ভাষায় বলা হয় ভ্যালেন্টাইন ডে। ৭ই ফেব্রুয়ারি থেকে ভালোবাসা দিবস শুরু হয় এবং ১৪ ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসের সমাপ্তি ঘটে। valentine week এর এই সাতটি দিন সাত রকম ভাবে উদযাপিত করে থাকেন ভালবাসার বন্যায় ভেসে যাওয়া মানুষেরা। ৭ই ফেব্রুয়ারি গোলাপ (Rose Day) দিয়ে ভালোবাসা দিবস শুরু হয়। এরপর প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে। সর্বশেষ অর্থাৎ, ১৪ই ফেব্রুয়ারি উদযাপিত হয় ভ্যালেন্টাইন ডে।
ভালোবাসা দিবসের একটি গুরুত্বপূর্ণ দিন হল কিস ডে। এই দিনে কাপলসরা চুম্বন দিয়ে ভালোবাসার বন্ধন আরও মজবুত করে তোলে। এই দিনটিতে আপনি আপনার প্রিয় মানুষটিকে কিস ডে শুভেচ্ছা বার্তা বা কিস ডে স্ট্যাটাস পাঠাতে পারেন। নিম্নে সুন্দর সুন্দর কিস ডে স্ট্যাটাস দেওয়া হয়েছে সেখান থেকে পছন্দ সই স্ট্যাটাসটি বেছে নিয়ে আপনার প্রিয় মানুষটিকে পাঠিয়ে দিন।
হ্যাপি কিস ডে শুভেচ্ছা বার্তা
“হ্যাপি কিস ডে! আমাদের চুম্বনেই ভালোবাসা পাক নতুন পথ।”
“আমাদের প্রথম চুম্বন শুধুই চুম্বন নয়, এটি সারাজীবনের স্মৃতি।”
“কত ভালো হত, যদি তুমি আমার পাশে থাকতে আমার চোখের জল মোছার জন্য, আমার মুখে ফের হাসি ফোটা পর্যন্ত আমাকে চুম্বন করে যেতে আর নিজের বাহুতে আবদ্ধ করে রাখতে আমায় যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ি। হ্যাপি কিস ডে।”
“ভালোবাসা তখনই সম্পূর্ণ হয় যখন দুটি মানুষের ঠোঁট একে অপরের সঙ্গে মিলে যায়। হ্যাপি কিস ডে!”
“তুমি ভালবাসা দিয়ে আমার জীবন আরও সুন্দর করে তুলেছ। হ্যাপি কিস ডে মাই লাভ”
“আমি আজ তোমায় হাজার চুম্বন দিতে চাই। এই নাও আমার ভালোবাসা। হ্যাপি কিস ডে!”
“তুমিই সেই মানুষ যাকে আমি গোটা জীবন ধরে চুমু খেতে চাই। হ্যাপি কিস ডে!”
“তোমার প্রতি আমার ভালোবাসা জাহির করার সুযোগ পেলে আমি তোমায় প্রতি ঘণ্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে চুম্বন করব। হ্যাপি কিস ডে।”
“ভালবাসা বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আমি তোমার কপালে চুম্বন করে আমার ভালবাসা প্রকাশ করতে চাই। হ্যাপি কিস ডে”
হ্যাপি কিস ডে স্ট্যাটাস
“তোমাকে চুম্বন করে আমার কাছে এক স্বর্গীয় অনুভূতি। হ্যাপি কিস ডে প্রিয়তমা।”
“পাশে থাকার জন্য তোমায় জানাই কৃতজ্ঞতা। অনেক ভালোবাসা এবং চুমু রইল তোমার জন্য। হ্যাপি কিস ডে!”
“আমার কাছে অনেক গিফট আছে। তবে সবথেকে ভালো গিফট হল আমার চুম্বন। হ্যাপি কিস ডে প্রিয়!”
“তোমার চুম্বন আমার কাছে সঞ্জীবনীর সমান। হ্যাপি কিস ডে প্রিয়তম/প্রিয়তমা।”
“জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত চোখে দেখা যায় না, বরং অনুভব করা যায়। আর শুধু তাই জন্য আমরা সেই বিশেষ মুহূর্তটি অনুভব করার জন্য চোখ বুজে থাকি। হ্যাপি কিস ডে।”
“আমি কখনোই প্রেমে বিশ্বাসী ছিলাম না। কিন্তু তোমার একটা ম্যাজিকাল কিস আমার সমস্ত ধারণা বদলে দিল…। হ্যাপি কিস ডে”
“এই চুমুতেই আছে ভালোবাসা। হ্যাপি কিস ডে মাই লাভ!”
Happy Kiss Day wishes
“নিজের ভালোবাসা ব্যক্ত করার ভাষা সবসময় আমার কাছে থাকে না। সেক্ষেত্রে চুমু খেয়ে ফেলাটাই সহজ উপায়। হ্যাপি কিস ডে!”
“তোমার সঙ্গে ঝগড়ার পর যখন পরিস্থিতি স্বাভাবিক করার কোনও ভাষা খুঁজে পাই না, তখন একটি চুম্বনে সমস্ত কিছু আগের মতো হয়ে যায়।”
“প্রথম চুম্বনের সিদ্ধান্ত যে কোনও ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দু’জনের সম্পর্ককে আরও দৃঢ় করে। হ্যাপি কিস ডে।”
“এই কিস ডে-তে আশা করি আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। তুমি সারাজীবন এভাবেই আমার পাশে থেকো। হ্যাপি কিস ডে”
“এই জীবনে তোমার চুমুর থেকে মুল্যবান কিছু নেই সুইটহার্ট। হ্যাপি কিস ডে!”
“আমার ঠোঁটে তোমার কাছ থেকে মিষ্টি চুম্বনের
চেয়ে বড় উপহার আর নেই। শুভ কিস ডে বেবি!”
“পৃথিবীর যে কোনও মিষ্টি খাবারের থেকেও তোমার চুমু হতে পারে মিষ্টি। আমি সেই মিষ্টি স্বাদের অনুরাগী। হ্যাপি কিস ডে!”
আরও পড়ুনঃ ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | Happy Valentine’s Day Wishes In Bengali
“তুমি আমায় প্রতিদিন চুম্বন কর, আর আমি প্রতি মুহূর্তে তোমার ভালোবাসায় নতুন করে ডুব দেব। হ্যাপি হামি ডে আমার দুষ্টু, মিষ্টি সোনা।”
আমাদের শেষ কথা
হ্যাপি কিস ডে শুভেচ্ছা ও স্ট্যাটাস গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।