শুভেচ্ছা

নতুন বছরের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, এসএমএস, ও কবিতা

নতুন বছরের শুভেচ্ছা বার্তা – আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন বছরের শুভেচ্ছা বার্তা। পুরাতন বছরকে ফেলে রেখে নতুন বছরকে বিভিন্ন ভাবে রঙিন করে তোলার চেষ্টা করে থাকি আমরা। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে আমরা প্রত্যেকেই শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা একে অপরের কাছে পাঠিয়ে থাকি। তবে পছন্দসই বার্তা কোথাও খুঁজে মিল করা যায় না। নতুন বছরকে আরও রঙিন ও সুন্দর করে তুলতে এবং প্রিয় মানুষটিকে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাতে আজ আমরা একাধিক নতুন বছরের শুভেচ্ছা বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিন্মে একাধিক নতুন বছরের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। নিম্নে দেওয়া বার্তা গুলির মধ্যে আপনার পছন্দসই বার্তাগুলি আপনার প্রিয়জনদের কাছে পাঠাতে পারেন।

নতুন বছরের শুভেচ্ছা বার্তা

“আসছে বাংলা নতুন বছর,
সবাইকে জানাই সুখবর ,
সবার মনে আনন্দ, তবে কেন মুখ বন্ধ।
জোরে জোরে বলা দরকার, হেপি হেপি নিউ ইয়ার।”

“মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!”
* শুভ নববর্ষ *

“পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।”
হ্যাপি নিউ ইয়ার..

“নতুন বছরে তোমার জীবন যেন
সেইসব জিনিসে ভরে যায় যেগুলো
তোমায় কোনভাবে উদ্বুদ্ধ করেছে…
কিম্বা তোমার জীবনে মূল্যবান হয়ে উঠেছে…
আর তোমার ঠোঁটে হাসি ফুটিয়েছে …”
হ্যাপী নিউ ইয়ার…0000

“আবার আসলো জানুয়ারি মাস,
গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে।”

“এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার
আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কস্ট।
আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।”
শুভ নববর্ষ

“নতুন বছরের শুভেচ্ছা 0000
কল্পনা সাজাও রঙের মেলায়,
লাইফ ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চল মাটির টানে,
নিত্য সুরে নিত্য গানে।
নিত্য আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাচার মানে।
সবাই কে নতুন বছরের –
অনেক অনেক শুভেচ্ছা।”

“Today দুঃখ ভোলার দিন,
Today মন হবে যে রঙিন,
Today প্রান খুলে শুধু গান হবে,
Today সুখ হবে সীমাহীন।
তার ১টিই কারন –
Today বছরের ১ম দিন।”
Happy New Year

“পেছনের সব কষ্ট,
করে ফেল নষ্ট ।
নতুন দিনে সবার প্রাণে ,
কেউ রেখনা দুঃখ মনে।
শুভ হোক নিত্য দিন,
হ্যাপি থাকো সারা দিন।”
Happy New Year

“আমি আর বাঁচবো না কারণ
আম্মু আমাকে বলেছে আমি
আর ১ দিন বাঁচবো,
আমার জন্য বন্ধুরা দোয়া কইরো,
আমার নাম হলো 0000।
Happy New Year – 0001!!”

“নতুন আশা নতুন প্রান।
নতুন হাসি নতুন গান।
নতুন সকাল নতুন আলো।
নতুন দিন হোক ভালো।
দুঃখকে ভুলে যাই।
নতুন কে স্বাগত জানাই।”
শুভ নববর্ষ !!

“০০০০ শুভ নববর্ষ শুভেচ্ছা
আজ দুঃখ ভোলার দিন,
আজ মন হবে যে রঙিন,
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সীমাহীন।
তার একটিই কারন।
আজ বছরের প্রথম দিন।”
শুভ নববর্ষ


নতুন বছরের শুভেচ্ছা কবিতা

“ঢাক ঢোল মাদলের তালে
রঙ বেরঙের মনের দেয়ালে
বাঙ্গালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে
হ্যাপি নিউ ইয়ার ০০০০”

“নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পরো সাফল্যের খোঁজে
তোমার সাফল্যে কে কে দুখী হবে জানি না,
তবে তোমার মা বাবা অবশ্যই খুব খুশি হবে
তাদের মুখে হাসি ফোটানোর এই সুযোগ ছেড়ো না যেন
হ্যাপি নিউ ইয়ার..”

“নতুন আশা নতুন প্রান ,
নতুন সুরে নতুন গান।
নতুন জীবনের নতুন আলো ,
নতুন বছর কাটুক ভালো।”
++Happy New Year++

“সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো,”
শুভ নববর্ষ !!

“পুরনো বছরটা তোমার
যতো খারাপই কাটুক না কেন,
নতুন বছর তোমার জীবনে সব খুশী নিয়ে আসবে..”
শুভ নববর্ষ..

“বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে;
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।”
!! হ্যাপি নিউ ইয়ার !!

“পাখির ডানায় লিখে দিলাম, নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ, পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কস্ট করে ফেল নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা,
হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।
এই কামনায় তোমায় জানাই…”
*** হ্যাপি নিউ ইয়ার ***

!!! নতুন বছর !!!
“আমাদের জীবনে,
একটি নতুন অধ্যায়ের সূচনা করার জন্য,
একটি সুযোগ নিয়ে আসে।
তাই আসা করছি, আপনি এই সুযোগটিকে…
ভালো ভাবে ব্যবহার করবেন।”
*** শুভ নববর্ষ***

“ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমায় কানে কানে…
তবে সময় না থাকায় এসএমএস এ।”
*** শুভ বাংলা নববর্ষ ***

“একটি শীতল শিন্ধ নতুন সকাল,
কিছু মিষ্টি রোদ, কিছু সুন্দর স্বপ্ন,
এক মুঠো সাদা মেঘ,
কিছু মিষ্টি অনুভূতি,
আর কিছু স্বপ্নিল সৃষ্টি,
এই নিয়ে শুরু হোক আগামির দিন।”
*** হেপি নিউ ইয়ার ***

“নতুন দিনের নতুন আলো,
দূরে নিয়ে যাক নিকষ কালো,
নতুন সূর্য ,নতুন প্রানে
বাজাও বাদ্য জীবনের গানে,
কাটুক আঁধার আলোর স্পর্শে।
মেতে উঠুক মন নতুন বর্ষে”

“নববর্ষের শুভেচ্ছা এসএমএস ০০০০
ঢাক-ঢোল মাদলের তালে,
রঙ বেরঙ্গের মনের দেয়ালে,
বাঙ্গালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে,
হ্যাপি নিউ ইয়ার ০০০০”

“নবরুপে সাজো,
সাঁজাও মনটা নতুন রঙে,
মুছে ফেলো মন থেকে, দুঃখ বেদনার সৃতি।
নব ছন্দে এগিয়ে চলো,
এসো খুজি নতুনের মাঝে নতুন কিছু।
শুভ ইংরেজি নববর্ষ ০০০০।”

“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS”

“নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ….
ধর্মাধর্মের বিভেদ…
সুখী হোক সকল পৃথিবীবাসী..
হ্যাপী নিউ ইয়ার…0000″

“পানতা ইলিশ আর ভর্তা বাজি বাঙ্গালীরপ্রাণ,
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান,
এসো হে বৈশাখ এসো এসো,
শুভ নববর্ষ !!”

“পাখির ডানায় লিখে দিলাম নতুন বছরের নাম
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার।”

“নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে
আমার মনের কথা পাঠালাম
Happy New Year !!!”
==শুভেচ্ছা নিও ==

“পুরোনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।”
!! শুভ নববর্ষ !!

“নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন….
বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়…
সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়…
হ্যাপী নিউ ইয়ার…0000″


নতুন বছরের শুভেচ্ছা মেসেজ

নতুন বছরের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, এসএমএস, ও কবিতা

“বাউল গানের সান্ধ্য তালে,
নতুন বছর এসেছে ঘুরে ,
উদাসী হাওয়ার সুরে সুরে,
রাঙ্গা মাটির পথটি জুড়ে।
হ্যাপি নিউ ইয়ার দোস্ত।।”

“স্বপ্ন সাঁজাও রঙের মেলায়,
জীবন ভাসাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে, নতুন তালে।
নতুন আশা জাগাও প্রানে,
খুজে নাও বাঁচার মানে।
নতুনের আশায় সবাইকে জানাই,
অনেক অনেক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।”

“নতুন পোশাক, নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
নতুন বছরের শুভেচ্ছা।”

“সূখের জন্য স্বপ্ন,
দুঃখের জন্য হাসি,
দিনের জন্য আলো,
চাঁদের জন্য নিশি,
মনের জন্য আশা,
তোমার জন্য রইলো অনেক অনেক…
নতুন বছরে ভালোবাসা।”
হ্যাপী নিউ ইয়ার

“আবার আসলো বৈশাখ,
গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া
উষ্ণতা দিলো প্রানে।
মনের সকল গ্লানি ভুলে
জীবন গড় নতুন ভাবে,
নতুন নতুন স্বপ্ন দেখো
নতুন বছরের টানে।”
** Happy New Year **

“আগের সব কষ্ট , করে ফেল নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন
খুশি যেন না হয় বিলীন।
রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি।”
*শুভ নববর্ষ *

“ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে।
বলছি তোমায় কানে কানে।
“হ্যাপি নিউ ইয়ার”

“Balance জিরো,নেটওয়ার্ক বিজি,
Call ওয়েটিং মিস’ড কল, নো আন্সার,
Memory ফুল, ব্যাটারি লো ,
এই গুলো হওয়ার আগে
তোমায় জানাই অগ্রিম,
Happy New Year !!”

“নতুন বছরের শুভেচ্ছা
সুখের স্মৃতি রেখ মনে,
দুঃখের স্মৃতি যেও ভুলে,
মিশে থেকো আপন জনে ,
মান অভিমান সব ভুলে,
আশার প্রদীপ রেখো জেলে,
হাজার তারা তোমার নয়নে,
সবাই মিলে থেকো সুখে।”
Happy New Year

“নিশি যখন ভোর হবে।
সুখ তারা নিভে যাবে,
আসবে ১টা নতুন দিন,
দুঃখ হতাশা যাও ভুলে,
হাসি আনন্দ নিও তুলে,
বছরটা হোক অমলিন।”
Happy New Year

“নিউ ইয়ার দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষণ বাকি।
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমাকে বলে রাখি।
অগ্রীম হ্যাপি নিউ ইয়ার।”

“নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ
ধর্মাধর্মের বিভেদ
সুখী হোক সকল পৃথিবীবাসী।”
হ্যাপী নিউ ইয়ার..

“নব আনন্দে জাগো আজি,
বৈশাখের পুণ্য প্রভাতে।
সব জ্বালাযন্ত্রণা যাক মুছে,
আসুক এক নতুন ভোর।”
শুভ নববর্ষ

“পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।
নয়া বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়.
এই কামনায় তোমাই জানাই –
শুভ নববর্ষ !!”

“নতুন সূর্য, নতুন প্রাণ।
নতুন সুর, নতুন গান।
নতুন ঊষা, নতুন আলো।
নতুন বছর কাটুক ভাল।
কাটুক বিষাদ, আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।”


নতুন বছরের শুভেচ্ছা স্ট্যাটাস

“নতুন আলো নতুন ভোর,
আসল বছর কাটল প্রহর।
অতীতের হলো মরণ ,
নতুন কে কর বরণ !!
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা।”

“নতুন বছরের নতুন দিন,
অল্প কিছুশুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্ন গড়ুন।
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।”

“দুঃখ গুলো ঝেড়ে ফেলো,
নতুন কিছু স্বপ্ন গড়ো
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু বন্ধু ভালোবাসা।”
++Happy New Year++

“এক,দুই,তিন নতুন বছরের শুভেচ্ছা নিন।
চার, পাঁট, ছয়, কারও SMS Copy করে নয়।
সাত,আট,নয়, হাজার হাজার বছর
যেন সুখ শান্তির মতো উল্লাস রয়।”
Happy New Year !!

“নতুন বছরে বেশি করে ভুল করো..
কারণ যত বেশি তুমি ভুল করবে,
তত বেশি তুমি শিখবে
হ্যাপী নিউ ইয়ার..”

“সূখের জন্য স্বপ্ন, দুঃখের জন্য হাসি,
দিনের জন্য আলো, চাঁদের জন্য নিশি,
মনের জন্য আশা,
তোমার জন্য রইলো, নতুন বছরে অফুরান ভালোবাসা।”
^_^ হ্যাপী নিউ ইয়ার ^_^

“বছর শেষের ঝরা পাতা,
বললো উড়ে এসে।
একটি বছর পেরিয়ে গেলো,
হাওয়ার সাথে ভেসে।
নতুন বছর আসছে,
তাকে,যতন করে রেখো।
স্বপ্ন গুলো সত্যি করে,
ভীষণ ভালো থেকো।”
*** হেপি নিউ ইয়ার ***

“ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন আসো তবে
হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার।”
শুভ নববর্ষ।

“নতুন বছরের প্রতিটি মাস,
প্রতিটি দিন,
প্রতিটি ঘন্টা-মিনিট-সেকেন্ড যেন
তোমার মনে সঞ্চারিত করে খুশির জোয়ার।
জানাই তোমায়, শুভ নববর্ষ।”

“New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
চারদিকে নতুনের সুগ্রহান আশে,
বন্ধু তোমায় বলে রাখি।”
~ Happy New Year ~

“যত-টুকু ভুল ছিল সুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভালো সরল মনে,
এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।”
*** হ্যাপি নিউ ইয়ার ***


প্রিয় মানুষকে নতুন বছরের শুভেচ্ছা

“নতুন বছর দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষণ বাকি।
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমাকে বলে রাখি।
অগ্রীম Happy New Year।”

“নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা।”
(( হ্যাপি নিউ ইয়ার ))

“মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার হ্যাপি নিউ ইয়ার।”

শুভ নববর্ষ ০০০০

“নিত্য বছর নিত্য দিন,
সবার লাইফটা হোক রঙিন।
পুরনোকে ভুলে যাও আসবে নিত্য কিছু আরও,
পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও।
শুধু ভালবাসা গুলো থেকে যাক ,
সব হৃদয়ে যেমনি ছিল যার,
সবাই কে জানাই আমি —
Happy New Year।”

“আর মাত্র কয়টি দিন বাকি,
নতুন বছর দিবে উঁকি,
সবার আগে তোমায় তাই,
হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাই।”
*** শুভ নববর্ষ ***

“ফুটে ওঠো ফুলের মতন।
আর যেখানেই যাও,
তোমার সুবাস ছড়িয়ে দাও।”
 < হ্যাপি নিউ ইয়ার >

“আল্লাহ তোমায় চিরকাল সুখে রাখুক,
আগামী সবকটি বছর যেন তোমায় দুহাত ভরে দেয়।”

“আজ দেখ নতুন স্বপ্ন,
ভুলে যাও সব পুরনো কস্ট।
আজ কর নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।”
*** হ্যাপি নিউ ইয়ার ***

“নতুন আশা নতুন প্রান,
নতুন সুরে নতুন গান।
নতুন জীবনের নতুন আলো,
নতুন বছর কাটুক ভালো।”
++Happy New Year++

“মুছে যাক সকল কলুষতা,
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ।”

“নতুন বছরের পূর্ণ প্রভাতে
ভরে উঠুক তোমার জীবন
পাখিদের আনন্দ কলতানে।”
*** হেপি নিউ ইয়ার ***

‘মনের গভীর থেকে তোমার জন্যে রইলো
নতুন বছরের শুরুর অনেক অনেক শুভেচ্ছা।”


 আমাদের শেষ কথা 

নতুন বছরের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, এসএমএস, ও কবিতা গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পোস্টটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

Pabitra

My name is Pabitra Sarkar. I am currently a Content Writer and a Student. I am studying journalism from West Bengal State University. I write articles for many publishers around the world.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago