ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস – ১৪ ই ফেব্রুয়ারি দিনটি বিশ্ব ভালোবাসা দিবস (Happy Valentine’s Day) উপলক্ষে উদযাপন করা হয়। এই দিনে অনেকেই তার প্রিয় মানুষটিকে মনের কথা বলে থাকেন। আবার অনেকেই প্রিয় মানুষটির সাথে সময় কাটান। এই দিনে অনেকেই পছন্দের মানুষটিকে প্রপোজ করে থাকেন। কিন্তু অনেকেই আবার মনের কথা বা ভালোবাসার কথা মুখে প্রকাশ করতে পারেন না। তবে মুখে প্রকাশ করতে না পারলেও বিভিন্ন মেসেজ বা স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে থাকেন। তাই আজ আমরা বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরেছি। নিচে সুন্দর সুন্দর Valentine’s Day Wishes এবং ভালোবাসা দিবসের স্ট্যাটাস দেওয়া হয়েছে। আপনার পছন্দমত শুভেচ্ছা বার্তা এবং স্ট্যাটাস বাছাই করে, আপনার প্রিয় মানুষটিকে পাঠিয়ে দিন। তাহলে আর দেরি কিসের, শুভেচ্ছা বার্তা গুলি দেখে নিন এক নজরে –
“এই পৃথিবীতে অনেক অনেক ভালোবাসার গল্প আছে। কিন্তু সবার থেকে সেরা আমাদের ভালোবাসার গল্প। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”
“তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হব না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে মাই লাভ।”
“হয়তো তুমি আমার হাতটা ক্ষণিকের জন্যই ধরবে। কিন্তু তুমি আমার হৃদয়ে থেকে যাবে চিরকাল।”
“একমাত্র তুমিই যাতে আমি নিশ্চিত। এই পৃথিবীর আর কোনও কিছুতেই আমি এতটা নিশ্চিত নই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”
“পিছনে পড়ে থাকলে, থাক পুরো একটা শহর। তোমার সাথে থাকতে চাই আমি পুরো প্রহর।”
“হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, মাই ভ্যালেন্টাইনস! আমি সারা জীবন তোমার ভ্যালেন্টাইনস হয়ে থাকতে চাই।”
“যখন কাউকে ভালোবাসবে তখন পুরোটাই ভালোবাসো। তাতে যেন কোনও খাদ না থেকে যায়। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”
“শীতের চাঁদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে, হাত দুটি দাও বিলিয়ে। শিশিরের শীতল স্পর্শে জদি শিহরিত হয় তোমার মন, তাহলে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।”
“যখন তুমি প্রেমে পড়বে, তখন চোখে ঘুম আসবে না। কারণ, বাস্তব জীবনের ভালোবাসা স্বপ্নের থেকেও সুন্দর।”
“গভীর ভালোবাসা মানুষকে শক্তি দেয়, উদ্দীপনা দেয়। আর দেয় জীবনে সফল হওয়ার প্রেরণা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”
“ভালোবাসা চোখ দেখে হয় না। মন পড়ে হয়। ভালোবাসায় একজন অন্ধও রঙিন ছবি আঁকতে পারে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”
“একটা অবাক করা বিষয় কি জানো? একটা সময় তোমাকে চিনতাম না, আর এখন তোমাকে ছাড়া আমার চলেই না।”
“ভালোবাসলে পুরোটা উজার করে বাসো। বিনিময়ে ততটাই উজার করে ভালোবাসা নাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”
“এই পৃথিবীতে জীবনভর নানা বয়সের নানা ছবি সব শুধুমাত্র তোমার সঙ্গেই ভাগ করে নিতে চাই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”
“একবার যখন ভালো বেসেছি, ছাড়ব না আর হাল। আমি তোমার পাশে ছিলাম, এখনও আছি আর থাকন চিরকাল।”
“আজ আমি যতটুকু যা হতে পেরেছি, তার কারণ তুমি। তুমি না থাকলে এর কিছুই হত না। Happy Valentine’s Day!”
আরও পড়ুনঃ ভালবাসার ছন্দ, কবিতা, স্ট্যাটাস ও ছবি | Valobasar Chondo, Status
“ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেক চিরকাল।”
“তোমার কথা শুনতে ভালোলাগে। তুমি পাশে থাকলে ভালোলাগে। তোমার সঙ্গে সময় কাটাতে ভালোলাগে। এটাই কি ভালোবাসা? Happy Valentine’s Day!”
“শুধু আজ নয়, আমার কাছে প্রতিটি দিনই ভ্যালেন্টাইনস ডে… আমি তোমার মতো একজন ভ্যালেন্টাইন পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমা…”
আমাদের শেষ কথা
ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…