রাশিফল

জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন

জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় – আপনি কি জানেন, আপনার কোন রাশি? অনেকেই রয়েছেন নিজের রাশি নিজেই জানেন না। অথবা নিজের রাশি জানার জন্য অনেকেই জ্যোতিষবিদদের কাছেও গিয়ে থাকেন। তবে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনি বাড়িতে বসেই নিজের জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন।

আমরা সাধারনত ১২ টি রাশি পেয়ে থাকি। সেগুলি হল – মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি। তবে রাশিফল কিভাবে নির্ণয় করা হয়? সাধারনত আমরা সকলেই জানি পৃথিবীর নিজের অক্ষের উপর লাটিমের মত একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে। পৃথিবীর এই আবর্তনের ফলে প্রতিনিয়ত দিবা রাত্রি  সংঘটিত হয়। এই গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলা হয়। মহাকাশে পৃথিবীর চারপাশে সূর্যের আপাত বার্ষিক গতিপথ কে রবিমার্গ বলা হয়। আর এই রবিমার্গেই রয়েছে বারোটি রাশি। শিশুর জন্মের সময় স্থানীয় সময় অনুযায়ী চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশিকে শিশুর জন্ম রাশি বলে। রাশি সম্পর্কে কিছু তথ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আর দেরি না করে আপনার জন্ম তারিখ দিয়ে কিভাবে রাশি নির্ণয় করবেন তা এক নজরে দেখে নিন –

জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
মেষ রাশিঃ ২১ শে মার্চ – ২০ এপ্রিল

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। আপনি যদি ২১ শে মার্চ থেকে ২০ এপ্রিল এর মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মেষ রাশি। বাংলা মাস হিসেবে আপনার জন্ম যদি ৮ ই চৈত্র থেকে ৭ ই বৈশাখ এই তারিখের মধ্যে  হয় তাহলে বুঝবেন আপনার মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল।

যে সকল ব্যক্তির মেষ রাশি তারা বিভিন্ন রকম কাজকর্ম করে উৎসাহ বোধ করেন। এই রাশির ব্যক্তিরা খুবই পরিশ্রমি হয়ে থাকে। তবে কাজ অথবা কোনো কথার সমালোচনা সহ্য করতে পারেন না এই রাশির ব্যক্তিরা। এই রাশির ব্যক্তিরা সকল মানুষের সঙ্গে সমান ভাবে মিশতে পারে না। তবে এরা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পন্থাতা গৌণ।

মেষ রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – মঙ্গলবার।
  • শুভ রং – লাল, সাদা ও গোলাপি।
  • শুভ দিক – দক্ষিণ।
  • শুভ সংখ্যা – ৯।
  • শুভ রত্ন – ব্লাড স্টোন, রক্ত প্রবাল।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – ধনু ও সিংহ রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
বৃষ রাশিঃ ২১ শে এপ্রিল – ২০ মে

রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। ইংরেজি মাস হিসেবে আপনি যদি ২১ শে এপ্রিল থেকে ২০ মে মাস এবং বাংলা মাস হিসেবে ৮ ই বৈশাখ থেকে ৭ ই জ্যৈষ্ঠ এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র।

তবে এই রাশির ব্যক্তিরা সাধারণত সুন্দরের পূজারী হয়ে থাকে। এছাড়াও বিপরীত লিঙ্গের মন জয় করতে এবং একাধিক মানুষকে নিজের প্রতি খুব দ্রুত আকৃষ্ট করতে পারে। এই রাশির ব্যক্তিরা আত্মীয়-স্বজনদের জন্য সমস্ত কিছু ত্যাগ স্বীকার করতে পারেন। তবে এরা জীবনে অনেক ভালো কিছু করার সুযোগ নষ্ট করে ফেলে।  মানুষকে ভীষণ ভালবাসতে পারে এবং মানুষের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে। নিজের ধর্মের প্রতি এদের উৎসাহ ভিশন। তবে অধিকাংশ ক্ষেত্রেই উত্তরাধিকার সুত্রে আত্মীয়-স্বজনদের অর্থ এবং সম্পত্তি পেয়ে থাকেন এই রাশির ব্যক্তিরা।

বৃষ রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – শুক্রবার।
  • শুভ রং – সাদা।
  • শুভ দিক – অগ্নিকোণ।
  • শুভ সংখ্যা – ৬।
  • শুভ রত্ন – পান্না।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – মকর, কন্যা ও কর্কট রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
মিথুন রাশিঃ ২২ শে মে – ২১ শে জুন

রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন। ইংরেজি মাস হিসেবে আপনি যদি ২২ শে মে থেকে ২১ শে জুন মাস এবং বাংলা মাস হিসেবে আপনি যদি ৮ ই জ্যৈষ্ঠ থেকে ৭ ই আষাঢ় এই তারিখ মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মিথুন রাশি।  মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ।

এই রাশির ব্যক্তিরা চিন্তাশীল এবং বাঁচাল। এদের মেধা শক্তি তীক্ষ্ণ এবং এরা সাধারণত নরম গরম ভাপ যুক্ত হয়ে থাকে। এছাড়া ভিশন ছটফটে স্বভাবের হয়ে থাকে এরা। এরা ভিশন পরিমাণে কর্ম প্রেমী হয়। তবে এদের মন ভীষন চঞ্চলা, কারো প্রতি খুব সহজেই বিশ্বাস করে ফেলে, আবার খুব সহজেই সন্দেহ করে। এরা আইনি, চিকিৎসা, হিসাব, রেস, জুয়া ইত্যাদি কাজে ভীষণ সাফল্য অর্জন করে।

মিথুন রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – বুধবার।
  • শুভ রং – সবুজ, আকাশি, কমলা ও লাল।
  • শুভ দিক – উত্তর-পূর্ব।
  • শুভ সংখ্যা – ৭ ও ৫।
  • শুভ রত্ন – পান্না, ফিরোজা, জেড ও বেরিল।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – কুম্ভ, তুলা ও সিংহ রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
কর্কট রাশিঃ ২২ জুন – ২২ জুলাই

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। যে সকল ব্যক্তিরা ইংরেজি মাসের ২২ শে জুন থেকে ২২ শে জুলাই এবং বাংলা মাস অনুযায়ী ৮ ই আষাঢ় থেকে ৭  শ্রাবণ এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা কর্কট রাশির অধিকারী। কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র।

এই সকল ব্যক্তিদের দিনের চেয়ে রাত বেশি প্রিয় হয়। ঠান্ডা প্রিয় খাবার খেতে ভীষণ ভালোবাসে। এছাড়াও এই সকল ব্যক্তিরা মা-বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখায় এবং এরা বিভীষণ পরিমাণে ভ্রমণ করতে ভালোবাসে। এই রাশির ব্যক্তিদের চাকরির থেকে বেশি উন্নতি ব্যবসাতে।

কর্কট  রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – সোমবার।
  • শুভ রং – হালকা সবুজ, সাদা ও কমলা।
  • শুভ দিক – উত্তর-পশ্চিম।
  • শুভ সংখ্যা – ২।
  • শুভ রত্ন – মুনস্টোন।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – ধনু, মেষ ও মিথুন রাশি।

আরও পড়ুনঃ হিন্দু ছেলে শিশুদের সেরা নামের তালিকা ( অর্থসহ ) | Best Hindu Baby Name

জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
সিংহ রাশিঃ ২৩ জুলাই – ২৩ আগস্ট

রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। যে সকল ব্যক্তিরা ইংরেজি মাসের ২৪ শে আগস্ট থেকে ২৩ শে সেপ্টেম্বর এবং বাংলা মাস অনুযায়ী ৯ ই শ্রাবণ থেকে ৮ ই ভাদ্র এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাদের জন্ম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল রবি।

এই রাশির ব্যক্তিরা সাধারণত শান্ত, কিন্তু রেগে গেলে জ্ঞানশূন্য হয়ে পড়ে। রাগের মাথায় যে কোন কিছু করে ফেলতে পারে। এরা সাধারণত জেদি, পরাক্রমশীল, গম্ভীর এবং দয়াবান হয়ে থাকে। এই রাশির ব্যক্তিরা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, চোখের রোগ এবং পেটের সমস্যায় ভুগে থাকেন। তবে এরা খুব ঘনঘন মত পাল্টাতে থাকে। বর্তমানে কোন জিনিস পছন্দ থাকলেও, পরিবর্তে সেই জিনিস পছন্দ নাও হতে পারে।

সিংহ  রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – রবিবার।
  • শুভ রং – কমলা, লাল ও সোনালী।
  • শুভ দিক – পূর্ব দিক।
  • শুভ সংখ্যা – ৫৫।
  • শুভ রত্ন – চুনী।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – মেষ ও মীন রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
কন্যা রাশিঃ ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর

রাশি চক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। যে সকল ব্যক্তিরা ইংরেজি মাসের ২৪ শে আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর এবং বাংলা মাস অনুযায়ী ৯ ভাদ্র থেকে ৮ আশ্বিন এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাদের জন্ম রাশি হল কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ। এই রাশির ব্যক্তিরা সাধারনত পবিত্রতার প্রতীক।

এই রাশির ব্যক্তিরা সকলের সঙ্গে মিশে গেলেও, নিজের মনের কথা সহজে কারো সঙ্গে বলতে চায় না। এরা অর্থের দিক থেকে খুব সতর্ক হয়ে থাকে। ব্যবসা এবং চাকরির দিকে মনোযোগী হয়। তবে এরা বেশির ভাগ ক্ষেত্রে নিজের অধীনে বড় কিছু করতে চাই। এই সকল রাশির বেক্তিরা খুব সহজেই মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে সক্ষম। তবে এরা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে এবং ভালোবেসে অনেক সময় সমস্যার সম্মুখীন হন। এই রাশির ব্যক্তিরা পারিবারিক সমস্যার জন্য সকলের সঙ্গে কিছু না কিছু সমস্যায় জড়িয়ে থাকেন।

কন্যা  রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – বুধবার।
  • শুভ রং – সবুজ।
  • শুভ দিক – পশ্চিম।
  • শুভ সংখ্যা – ৬৭।
  • শুভ রত্ন – পান্না।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – মকর ও বৃষ রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
তুলা রাশিঃ ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর

রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি। যে সকল ব্যক্তিরা ইংরেজি মাসের ২৪ শে সেপ্টেম্বর থেকে ২৩ শে অক্টোবর এবং বাংলা মাস অনুযায়ী ৯ আশ্বিন থেকে ৮ কার্তিক এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করেন, তারা তুলা রাশির অধিকর্তা হয়ে থাকেন। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র।

এই রাশির ব্যক্তিরা সৌন্দর্য ও শক্তি সম্পন্ন এবং মানুষকে ভালোবাসতে জানেন। এরা সর্বদা একাকী থাকতে ভালোবাসেন।  তবে এই রাশির বেক্তিরা মানুষের সঙ্গে কোনো রকম ঝঞ্ঝাট করতে চান না এবং এরা খুব সাহসী হয়ে থাকে। এই রাশির ব্যক্তিরা ধার্মিক হয়ে থাকেন কিন্তু তা প্রকাশ করেন না।

তুলা রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – শুক্রবার।
  • শুভ রং – সাদা।
  • শুভ দিক – পশ্চিম।
  • শুভ সংখ্যা – ৮৭।
  • শুভ রত্ন – হীরা।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – কুম্ভ ও মিথুন রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
বৃশ্চিক রাশিঃ ২৪ অক্টোবর – ২২ নভেম্বর

রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। যে সকল ব্যক্তিরা ইংরেজি মাসের ২৪ শে অক্টোবর থেকে ২২ শে নভেম্বর এবং বাংলা মাস অনুযায়ী ৯ ই কার্তিক থেকে ৮ ই অগ্রায়ন এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করেন তাদের জন্ম রাশি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল।

এই রাশির ব্যক্তিরা খুব লাকি হয়ে থাকেন। এরা প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা অন্যের কথায় নয়, নিজের মত করে চলতে ভালোবাসেন। এই রাশির ব্যক্তিরা খুব পরিশ্রমী হয় যার ফলে নিজেই নিজের উচ্চ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এদের শরীরে সর্বদা কিছু শারীরিক সমস্যা থেকে থাকে।

বৃশ্চিক রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – মঙ্গলবার।
  • শুভ রং – কালচে লাল।
  • শুভ দিক – দক্ষিণ।
  • শুভ সংখ্যা – ৩৮।
  • শুভ রত্ন – প্রবাল।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – কর্কট ও মীন রাশি।

আরও পড়ুনঃ হিন্দু মেয়ে শিশুদের সেরা নামের তালিকা ( অর্থসহ ) | Best Hindu Baby Name

জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
ধনু রাশিঃ ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর

রাশি চক্রের নবম রাশি হল ধনু রাশি। যে সকল ব্যক্তিরা ইংরেজি মাসের ২৩ শে নভেম্বর থেকে ২১ শে ডিসেম্বর এবং বাংলা মাস অনুযায়ী ৯ ই অগ্রাহণ থেকে ৭ ই পৌষ এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাদের জন্ম রাশি হল ধনু রাশি। তবে এই ধনু রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি।

এই রাশির ব্যক্তিরা ভীষন পরোপকারী , সৎ এবং ধার্মিক হয়ে থাকে। চাকরি কিম্বা অন্য কারও অধীনে কাজ করতে এরা অসুবিধা বোধ করে। সম্পত্তির দিক থেকে এদের উন্নতি কম। এই রাশির ব্যক্তিদের প্রথম জীবনে বিভিন্ন রকম বাধা-বিঘ্ন, মানসিক অস্থিরতা এবং অর্থাভাব এর মত সমস্যা দেখা দেয়। তবে এই সকল ব্যক্তিরা পরবর্তীতে পরিশ্রমী হয়ে ওঠে এবং নিজের অবস্থার উন্নতি করতে পারে।

ধনু রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – বৃহস্পতিবার।
  • শুভ রং – হলুদ।
  • শুভ দিক – পূর্ব।
  • শুভ সংখ্যা – ৬২।
  • শুভ রত্ন – পোখরাজ।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – মেষ, সিংহ ও ধনু রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
মকর রাশিঃ ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি

রাশি চক্রের দশম রাশি হল মকর রাশি। আপনি যদি ইংরেজি মাসের ২২ শে ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি এবং বাংলা মাস অনুযায়ী ৮ ই পৌষ থেকে ৭ ই মাঘ এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার জন্ম রাশি হল মকর রাশি। এই মকর রাশির অধিপতি গ্রহ হল শনি।

এই রাশির ব্যক্তিরা সর্বদা একা থাকতে ভালোবাসেন। এই রাশির ব্যক্তিদের কে নিজের আত্মীয়-স্বজন ও বন্ধুরা এড়িয়ে চলতে থাকেন। উদাসীনতা ভাব এই রাশির ব্যক্তিদের একটি বড় লক্ষণ। তবে এরা খুব অল্পতেই সন্তুষ্ট। এই রাশির ব্যক্তিদের চেহারায় অকাল বার্ধক্যের ছাপ দেখা যায়। এরা কখনো কখনো কাজের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে, আবার কখনো কখনো অলস প্রকৃতির হয়ে ওঠে।

মকর রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – শনিবার।
  • শুভ রং – নীল।
  • শুভ দিক – দক্ষিন।
  • শুভ সংখ্যা – ৬৪।
  • শুভ রত্ন – ইন্দ্রনিলা।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – বৃষ, কন্যা, মীন ও বৃশ্চিক রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
কুম্ভ রাশিঃ ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি। আপনি যদি ইংরেজি মাসের ২১ শে জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি এবং বাংলা মাস অনুযায়ী ৮ ই মাঘ থেকে ৬ ই ফাল্গুন এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার জন্ম রাশি হল কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি।

এই রাশির ব্যক্তিরাও একা থাকতে ভালোবাসেন। প্রথম জীবনে এরা প্রচুর কষ্ট করে থাকে, কিন্তু পরবর্তীতে সুখ ভোগ করে থাকে। এই সকল ব্যক্তিরা চাকরির থেকে ব্যবসায় বেশি সফল হন। এই রাশির ব্যক্তিরা ঝামেলা পছন্দ করেন না। এরা সাধারনত দার্শনিক ও ধর্ম পরায়ন হয়ে থাকেন।

কুম্ভ রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – শনিবার।
  • শুভ রং – কালচে নীল।
  • শুভ দিক – দক্ষিণ।
  • শুভ সংখ্যা – ৭৯।
  • শুভ রত্ন – নীলা।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – মিথুন ও তুলা রাশি।
জন্ম তারিখ অনুযায়ী রাশিফল নির্ণয় করবেন কিভাবে ? জেনে নিন
মীন রাশিঃ ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। আপনি যদি ইংরেজি মাসের ১৯ শে ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ এবং বাংলা মাস অনুযায়ী ৭ ই ফাল্গুন থেকে ৭ ই চৈত্র এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার জন্ম রাশি হল মীন রাশি। এই মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি।

এই রাশির ব্যক্তিরা খুব চিন্তাশীল এবং বিচক্ষণ হয়ে থাকেন। এরা মানুষের পরোপকারী ও সৎ হয়ে থাকে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে একাধিক সমস্যায় জড়িয়ে পড়েন। এই সকল ব্যক্তিরা প্রেমে অসফল হয়ে থাকেন কিন্তু বিবাহ জীবনে সুখী হয়ে থাকেন। এই রাশির ব্যক্তিদের একটাই মাত্র লক্ষ্য, আর সেটা হলো প্রচুর অর্থ উপার্জন করা। এরা মানুষের সাথে ভালো ভাবে মিশতে পারে এবং বন্ধুদের সঙ্গে একটু দুষ্টুমি করে চলে। এরা সব সময় আনন্দে জীবন কাটাতে চায়।

মীন রাশি সম্পর্কে কিছু তথ্য

  • শুভ দিন – বৃহস্পতি ও সোমবার।
  • শুভ রং – সাদা, নীল, হলুদ ও সবুজ।
  • শুভ দিক – উত্তর-পূর্ব।
  • শুভ সংখ্যা – ৭৪।
  • শুভ রত্ন – পীত মুক্তা।
  • শুভ সঙ্গী বা সঙ্গিনী – কর্কট ও বৃশ্চিক রাশি।
Pabitra

My name is Pabitra Sarkar. I am currently a Content Writer and a Student. I am studying journalism from West Bengal State University. I write articles for many publishers around the world.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago