প্রথম পাতা

ইসলামিক ভাবে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া | জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা

ইসলামিক ভাবে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া  – আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একাধিক ইসলামিক জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া। আমরা অনেকেই প্রিয় বন্ধু, ভাই-বোন এবং অন্যান্য প্রিয় মানুষদের জন্মদিনে নানা রকম মেসেজ পাঠিয়ে থাকি।  কিন্তু মনের মতো ইসলামিক ভাবে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া বিভিন্ন জায়গায় খুঁজেও মিল করতে না পারায়, যে কোনরকম একটি জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিই তাদেরকে। তাই আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বাছাই করা সেরা ইসলামিক ভাবে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া। আপনার পছন্দসই জন্মদিনের শুভেচ্ছা গুলি বেছে নিয়ে আপনার প্রিয়জনের জন্মদিনে উপহার দিন। আসুন এক নজরে দেখে নিন ইসলামিক ভাবে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া গুলি –


ইসলামিক ভাবে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া | জন্মদিনের ইসলামিক শুভেচ্ছা


“হে আল্লাহর বান্দা, জন্মদিনে জানাই তোমায় হাজারো সুখের অভিবাদন।
ভালো থেকো প্রতিটি ক্ষণে একটায় শুধু আশা।
জন্মদিনে নিও আমার অনন্ত ভালোবাসা।”

“আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে হাজার হাজার শুকরিয়া,
আরো একটি বছর তোমায় পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেছেন,
যতদিন বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করুন, আমীন।”

“হে সৃষ্টিকর্তার মানব!
আজ সেই বিশেষ দিন যেদিন তুমি এসেছিলে ধরায়,
জানাই তোমায় জন্মদিনের প্রাণঢালা
শুভেচ্ছা এই ছোট্ট ছোট্ট কথায়।
শুভ জন্মদিন!”

“আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের মানুষের জন্মদিন।
শুভ জন্মদিন”

“এই দিনটা আসে যেন বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমায় ঘিরে।
হ্যাপি বার্থডে !’

“তোর জন্য ভালবাসা,
লক্ষ্য গোলাপ জুই,
হাজার লোকের ভিড়ে,
আমার হৃদয়ে থাকবি তুই।
শুভ জন্মদিন !”

“আজকের এই দিনে আপনার সুখে ভরা,
জীবনের অভ্যর্থনাকে নিমন্ত্রণ জানাই।
সুখের যত নবপল্লবে ভরে উঠুক,
আপনার পুষ্পশুভিত জীবন।
শুভ জন্মদিন।”

“আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থতা দান করুন।
আজ এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইচ্ছাই তুমি এসেছিলে,”

“নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ।
তোমার এই জন্মদিনে দিনটি কাটুক বেশ।
শুভ জন্মদিন”

“আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন ।
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোন দিন ।”

“যার পৃথিবীতে বন্ধু নেই সে বড় একা।
আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি।
তাই আমি কখনো একাবোধ করি না।
আজকের এই বিশেষ দিনটিতে,
আরো একবার মনে করিয়ে দি,
তুমি আমার সবচেয়ে আপন।
শুভ জন্মদিন বন্ধু।”

“শুভ জন্মদিন বন্ধু।
আজকের দিনটি বিশেষ একটি দিন,
কারণ আল্লাহ রাব্বুল আল-আমিন তোমাকে,
আজকের দিনে আমাদের মাঝে পাঠিয়েছিলেন।
পৃথিবীর সকল সৎ গুণে তুমি গুনান্বিত হও।
শুভ জন্মদিন।”

“তার ইচ্ছাতেই এতো দিন বেঁচে আছো।
আল্লাহ তোমার জীবন সাফল্যে ভরিয়ে দিক।”

আরও পড়ুনঃ স্বামীর জন্মদিনের শুভেচ্ছা কবিতা ও স্ট্যাটাস | husband birthday status

“সবশেষে আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে দোয়া চাই,
তিনি যেনো তোমাকে দীর্ঘায়ু দান করেন।”

“আসুক ফিরে এমন দিন,
হোক না তোমার সব রঙিন,
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে,
বারে বারে পড়ছে মনে,
যতই থাকি না দুরে।
আশা রাখি জীবনের আনন্দযাত্রায়,
কখনোই সত্যির পথ থেকে যাবে না সরে।
শুভ জন্মদিন”

“দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে করে,
ততদিন আল্লাহর দয়ায় বেঁচে থাকবে,
তিনি তোমাকে সৎ পথে চলার তৌফিক দান করুন।
একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠো।”

“আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন,
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। শুভ জন্মদিন।”

“আজকের এই বিশেষ দিনে হয়ে উঠো আরও নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।”

“আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান।
প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন।
ফুলেরা সব ফুটেছে বাগানে।
আজ আমার প্রিয়ার জন্মদিন।
শুভ জন্মদিন”

“আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া,
তিনি তোমাকে আমাদের প্রিয়জন হিসেবে পাঠিয়েছেন,
তিনি তোমাকে একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেছেন।”

“আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠো,
সর্বদা সত্যের পথে থেকে মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল অর্জন করো।
মহান সৃষ্টিকর্তা আজকের এই দিনটি যেন,
আরো শতবার তোমার জীবনে নিয়ে আসে, আমীন।”

“আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে গড়েছে,
তোমার বাহ্যিক সৌন্দর্যের থেকেও যেনো আত্মিক সৌন্দর্য বেশি হয়।
সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।”

“প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক,
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক,
পরীক্ষা জাতি আসুক তোমার জীবনে,
প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক।
শুভ জন্মদিন”

“আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে এই দিনটির জন্যে।
কারণ আজকের দিনে তুমি পৃথিবীতে এসে আলোকিত করেছিলে পৃথিবী।
তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি অনেক খুশি।
শুভ জন্মদিন।”

“আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন,
আজকের এই দিনে পৃথিবীর মুখ আলো করে,
তুমি জন্ম নিয়েছিলে।
আরো হাজার বছর বেঁচে থাকো,
মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি।”

“এই এসএমএস টায় ফ্যাট , কোলেস্টেরল,
নেশার দ্রব্য কিছুই নেই।
আছে শুধু অনেকটা মিষ্টি ,
এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি।
শুভ জন্মদিনের শুভেচ্ছা নিও”

“আল্লাহর রহমত আমার জীবন ভর,
আমি শোকর গুজরান করলেও ফুরাবে না।
সেই রহমত গুলোর মধ্যে তুমি একটু বন্ধু।
মহান রব তোমাকে ভালো রাখুন।
তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।”

“শুভ জন্মদিন, আপনার জন্য রইল অশেষ দোয়া।
আল্লাহ রব্বুল আলামীন আপনাকে প্রশান্তি দান করুন।
বাকী জীবন সুখ ও স্বাচ্ছন্দে ভরে উঠুক।”

“আজকের দিনে যেমন তুমি পৃথিবীতে এসেছিলে,
মৃত্যু ও অপেক্ষা করছে এমন ই কোনো এক দিনের অপেক্ষায়,
এটা মনে রেখে পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান করতে হবে।
আল্লাহ তোমাকে নেক আমল করার তৌফিক দান করুন, আমীন।”

“আল্লার করোণায় তোমার প্রতিটি দিন কাটুক,
নতুন নতুন সুখের আতিশয্যে।
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।”
শুভ জন্মদিন..

“আল্লাহ আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার, আমাদের জীবন!
এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে
যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা
দিতে চাই কিনা।” শুভ জন্মদিন…

“পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকতে আসেনা।
আজ এই দিনে তুমি আল্লাহর ইচ্ছায় আমাদের মাঝে এসেছিলে,
আবার তার ইচ্ছাতেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।
যতদিন বেঁচে আছো মহান আল্লাহর দাসত্ব করে যাও।
তাহলে চিরস্থায়ী সুখের সন্ধান পাবে।”

“জন্মদিনের অনন্য তিথিতে আপনাকে জানাই শুভকামনা।
পূর্ণ হোক এই জীবনে সকল বাসনা।
ভালো থাকুন আজীবন এতটুকুই প্রত্যাশা।
জীবনের বাঁকে পূর্ণ হোক আপনার সকল আশা।
জন্মদিনের প্রাণভরা শুভেচ্ছা জ্ঞাপন করছি।”

“দুনিয়ার রং তোমাকে বারবার মোহিত করবে।
দুই দিনের এই ধোকার দুনিয়ার ফাঁদে পা না দিয়ে,
সারাজীবন সেই আল্লাহর দাসত্ব করো।
যিনি তোমাকে আজ এই পৃথিবী দেখার তৌফিক দান করেছিলেন।
ভালো মানুষ এবং একজন ঈমানদার ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলো।”

“এই সুখের দিনটি আপনার জীবনে
বারবার ফিরে আসুক আনন্দের বার্তা নিয়ে।
এই দোয়া কামনা করে আপনাকে জানাই শুভ জন্মদিন।”

“আল্লাহ তায়ালা তোমাকে এই দিনে পৃথিবীর,
আলো দেখার তৌফিক দান করেছিলেন,
একজন আশরাফুল মাখলুকাত হিসেবে।
এখন পর্যন্ত তুমি একজন খাঁটি মুমিন।
দুনিয়ার মায়া ত্যাগ করে,
একজন ঈমানদার ব্যক্তি হিসেবে,
যেনো আজীবন থাকতে পারো এই কামনাই করি।”

“আমার জীবনে আল্লাহর দেয়া দামি উপহার গুলোর মধ্যে তুমি একটি।
তোমাকে জীবন চলার পথে বন্ধু হিসেবে পেয়ে,
আমি কত খুশি তা তুমি জানো না।
জন্মদিনের শুভেচ্ছা নিও।”

“আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে নীতিবান,
সৎ চরিত্রের বন্ধু একটি নিয়ামত।
যা আমি তোমাকে পেয়েছি বলে অনুভব করেছি।
তাই তোমার জন্মদিন আমার জন্যে অত্যান্ত খুশির একটি দিন।
শুভ জন্মদিন”

“মোনাজাতের আল্লাহর কাছে সব সময় চাই,
আমার প্রিয়জনরা ভালো থাকুক।
সেই প্রিয়জনদের মধ্যে তুমিও একজন।
তোমাকে পেয়ে আমি রবের কাছে কৃতজ্ঞ।
ভালোবাসা নিও প্রিয়, শুভ জন্মদিন।”

“আল্লাহর কাছে সব সময় চাই তোমার মঙ্গল হোক।
সফলতায় তোমার জীবনটা ভরে উঠুক।
শুভ জন্মদিন বন্ধু।”

“আমার ছোট জীবনে পাওয়া সুন্দর উপহার তুমি।
কিন্তু জন্মদিনে তোমাকে দেয়ার মত আমার কিছু নেই।
তাই ভালোবাসা নাও প্রাণের গহিন থেকে।”

আরও পড়ুনঃ স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও কবিতা | Birthday Wishes For Wife

“জন্ম, মৃত্যু সব কিছু আল্লাহ পাকের হাতে।
তোমার মতো ভালো একটি মানুষকে,
আল্লাহ পাক এই দিনে আমাদের মাঝে পাঠিয়েছেন,
এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি।
যতদিন বেঁচে আছো মহান সৃষ্টিকর্তা যেন,
তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করেন, আমীন।”

“সৃষ্টিকর্তার অপার সৃষ্টি তুমি,
আল্লাহ তোমাকে অপার সৌন্দর্য দিয়ে গড়েছে যেনো।
তোমার জীবন আল্লাহ পাক সাফল্য ও সম্ভাবনাময় করে তুলুন।
আজকের দিনটা আরো শতবার আসে যেনো তোমার জীবনে,
আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে এই কামনাই করি।”



 আমাদের শেষ কথা 

ইসলামিক ভাবে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

Pabitra

My name is Pabitra Sarkar. I am currently a Content Writer and a Student. I am studying journalism from West Bengal State University. I write articles for many publishers around the world.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago