সুকুমার রায়, কাঠ বুড়ো কবিতা, সুকমার রায়ের লেখা কবিতা, Kath Buro Kobita, Sukomar Ray, কাঠ বুড়ো, সুকমার রায়, sukumar roy, sukumar ray
কাঠ বুড়ো কবিতা - সুকুমার রায় | Kath Buro Kobita - Sukumar Ray

 কাঠ বুড়ো কবিতা – টির রচয়িতা হলেন সুকুমার রায়। তিনি ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক কবি। ১৮৮৭ সালের ৩০ শে অক্টোবর কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সুকুমার রায়। সুকুমার রায়ের পিতা হলেন শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং মাতা বিধুমুখী দেবী।

সুকুমার রায় কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিদ্যায় বিএসসি করেন ১৯০৬ সালে। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য ১৯১১ সালে বিলেতে যান। তার প্রথম একমাত্র ননসেন্স ছড়ার বই হল “আবোল তাবোল”। এছাড়াও তার লেখা “আবোল তাবোল” বয়ের একটি জনপ্রিয় কবিতা হল কাঠ বুড়ো কবিতা।

কাঠ বুড়ো

– সুকুমার রায়


হাঁড়ি নিয়ে দাড়িমুখো কে–যেন কে বৃদ্ধ
রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ ।
মাথা নেড়ে গান করে গুন্ গুন্ সঙ্গীত
ভাব দেখে মনে হয় না–জানি কি পণ্ডিত !
বিড়্ বিড়্ কি যে বকে নাহি তার অর্থ—
‘আকাশেতে ঝুল ঝোলে, কাঠে তাই গর্ত ।’
টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম,
রেগে বলে, ‘কেবা বোঝে এ সবের মর্ম ?
আরে মোলো, গাধাগুলো একেবারে অন্ধ,
বোঝেনাকো কোনো কিছু খালি করে দ্বন্দ্ব ।
কোন্ কাঠে কত রস জানে নাকো তত্ত্ব,
একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত ?’

আশে পাশে হিজি বিজি আঁকে কত অঙ্ক
ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব অসংখ্য ;
কোন্ ফুটো খেতে ভালো, কোন্‌টা বা মন্দ,
কোন্ কোন্ ফাটলের কি রকম গন্ধ ।
কাঠে কাঠে ঠুকে করে ঠকাঠক শব্দ ।
বলে, ‘জানি কোন্ কাঠ কিসে হয় জব্দ ;
কাঠকুঠো ঘেঁটেঘুঁটে জানি আমি পষ্ট,
এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট ।
কোন্ কাঠ পোষ মানে, কোন কাঠ শান্ত,
কোন্ কাঠ টিম্‌টিমে, কোন্‌টা বা জ্যান্ত ।
কোন্ কাঠে জ্ঞান নেই মিথ্যা কি সত্য,
আমি জানি কোন্ কাঠে কেন থাকে গর্ত ।’


 আমাদের শেষ কথা 

সুকুমার রাইয়ের কাঠ বুড়ো কবিতা -টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।


 

কাঠ বুড়ো কবিতাটি কার লেখা ?

কাঠ বুড়ো কবিতাটির লেখক সুকুমার রায়।