“লিচু চোর” কবিতা -টি রচয়িতা করেছেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম। এই “লিচু চোর” কবিতা -টি উপমহাদেশে ব্যাপক খ্যাতি লাভ করেছে। কাজী নজরুল ইসলামের ছোট্ট একটি কবিতা বা ছড়া হল “লিচু চোর” কবিতা। নজরুল রচিত এই কবিতাটি বাংলা সাহিত্যের “ঝিঙ্গেফুল” কাব্যগ্রন্থের অন্তর্গত।
কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি। তবে তিনি কেন “লিচু চোর” কবিতাটি লিখেছিলেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। কবি কি এই কবিতাটি শুধুমাত্র কবিতার উদ্দেশ্যেই লিখেছেন? নাকি এই কবিতাটির পেছনে কোন রহস্য রয়েছে যা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। লিচু চোর কবিতার বিষয়বস্তু খতিয়ে দেখতে গেলে শুধুমাত্র কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটাই জানা যায়। “লিচু চোর” কবিতাটি একটি খুবই জনপ্রিয় কবিতা, তা আর বলার অপেক্ষা রাখে না।
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!
‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!
যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস? ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা!
উত্তরঃ- লিচু চোর কবিতাটি “ঝিঙ্গেফুল” কাব্যগ্রন্থের অন্তর্গত।
উত্তরঃ- লিচু চোর কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম।
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…