সনাতন

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম – জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। জগদ্বন্ধু সুন্দরের পিতার নাম দীননাথ ন্যায়রত্ম এবং মাতার নাম: বামাসুন্দরী দেবী। তিনি ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় জন্মগ্রহণ করলেও তার পৈত্রিক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। তবে তিনি “জগদ্বন্ধু” উপাধি লাভ করেছিলেন নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে এবং তিনি জগদ্বন্ধু নামেই বেশ পরিচিতি লাভ করেছিলেন।

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ভক্তগণেরা তার ভক্তি ও শ্রদ্ধা জানাতে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম জপ করে থাকেন। তাই আজ আমরা আপনাদের সামনে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম তুলে ধরেছি। আসুন এক নজরে দেখেনিন প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম –

প্রভু জগদ্বন্ধু সুন্দরের 108 নাম

১. দীননাথ রাখে নাম দীনের জীবন’।
২. বামা ডাকে সমাদরে সাগর সেচা ধন’।
৩. ভঙ্গি হেরি ডাকে ব্রজের দুলাল।
৪. পড়শীর সবে কয় ‘গৌউর গোপাল’।
৫. রূপ দেখি কুলবধূ ডাকে সোনা চাঁদ’।
৬. বৃদ্ধ কয় ‘অরূপ রতন হেরি রূপফাদ।
৭. ক্ষমাময়ী নমা ডাকে ‘বন্ধচন্দ্রমসী’।
৮. স্বয়ং অবতার ঘোষে নেপালী সন্নাসী।

৯. পল্লী বালকেরা ডাকে ব্রজের রাখাল।
১০. গৃহভৃত্য নাম রাখে ‘ঠাকুর গোপাল’।
১১. কৈলাসকামিনী ডাকে ‘শ্রীবন্ধু রতন’।
১২. প্রাণবন্ধু আনন্দেতে ডাকে প্রিয়জন।
১৩. বন্ধু ডাকে ‘রাগামূল রাঙ্গা মুখ দেখিয়া।
১৪. ‘জামাই’ বলিয়া ডাকে অছিমদ্দি মিঞা।
১৫. ‘জগৎ’ বলিয়া ডাকে দিদি দিগম্বরী।
১৬. নিচু ডাকে প্রাণতরি ‘প্রাণবন্ধ, হরি’।

১৭. তারিণী রাখিল নাম বন্ধ, স্নেহধন।
১৮. ভৈরব রাখিল নাম ‘দুঃখ নিবারণ।
১৯. ঈশ্বর মাষ্টার ডাকে বন্ধু, সুকুমার।
২০. সহপাঠী জলধর ডাকে ‘ভেজাধার।
২১. জুলপথে লম্বকচ্ছ’ ডাকে রসিক সাথী।
২২. প্রতাপ ডাকে লম্বকর্ণ’ খেলা রসে মাতি।
২৩. রঙ্গ হেরি রঙ্গলাল বৌদিরা ডাকিল।
২৪. ‘ষড়ভুজ প্রভু’ নাম দুঃখীরাম দিল।

২৫, কীরিটেশ্বরী-সাধু কয় ‘যোগীরাজ’ বটে।
২৬. ‘ভাই জগৎ ব্রজধন’ গোলক মণি রটে।
২৭. ‘প্রভু বলি সর্বঅগ্নে ডাকে বনমালী।
২৮. জগা ডাকে বুড়োশিব উর্দ্ধে বাহু তুলি।
২৯. হরিদাস মোহন্ত ডাকে পতিত পাবনা।
৩০. শ্ৰীমন্ত মোহন্ত কয় অধম তারণ’।
৩১. সুরত কুমারী ডাকে প্রভু বন্ধ, হরি’।
৩২ যাদুমণি নাম রাখে ‘পাপ তাপ হারী’।

৩৩. প্রবোধ সুশীল ডাকে মাতুল শ্রীহরি।
৩৪. তুলসী প্রাণ ডাকে পুল্ট বালাস্মৃতি স্মরি।
৩৫. গুরুদাস ফটো তোলে ‘রসামৃতমূর্তি।
৩৬. ডাহাপাড়া শ্রীধামেতে ধামেশ্বর’ কৃতি।
৩৭. রঘুমণি নাম রাখে স্বতন্ত্র ঈশ্বর।
৩৮. চম্পট্টী রাখিল নাম ‘গৌর নটবর।
৩৯. বাকচরবাসী ডাকে কীৰ্ত্তন জীবন।
৪০. আমাদের প্রভু ডাকে বুনো নারীগণ।

৪১. ‘প্রাণহারী’ ডাকে কুঞ্জ প্রীতিতে গলিয়া।
৪২. ভারতী পিরীতে ডাকে প্রাণ কানাইয়া।
৪৩. বাকচর মাইরা ডাকে বাৎসল্যের ধন’।
88. গোপাল জেঠাজেঠী ডাকে পরম রতন’।
89. ৪৫. অন্নদা দত্ততে ডাকে নব গৌর বঙ্গী।
৪৬. শিতিক নাম রাখে ‘নাটুয়া বিভঙ্গী’।
৪৭. ব্রাইমা নাম রাখে প্রাণের দেবত।
৪৮. তিনকড়ি নোম ডাকে ‘প্রভু জন্মত্রাতা।

৪৯. রমেশ রাখিল নাম ‘বন্ধ, চন্দ্রভাল’।
৫০. ডোম রমণীরা ডাকে আদুরে দুলাল।
৫১. সর্বসুখ নাম রাখে সৰ্ব্বসুখ দাতা।
৫২. নবকুমার রাখে নাম ‘আনন্দ বিধাতা।
৫৩. শশীভূষণেতে ডাকে ‘সর্বারাধ্যধন’।
৫৪. বিন্দুমাতা ডাকে ‘গোরা স্থির করি মন।
৫৫. শিশির ঘোষ ঘোষিল ‘নবগৌর’।
৫৬. বলিয়া রঘু বয় ‘নিতাই গৌর।

৫৭. প্রত্যক্ষ ছেরিয়া বীরভক্ত বাদল ডাকে।
৫৮. প্ৰভু প্রভু প্রভু কুন্দন ব্রজবাসী ডাকে।
৫৯. বিশ্বেশ্বর বিভু শ্রীমধুমঙ্গল ডাকে।
৬০. বাঞ্ছাকল্পতরু মুকুন্দ ঘোষ নাম রাখে।
৬১. ‘গৌর জগদগুরু’ শ্রীজয় নিতাই ডাকে নব অবতারী।
৬২. মিত্র মশায় নাম রাখেন প্রাণারাম হরি।
৬০. জীবন কাণ্ডারী নামে মহিম ডাকয়।
৬৪. ‘প্রাণধন গোরা’ নাম লক্ষ্মী দেবী কয়।

৬৫. পাগল হরনাথ ভকে গৌরাঙ্গ শ্রীহরি।
৬৬. বালকৃষ্ণ নাম রাখে ‘প্রাণরক্ষাকারী।
৬৭. ঘুমটাওয়ালী’ ডাকে ব্রজবাসী মাতা।
৬৮. অটলনদী নাম রাখে ‘প্রভু শান্তিদাতা।
৬৯. ‘গোলকবিহারী নাম রাখিল মোহিনী।
৭০. বন্ধু সাহা নাম রাখে ‘ভক্তি স্পর্শমণি’।
৭১. সুবল বটুতে ডাকে ‘প্রভু কৃপাকারী’।
৭২, কৃষ্ণদাস উচ্চে ঘেঁষে অষ্টশাশহারী।

৭৩. কানাই মিত্র নাম রাখে মূর্ত হরিনাম।
৭৪. কোদাই সাহা রাখে নাম কৃপাসিন্ধ, ধাম’।
৭৫. কিশোরী প্রত্যক্ষ হেরে ঝুলন লীলাকারী।
৭৬. হারান শীল নাম রাখে বন্ধু, শ্রীমুরারী।
৭৭. রামদাস নাম রাখে শ্রীবন্ধ, সহায়।
৭৮. হর রায় রাখে নাম ‘করুণা নিলয়’।
৭৯. ক্ষুদীরাম নাম রাখে ‘লীলারঙ্গী হরি।
৮০. হরিনাম-বিরহী ডাকে রণজিৎ লাহিড়ী।

৮১. শ্রীরাম গোবিন্দ ডাকে প্রেমানন্দ কন্দ।
৮২. রাজেন্দ্র রাখিল নাম নয়ন আনন্দ।
৮০. শ্রীরাধারমণ বলে নব গৌরচন্দ্র’।
৮৪. পূর্ণ ডাক্তারেতে কহে নিতাই প্রাণানন্দ।
৮৫. সুধম্ব রাখিল নাম প্রভু অন্তর্যামী।
৮৬. পারীমোহন ডাকে সদা প্রাণারাম স্বামী।
৮৭, ব্রজেন্দ্র রাখিল নাম হরিনাম দাড়া।
৮৮. ‘বন্ধন’ নাম রাখে গৌরদাসী মাতা।

৮৯. ছোট জয় নিতাই ডাকে চিরবন্ধ, চন্দ।
৯০. শ্রীনন্দ নন্দন’ ডাকে কেদার উপানন্দ।
৯১. ‘দয়াল প্রভু নাম রাখে গৌর কিশোর।
৯২. মুক্তাদাসী নাম রাখে ‘গোপাল সুন্দর’।
৯৩. মাদারীসা নাম রাখে ‘প্রাণপ্রিয় বন্ধু।
৯৪. ঊষারঞ্জন ধ্যান করে প্রভু প্রণবেন্দু।
৯৫. শ্রীশ্যাম ডাক্তার ডাকে ‘প্রলয় পরিত্রাতা’।
৯৬. রজনী নাগ রাখে নাম ‘পঞ্চক্ষেম দাতা।

৯৭. জয়চন্দ্র নাম রাখে ‘ভয়হারী প্রভু।
৯৮. পুলিন রাখিল নাম জয় জয় মহাপ্রভু।
৯৯. ‘পঞ্চম বর্ষীয় শিশু ডাকিল অক্ষয়।
১০০. রাম সাহ নাম রাখে ‘চিদানন্দময়।।
১০১. কাঙ্গালের ঠাকুর’ ডাকে কাঙ্গাল রজনী।
১০২. ‘দয়াল শিরোমণি’ ডাকে লতা ও নলিনী।
১০৩. হারান পাঠক ডাকে হারান রতন’।
১০৪. শ্রীমহেন্দ্ৰ ডাকে ‘ভাই জগৎ সোনাধন’।

১০৫. নবদ্বীপ দাস ডাকে নদীয়ার মণি’।
১০৬. গোপীবন্ধ, নাম রাখে ‘লীলারস খনি’।
১০৭. মহানাম রাখে নাম ‘কারুণ্য বারিধি।
১০৮. প্রেমদাস রাখে নাম ‘বন্ধ, সুধানিধি।

সদা প্রকাশ নাম লীলাপ্রকাশ রাখে।
শিশুরাজ প্রাণধন’ উদ্ধারণ ডাকে।
যোগেন্দ্র কবিরাজ ডাকে মহাবতারী।
নামে পাগল অনন্ত কয় ‘পাগলের হরি।।

“জগদ্বন্ধ” নামকরণ করেন পুরোহিত
যে নামের উচ্চারণেই জগতের হিত।
লক্ষ বর্ষ পূর্বে পরে গমনাগমন।
কোটি কণ্ঠে কোটি নামে ডাকে বিশ্বজন।।

কিছু নাহি জানি তবু লিখি কৃপাবলে।
লীলার স্মরণ লাগি নিজ কুতুহলে।
ব্রজলীলা গৌরলীলা এবে এক ঠাই।
সর্ব্বতত্ত্ব একাধারে সংশয় তো নাই।।

ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়।
সেই বন্ধু কৃপা করে এসেছে ধরায়।
মহিমে করিল রক্ষা করুণা প্রচুর।
রজণীরে উদ্ধারেন কাঙ্গাল-ঠাকুর।।

ভক্তবাঞ্ছা পূর্ণকারী বামার নন্দন।
সুরতের পাপহারী পতিত পাবন।
যার নাম স্মরি জীব হয় দ্বন্দ্বাতীত।
মুনুলাইটের দেহ যার যিনি অপ্রাকৃত।।

তুলসী ছায়া যাচে যার চরণ স্পর্শন।
ভৃগুপদ চিহ্ন যার বক্ষেতে লাঞ্ছন।
যার নামে মহানাম অনন্ত মহিমা।
মহেন্দ্ৰ কুঞ্জ গোপীবন্ধ, না পায় সীমা।।
মহানামই মহানামী ভজ নিষ্ঠা করি।
নামের মাঝেতে রাজে স্বয়ং বন্ধ, হরি।
এই বন্ধ নামাবলী করিলে পঠন।
লীলাময়ের লীলারসে ডুবে যাবে মন।।

নিতাই চরণ মুই নিতাই দাসের দাস।
শ্রীগুরু কৃপায় করি এ ক্ষুদ্র প্রয়াস।
আশিস করুণ সবে পদ ধূলি দিয়া।
মহানাম-নিষ্ঠ থাকি জীবন ভরিয়া।।
সবার মঙ্গলকারী মহানাম গান।
হরিপুরুষ জগদ্বন্ধ, মহাউদ্ধারণ।।


 আমাদের শেষ কথা 

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

 

Avinas Mondal

Hello, My name is Avinas Mandal. I am currently a Content Writer for Banglaprotibedon.com. I have been writing for 2 years.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago

মাতৃভাষা দিবসের উক্তি, কবিতা ও স্ট্যাটাস | Mother Tongue Language Day Quotes

মাতৃভাষা দিবসের উক্তি, কবিতা ও স্ট্যাটাস -  একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আজ…

2 years ago