Love SMS

নতুন সেরা প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ | Premer Kobita

বিতা পড়তে আমরা সবাই ভালবাসি। তবে আধুনিক যুগে প্রেমের কবিতা বেশির ভাগই পছন্দ করে থাকেন যুবকেরা। প্রেম হল এমন একটি সুন্দর অনুভূতি যা চোখে দেখা যায় না বা কথায় প্রকাশ করা যায় না। তাই ভালোবাসার মানুষটিকে নিজের মনের কথা জানাতে প্রেমের কবিতা (Premer Kobita) ও ভালোবাসার ছন্দ (Valobasar Chondo) লিখে দিতে পারেন। প্রিয় মানুষটিকে খুশি করতে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বা ইন্টারনেটে একাধিক প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ সার্চ করে থাকেন নিজের মনের কথা জানানোর জন্য। তবে আর কোন চিন্তা করার কারণ নেই। প্রিয় মানুষটির কাছে সুন্দর সুন্দর এসএমএস করার জন্য আমরা নিয়ে এসেছি শত শত প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ।

রোমান্টিক প্রেমের (Premer Kobita) কবিতা


“লাল গোলাপের পাপড়ি দিয়ে, লিখবো তোমার নাম,
হাজার পাখির সুর দিয়, গাইবো তোমার গান,
তুমি আমার জান, তুমিই আমার প্রান।”

“যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদ টুকু, এক নিমিষেই ধুয়ে দিতাম,
মেঘলা বড়ন অঙ্গ জুড়ে, তুুমি আমায় জড়িয়ে নিতে.!
কষ্ট আর পারতো না, তোমাকে অকারণে কষ্ট দিতে।”

“ভালোবাসে এই মন, তোমাকে চায় সারাক্ষন.!
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে,
কিভাবে ভুলব তোকে, তুই যে আমার জীবন।”

“আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া,
আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,
আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া,
আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া।”

“তুমি কি জানো তুমি আমার কাছে কি?
তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা।
এক অপূর্ন ইচ্ছে একটি বারের জন্য
আমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।”

“তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি…
ভুলতে হয়তো কোনদিনও পারবো না,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো!”

“যদি বলো আমায় মনে পরে কতবার?
বলবো, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো আমায় ভালবাসো কত?
আমি বলবো, ওই আকাশে তাাঁরা আছে যত!”

“জীবনে এমন একটা সম্পর্ক করা উচিৎ।
যার সাথে সকল কিছু শেয়ার করা যায়,
রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়।
কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না।”

“দূরে গেলে তুমি, হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়, বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে, একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে, আমার শুধু পাওয়া।”

“ফুল লাল, পাতা সবুজ,
মন কেন এতো অবুজ।
কথা কম, কাজ বেশি,
মন চায় তোমার কাছে আসি।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি।”

“দিন ফুরাবে, রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না,
আমার ভালোবাসার টান।
I LOVE YOU”

“আজকের এই দিনগুলো, কাল সৃতি হয়ে যাবে,
মনের খাতায় ডাইরীর পাতায় লেখা হয়ে রবে,
কালকের এই পাতাগুলো একটু উল্টে দেখ,
আবছা সব সৃতির মাঝে, আমায় খুুঁজে পাবে।”

“জীবন আমার ধন্য হলো,
তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাবো,
ভালোবাসার নৌকা বেয়ে।”

“এক জীবনে এতো ভালোবাসা কোথায় পাবে তুমি,
তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ এনে দিতে পারি।
তুমি আমার ভালোবাসা, আমার প্রেমের ছবি,
খুব যতনে, আদর করে তোমায় বুকের মাঝে রাখি।”

“ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”

আরও পড়ুনঃ ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | Happy Valentine’s Day Wishes In Bengali

“তোমাকে ছাড়া আমার পৃথিবী সাজে না,
তোমাকে পাবোনা একথা মন মানে না।
সহজে তোমাকে পাওয়া সাজেনা,
হৃদয় দিয়ে তোমাকে পেতে চাই,
না হলে ভালোবাসা পাওয়া যাবে না।”

“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”

“তুম আছো আমার হৃদয় জুড়ে,
তুমি আছো আমার স্বপ্নের মাঝে
তুমি আছো আমার কাজে কর্মে,
তুমি আছো মনে, তুমি আছো যে মোর কাব্যগ্রন্থে!”

“তুমি দূরে দূরে থেকো না,
আমার কাছে এসে বলো ভালোবাসি.!
ভালোবাসি বললে তুমি,
করবো আদর কষ্ট দেবো না।
হৃদয়ের গহীনে রাখবো তোরে,
হারিয়ে যেতে দেব না।” 

“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা,
তুমি আসলেই ডাউনলোডে দেবো আনলিমিটেড ভালোবাসা।”

“রাতের আকাশে অনেক তারা।
একলা লাগে তােমাকে ছাড়া।
শুধু ভাবি তােমার কথা।
কেমন আছাে, আমাকে ছাড়া ?” 

নতুন সেরা প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ | Premer | ছবিঃ সংগৃহীত

“তোমায় ভবি সারাক্ষন, দিলাম তোমায় আমার মন…
যদি কাছে আসো, যদি না দাও ব্যাথা, দিলাম তোমায় কথা
হারাবো না কোনদিন, পাশে থাকবো চিরদিন।”

“ফুলের ভিতর মধু থাকে, তোমার বুকে ঢেউ
তুমি ছাড়া এই জীবনে, নেই যে আমার কেউ,
আকাশের বুকে চাঁদ থাকে, চাঁদের বুকে আলো,
তুমি ছাড়া এই জীবনে কেমনে থাকি আমি ভালো।”

“পাখির ঠোঁটে চিঠি দিলাম, তুমি খুলে পড়ো।
স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধরো।
রাত জাগা পাখির মত জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায় কেমন আছো তুমি ?”

“তুমি সেই স্বপ্ন পরী, যাকে নিয়ে স্বপ্ন দেখি,
তুমি সেই অনুভুতি, যাকে নিয়ে আমি অনুভব করি,
তুমি সেই প্রেমিকা যার ভালোবাসার ছন্দ -র প্রেমিক আমি।”

“আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা।”

“সখি তোরে ভালোবেসে রেখেছি আমার মনের মাঝে,
তাই বলে কি কষ্ট দিবি বাসবি না মোরে ভালো ?
তোর ভালোবাসা, তোর আদর পেতে ইচ্ছে করে অনেক…
সখি কাছে এসে বলো মিষ্টি করে,
আমায় একটু খানি আদর করে।
I LOVE YOU” 

“ভালো আছো, ভালে থেকো,
আমার জন্য ভালোবাসা গুলো জমিয়ে রেখো…
আমি আসলে তোমার হৃদয়ে থাকা প্রেম
ভালোবাসা উজার করে দিও।”

“শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই”


ভালোবাসার ছন্দ (Valobasar Chondo)


“দূর আকাশের তারা তুমি, তুমি প্রানের পাখি…
কি করে বলবো আমি, তোমায় ছাড়া থাকি.!”

“জীবন আমার ধন্য হলো, তোমায় কাছে পেয়ে,
একই সাথে ভেসে যাবো ভালোবাসার নৌকা বেয়ে।”

“আকাশ দিয়ে পাখি উড়ে, নিচে পড়ে ছায়া.!
তোমার জন্য সারাদিন লাগে আমার মায়া.!”

“মন চেয়েছে আজ আমি হারিয়ে যাবো তোমার সাথে,
অঙ্গীকারের আংটি পরিয়ে দিলাম তাই তোমার হাতে।”

“স্কুল লাইফে তোমায় দেখি, কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার Name..”

“বাগানে ফোটে ফুল, দেখতে অনেক লাল.!
তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।”

“তোমার জন্য রইলো আমার স্বপ্ন ভেজা ঘুম,,,
একলা থাকা শান্ত দুপুর, রাত্রি নিঝুম…”

“যেই দিন আমি থাকবো না, সেই দিন তুমি বুঝবে..
ভালবেসে আমাকে, একদিন তুমি খুঁজবে।”

“তুমি আমার সকাল দুপুর, তুমি সারা বেলা…
কেন তুমি আমাকে কর অবহেলা.!”

“সকাল দুপুর সারাবেলা তোমার ছবি আঁকি,
তুমি আমার ভালোবাসার পোষা ময়না পাখি।”

“আকাশ পানে চেয়ে দেখ জ্বলছে কতো তাঁরা,
তুমি ছাড়া এই জীবনে আমি দিশাহারা।”

“যতদূরে যাইনা কেন, তুমি থাকবে কাছে
তুমি ছাড়া এই জীবনে কে থাকবে আর পাশে।”

“যতদূরে যাইনা কেন, তুমি থাকলে কাছে
তুমি ছাড়া এই জীবনে, কে থাকবে আর পাশে।”

“বাতাসের মধ্যেই জড়িয়ে থেকো মিশিয়ে নেব প্রশ্বাসে,
আমি ভাবতে চাই তুমি চুপিসারে আছো আমারই পাশে।”

“বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাছের পাতা নড়ে
সারাদিন তোমার কথা শুধু মনে পড়ে।”


সুন্দর সুন্দর কিছু প্রেমের কবিতা (Premer Kobita)


“তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালোবাসার
শিউলি, বকুল ফুল…”

“ভালোবাসা সপ্ন নীল​
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের
মত পবিত্র!!
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।”

“তুমি যদি না বোঝ
বুঝবে আমায় কে।
তুমি যদি পর ভাবাে
আপন ভাববে কে।
তুমি যদি কষ্ট দাও
সুখ দিবে কে।
তুমি যদি ভুলে যাও
মনে রাখবে কে …!”

“SMS হয়ে থাকবাে আমি
তােমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবাে আমি
মিষ্টি মধুর সুরে,
কখনাে ভেবােনা আমি
তােমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি
তােমার নয়ন জুড়ে।”

“মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে…
ভালোবাসি বলতে চাই!
নৈঃশব্দের কোলাহলে..
শব্দ নিয়ে খেলতে চাই!”


Premer Kobita


“নীল আকাশে তারার মেলা।
মধ্য রাতে চাঁদের খেলা।
স্নিগ্ধ সকাল শিশির ভেজা।
শুধু দেখো,
আমার প্রেমে কত মজা!!”

“ভালোবাসা হল এমন একটি জিনিস,
যা মনের বিশ্বাসের উপর নির্ভর,
কারন বিশ্বাস থেকে তৈরী হয় ভালোবাসা,
যদি সেই বিশ্বাস একবার ভেঙ্গে যায়,
তাহলে সেই ভালোবাসা পরিণত হয় কষ্টে।”

“তোমার ভালোবাসা মন
খোঁজে সারাক্ষণ,
মনের আশা পূরণ করতে
তোমায় প্রয়োজন,
শূন্য মনে লুকিয়ে আছে
অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম
তোমার ভালোবাসা।”

“তুমি আমার অবুঝ পাখি ভালোবাসার জান.!
তোমায় ছাড়া কেমনে বাঁচে আমার এই প্রান!
সত্যি তোমায় ভালবাসি ওগো আমার জান!
তোমার জন্য দিয়ে দিবো আমার এই অবুঝ প্রান!”

“ভুলিনিত আমি তোমার মুখের হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।
আসো আবার পাশে,
হাতটা ধরে চলো আবার সেই নদী তীরে।”

“বারবার ভালোবাসি এটাই আমি চাই,
তুমি ছাড়া এ জগতে আপন আর কেহ নাই,
ভালবাসি, ভালবাসি শুধু তোমায়,
পর করোনা কোনদিন তুমি আমায়।”

“ভালােবাসি ভালােবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালােবাসা,
কজন দিতে পারে৷”

“সূখের জন্য স্বপ্ন,
দুখের জন্য হাঁসি,
দিনের জন্য আলো,
চাঁদের জন্য নিশি,
মনের জন্য আশা,
তোমার জন্য রহিল
আমার অন্তরের ভালোবাসা।”

“হারিয়ে যাবো যেদিন আমি পড়বে আমায় মনে,
এক ফোটা জল আসতে দিও না তোমার চোখের কোনে,
সেদিন যতই ডাকবে আমায়, দেবোনা আমি সাড়া!
হয়ে যাবে সেদিন আমি নীল আকাশের তাঁরা !”

“হৃদয় কেটে বানিয়েছি
ছোট্টো একটি খাম,
সে খামেরী ভেতরে লিখেছি
তোমার নাম,
সে খামটি কিনে নিও
ভালোবাসার দামে,
কোনদিনও ছিড়ে ফেলনা
নিরব অভিমানে!!”

“ফুল লাল, পাতা সবুজ, মন কেন এতো অবুজ
কথা কম কাজ বেশি, মন চায় তোমার কাছে আসি,
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি.!”

“একটু দূরে সরলেই তুমি
মেজাজটা যায় চড়ে,
ইচ্ছে করে এই পৃথিবী
ভষ্ম করি পুড়ে।
আমার কাছে তুচ্ছ সবই
কেবল তুমি ছাড়া,
তোমার জন্য প্রধানমন্ত্রীকেও
করতে পারি তাড়া।”

“চোখে আছে কাজল, কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।”

“প্রখর রোদে ঘামছি আমি
ভাবছি এ যে বৃষ্টি,
মন্দের মাঝেও ভালো থাকি
পেলে তোমার দৃষ্টি।
তোমায় ছাড়া শূন্য ভূবন
মহাকাশের মতো,
নেই পাশেও তবু তোমায়
ভাবছি অবিরত।”

“এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে..
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!”

“মনেতে আকাশ হয়ে
রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি
তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে
শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে
দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি
শুধু-ই তোমাকে।”

“তুমি আমার আশার আলো,
তোমায় ভেবে দিনটা কাটে ভালো,
চোখ বুঝলে তোমায় দেখি,
চোখ খুললেই আলো,
তোমার ওই চোখের কাজল
লাগে আমার ভালো,
চোখের ওই পলক তোমার
নিশী রাতের আলো ,
ভোরের ফোটা গোলাপ তুমি,
পাপড়ি তোমার ঠোঁট।”

“অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়,
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয়,
মাঝে মাঝে স্বরন করলে, সম্পর্কটা মিষ্টি হয়।”


ছোট প্রেমের কবিতা (Premer Kobita) ও ভালোবাসার ছন্দ


“লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দেবো দেখা…
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ…
কষ্ট যখন মন আকাশে,
তাঁরা হয়ে জ্বলবো পাশে..!!”

“যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে,
তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে।
কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই,
যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই.!”

“খুঁজিনি কারো মন,
তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালবাসি বলে।”

চোখে আমার ঝর্না বহে, মনে দুখেঃর গান
তোক যদি না পাই আমি, দিব আমার প্রান।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত,
কেমন করে তোকে ছাড়া থাকি দিন রাত।”

“সারাক্ষন ভাল থেকো,
ভালোবাসা মনে রেখো।
দিনের বেলা হাঁসি মুখে,
রাতের বেলা অনেক সুখে।
নানা রঙের স্বপ্ন দেখো,
স্বপ্নের মাঝে আমায় রেখো।”

“আকাশের মেঘ তুমি শ্রাবনের বৃষ্টি
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি
শরতের ফুল তুমি, হৃদয়ের হাসি
মন চায় তোমাকে আরও অনেক ভালোবাসি।”

“একটা আকাশ হেরে গেলো,
হারিয়ে তার মন..
অন্য আকাশ হটাৎ হল
চাঁদের প্রিয়জন..
তবুও তার ভালোবাসা
চাঁদের ভালো চায়,
নতুন আকাশ চাঁদকে
যেন সুখের ছোঁয়া দেয়..!!”

“তোমার চোখের মরনফাঁদে,
যেই দিয়েছি ডুব…
আর পারিনি উঠতে আমি,
তলিয়ে গেছি খুব….”

“চোখে আছে কাজল
কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
মুখে মিষ্টি হাঁসি,
এমন একটা মেয়েকে
সত্যি আমি ভালোবাসি।”

“সবার থেকে ছােটো শব্দটা হলাে
‘আমি’!
সবার থেকে মিষ্টি শব্দটা হলাে
‘ভালােবাসা’!
এবং আমার প্রিয় বন্ধুদের মধ্যে
যাকে আমি কখনাে ভুলতে
পারবাে না, সেইজন হলে
‘তুমি’।”

“মন যদি আকাশ হত, তুমি হতে চাঁদ।
ভালোবেসে যেতাম শুধু
হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত,
তুমি হতে খুসি।
হৃদয়ের দুয়ার খুলে
বলতাম তোমায় ভালোবাসি।”

“কি বাঁধনে বেঁধেছো তুমি…
প্রেম ,প্রীতি আর আশায়..!
তারার মতো জ্বলছি তাই
মিষ্টি মধুর ভালোবাসায়…”

“স্বপ্ন দিয়ে আঁকব আমি
সুখের আল্পনা।
হৃদয় দিয়ে খুঁজব আমি
মনের ঠিকানা।
ছায়ার মত থাকব আমি
শুধু তারি পাশে।
যে আমাকে নিজের থেকেও
বেশি ভালবাসে।”

“তুমি আমার ভালোবাসা,
আমি তোমার জান।
ভালোবাসার ফুল দিয়ে,
লিখবো তোমার নাম।
তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালোবাসা দিয়া।”


সেরা প্রেমের কবিতা (Premer Kobita) ও ভালোবাসার ছন্দ


“তুমি রাজি থাকলে
প্রেম করবো,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে খুব
কষ্ট পাবো…!!”

“ভালোবাসা মানেই,
এক নতুন স্বপ্ন দেখা।
ভালোবাসা মানেই,
অচেনা তোমাকে চিনতে পারা।
ভালোবাসা মানেই,
আঁধার ছেড়ে আলোতে আসা।
ভালোবাসা মানেই,
এক সুন্দর সকালবেলা।
ভালোবাসা মানেই,
তোমার অপেক্ষায় থাকা।”

“তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেবো আলো,
যদি আমায় ভাবো আপন,
হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা,
তোমার ই আমি, তোমার উপমা।”

আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা পড়ুন (Read Rabindranath Tagore’s poems) –

“দুর নিলিমায় রয়েছি
তোমার পাশে।
খুঁজে দেখো আমায়
পাবে হৃদয়ের কাছে।
শুনাব না কোন গল্প,
গাইব শুধু গান।
যে গানে খুঁজে পাবে
ভালোবাসার টান।”

“ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি,
পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি,
তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন উরাই আকাশ নীলে,
তোমার বিভোরে থাকি আমি বারো মাসি,
ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি।”

“পৃথিবীটা তোমারি থাক,
পারলে একটু নীল দিও।
আকাশটা তোমারি থাক,
পারলে একটু তারা দিও।
মেঘটা তোমারি থাক,
শুধু একটু ভিজতে দিও।
মনটা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও

“এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন।
জানিনা যে এই জীবনে,
কে হবে আপন জন​।
মনের মত চাই তারে,
চাই তার মন,
হবে কি তুমি আমার
কাছের একজন।”

“তোকে কিভাবে বোঝাবো
তোকে ছারা আমি শূন্য।
তোকে ছারা খুব একা একা লাগে
এই মন শুধু তোর কথাই সারাদিন ভাবে।”

“দুটি পাখির দুটি মন,
যদি হয় এক,
দুটি মনের একটি আশা,
লোকে বলে তার নাম ভালোবাসা,
ফুল ফুটে বাগানে,
প্রেম হয় গোপনে,
বাড়ির আসে পাশে প্রেম করলে
সুখ হয় সবার জীবনে।”

“হাতে হাত রেখে আমি দেব তোমায় কথা,
ভালবেসে কোনদিন দেব না গো ব্যথা!
ভালবেসে আমায় তুমি করে নেও আপন,
তোমায় আমি রাখব বুকে করিয়া যতন!
গরমে শীতল পাটি শীতে হব কাঁথা,
রুদ্রে হব ছায়াপথ বৃষ্টিতে হব ছাতা।”


নতুন বছরের সেরা ভালোবাসার ছন্দ


“মন চাই তোমায় ভালোবাসি।
মন চাই তোমার কাছে আসি।
মন চাই তোমার মুখের হাঁসি।
মন চাই শুধু থাকতে তোমার কাছাকাছি!”

“ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষন।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।”

“তোমায় পেয়ে পূর্ণ হলো
এলোমেলো সব কবিতা,
ভাবনারা সব তোমায় নিয়ে
আদরে আছে সেই স্মৃতিটা।”

“শীতের চাদর জড়িয়ে,
কুয়াশার মাঝে দাড়িয়ে।
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি।
শিহরিত হয় মন,
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।”

একটা আঁকাশে অনেক তাঁরা,
একটা জীবনে দূঃখ ভরা, অনেক রকম প্রেমের ভুল
ভুলের জন্য জীবন দিবো, তবুও আমি তোমারই রবো।”

“তোমাকে দেখার পরে এই জানলাম,
যাকে মন দিয়ে চেয়ে ছিল তাকেই পেলাম।
চোঁখে স্বপ্ন ছিল যাকে ঘিরে,
অনেক খোঁজার পর তাকেই পেলাম।”

“আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি,
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি,
শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি,
মন চায় তোমাকে আরো ভালোবাসি।”

“আমি বৃষ্টি হবো
যদি তুমি ভেজো
আমি হারিয়ে যাবো
যদি তুমি খোঁজো
আমি ভালোবাসার
মতো ভালোবাসবো
যদি তুমি ভালোবাসো”

“আমার স্বপ্ন জলধারায় তুমি,
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি
আমার হৃদয় canvus জুড়ে
তুমি আমারি অপূর্ব সৃষ্টি !”

“যেখানে যতন করে রেখেছো এই মন,
সেখানে রেখো আমায় সারাটি জীবন,
তোমাকে ছাড়া যেখানে থাকি,
সারাক্ষন মনে থাকে শুধু ভয়,
তোমারি বুকের মাঝে,
আমার নিরাপধ আশ্রয়।”

“তুমি সাথী হয়ে এলে।
আমি নয়ন ভরে, জীবন ভরে,
রাখবো তোমায় আপন করে।
সুখে দুঃখে দেখবো তোমায়,
প্রেমের প্রদীপ জ্বেলে।”

“যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে কথা হবে,
অনুভবে কথা হবে ভালোবাসার মিলনে,
মেঘের ওই পালকিতে পাখিরা যায় উড়ে উড়ে, বহু দূরে।
আকাশটা থাকে পিছনে, স্বপ্নের নীল ভুবনে।
হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে।”

“কৃষ্ণচূড়া, রাধাচূড়া
আমি অনেক দেখেছি।
সব ভুলেছি যেদিন
তোমার প্রেমে মজেছি।”

“তুই যে আমার বুকের ভিতর
হঠাৎ পাওয়া সুখ,
তোকে হারানোর ভয়ে
নিত্য কাঁপে বুক!!
তুই যে আমার আঁধার রাতে
হাজার তারার মেলা,
তুই যে আমার ভালোবাসার
স্বর্গে যাওয়ার ভেলা…”


সেরা রোমান্টিক প্রেমের কবিতা (Romantic Premer Kobita)


“বাসি ভাতে কাঁচা লঙ্কা,
গরম ভাতে ঘী..
তুমি আমি প্রেম করবো…
পারার লোকের কি?”

“তুমি যদি হও নীলকণ্ঠ পাখি.
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো.
শুনব না কারো মানা।”

“হয়তো ভালবাসতে জানি না আমি,
তোমার মতো করে।
কিন্তু তোমার মনটা রেখেছি,
আমার হৃদয়ে খুব যত্নো করে।
হয়তো তুমি এখনো পুরোপুরি,
বুঝতে পারনি আমাকে।
কিন্তু হাজার কষ্টের মাঝেও,
শুধু ভালবাসি তোমাকে।”

“যত চাই ততই দাও
এ যেন শেষ হবার নয়
এত মধু কোথায় পেলে সুন্দরী
আহা মরি বলনা কি করি।”

“তোমার সঙ্গে কথা হলো
অনেক দিন পরে
কোথায় ছিলে এতদিন
আমায় ভুলে কেমন করে।”

“রূপবতী রূপের রানী রূপেরই বন্যা
তোমাকে কাছে পেয়ে হলাম ধন্য
রাখবো ধরে বুকে করে মন প্রান দিয়ে
যা চাইবে তাই দেবো ভরাবো হিয়ে।”

“আমি তোমার প্রেমে পড়েছি
হয়নি কখনো বলা,
দেবীতূল্য তোমার ঐ রূপে হয়েছি মাতাল
মুক্তি মেলেনি আজো,
আমার যতো প্রেমের কবিতা
লিখেছি তোমায় নিয়ে,
যতো আমার ভালোবাসার গান
তুমি আছো সুর হয়ে।”

“কিছু ইচ্ছা,কিছু আশা,
তোর সাথে ভালোবাসা।
কিছু স্বপ্ন,কিছু গল্প,
এখনো লেখা বাকি অল্প।”

নতুন সেরা প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ | Premer | ছবিঃ সংগৃহীত

“খেয়ে যাও মৌজ করে
ভালোবাসার নেশায়,
দেখাতে নিয়ে যাবে আমায়
কাল তুমি সিনেমায়।”

“ভরা গাঙে ভরা বান
মন করে আনচান
কোথা আছো বন্ধু তুমি
জোয়ার জলে করে স্নান।”

“কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই।”

“হঠাৎ বৃষ্টি নামলে,
জানলায় বাড়িয়ে দিও
তোমার দুটি হাত…
আমি বৃষ্টি হয়ে খুঁজবো,
তোমায় ছোঁয়ার অজুহাত।”

“মনটা যে উরু উরু করে
এ ব্যাথা জানাই তোমাকে
তুমি শুধু ব্যাস্ত দেখাও
কাছে ডাকো না আমাকে।”

“যাবো যাবো করো যদি এলে কেন তবে
এমন যদি করো মনটা কেমনে পাবে
ভাবছো তুমি, আমি বুঝি কিছুই জানিনা
আর যাই করো, কিন্তু করোনা ছলনা।”

“অনুভবে তুমিই থেকো,
হোক গ্রীষ্ম বর্ষা বা শীত,
আমি প্রেম দিয়ে ভুলিয়ে দেবো
তোমার কষ্টের অতীত…”

“টানছো কেন ওড়না ধরে
পড়ে যাবো ধপাস করে
বিয়ের পরে পাবে তুমি
সারাজীবন আপন করে।”

“বেশি কিছু চাই না আমি
অল্প হলেই চলবে!
রোজ সকালে নিয়ম করে,
ভালোবাসি বলবে।”

“মন ছুঁটে যায় মনের টানে,
ভালোবাসা তারই যে মানে,
তুমি এসো না আমার প্রানে,
ভালোবাসি বলবো গানে গানে।”


আধুনিক প্রেমের কবিতা (Premer Kobita) ও ভালোবাসার ছন্দ –


“একটা কথা বলো দেখি তুমি
আমার হাত ধরে
বিয়ের পরে বকবে তো
কেউ যদি তোমার কান ভারী করে।”

“এই শোননা বিয়ের পরে
আমায় তুমি নিয়ে যাবে কোথা
কাছে পিঠে হানিমুনে কোথাও যাবো না
দূরে কোথায় নিয়ে যাবে সেটা ঠিক করোনা।”

“সাথী হারা মন শোনেনা বারণ,
শুধু কাছে চাই তোমাকে।
কে সেই তুমি, তুমিই কি সেই,
যার মন চাই আমাকে।”

“তুমি কাছে থাকলে পরে
মনটা খুশি হয়
কোন জাদুতে করলে তুমি
মন আমার জয়।”

“সোনার ঘড়ি দিয়ে তুমি
মনটা করলে জয়
দাদা যদি জানতে পারে
হচ্ছে তাইতো ভয়।”

“তোমার মুখের হাঁসি টুকু
লাগে আমার ভালো,
তুমি আমার ভালোবাসা,
বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে,
আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন
শূধু মরুভুমি।”

“এই শোনো রাগ করো না
আর করো না খেলা
তোমায় আমি নিয়ে যাবো
দেখবে গাজন মেলা।”

“রাতে শুয়ে দুচোখে ঘুম আসে না
শুধু ভাবি তোমার কথা
কবে আসবে প্রিয় তুমি
হে আমার প্রাণ সখা।”

“মন যে আমার চাইছে তোমায়
এই বাদলভরা ঝোড়ো বাতাসে,
ক্ষণিকের জন্য মেঘ হয়ে
আসো যদি আমার আকাশে।”

“তোমার মুখের মিষ্টি কথা
জুড়ায় আমার মনের ব্যথা
কথা দিলাম বাসবো ভালো
সারাজীবন রাখবো বুকে ধরে।”

“পথে ঘটে কত শত দেখতে পাই মেয়ে
দেখতে সবাই মেয়ের মতোই বটে
তবুও তোমার মতো একজন কেউ নয়
তুমি আমার অপরূপা করলে আমায় জয়।”

“ভালোবাসি, যত টুকু ভালোবাসা যায়।
ভালোবাসি ভিসন ভাবনায়।
ভালোবাসি সয়নে, সপনে,
জাগরনে, জানা, অজানায়।”

“কি পেয়েছি কি দিয়েছি
করো না হিসাব
তুমি আমি দুজনাতে
লিখে যাবো প্রেমেরই কিতাব।”

“তুমি আমার প্রেমের রাজা
আমি তোমার রানী
তোমার হাতেই ভাগ্য আমার
এই কথাটা মানি।”

আরও পড়ুনঃ কাজী নজরুল ইসলাম এর কবিতা পড়ুন (Read the poems of Kazi Nazrul Islam) –

“ফুলের বুকে মধু থাকে,
নদীর বুকে ঢেউ,
তুমি ছাড়া এ জীবনে
নেই যে আর কেউ ।
আকাশের বুকে চাঁদ থাকে,
চাঁদের বুকে আলো,
তুমি ছাড়া কেমন
করে থাকি আমি ভালো।”


রোমাঞ্চকর কিছু ভালোবাসার ছন্দ  ও প্রেমের কবিতা (Premer Kobita)


“এখন থেকেই তোমায় যদি
সারাক্ষণই পেতাম
আশা আমার পূরণ হোত
মনেতে পেতাম উদ্দাম।”

“ভাবি তোমায় সারাক্ষণ,
দিলাম তোমায় আমার মন।
যদি আসো কাছে,
থাকবো তোমার পাশে।
যদি না দাও ব্যাথা,
দিলাম তোমায় কথা।
হারাবো না কোনো দিন,
পাশে থাকবো চিরদিন।”

“এবার তাহলে থাকো তুমি
আমি চলে যাই
কালকে যেন এমনি আবার
নিবিড় করে পাই।”

“সুঠাম দেহে বক্ষ যুগল
ভালো করে চেপে রাখো না
কতো জনায় নজর দেবে
আমি সইতে পারবো না।”

“তুমি আমার ছন্দের প্রেরণা,
তুমিই রাতের ভাবনা!
আসুক শত তুফান ভারী
মূল্যেও হারাবো না!
স্বপ্ন দেখি তোমায় ঘিরে,
রাখবো তোমার মান,
হৃদয়ে থেকো সাত জনম ধরে,
থাকতে আমার প্রান !!”

“রাগ করো না লক্ষি সোনা
শোন আমার কথা
বুঝিনি তুমি আমার কথায়
পাবে ওগো ব্যাথা।”

“আটটার দিকে ভাত রান্না করি,
দশটার দিকে খাই।
তোমার কথা মনে পড়লে,
রাস্তার দিকে যাই।”

“কতো স্বপ্ন দেখি আমি
প্রতি রাতে তোমাকে নিয়ে
লতার মতো জড়িয়ে ধরে
শুয়ে আছো আমাকে নিয়ে।”

“তোমার ভরা যৌবনের মধু
আমাকে দিয়েছো উজাড় করে
আমি তাই করছি পান
আনন্দে উপভোগ করে।”

“নাই বা হলো প্রতিদিন দেখা,
নাই বা হলো প্রতিদিন কথা,
এই মনের মাঝে শুধু তুমি ছিলে,
আছো আর সারাজীবন থাকবে।”

“আমার মন শুধু চায় পেতে
তোমাকে একা একা
সেই তো গেলে চলে আসবো বলে
মনে হয় সব কিছু তুমি গেলে ভুলে।”

“চোখ খুলি বা বন্ধ করি..
তুমি ই ভেসে আসো!
বন্ধু তুমি আমায় কি…
এমনি ভালোবাসো?”

“তোমার পথের পানে চাহি
আমার মন পাখি গান গায়
কবে তুমি আসবে সাথী
ঠিক করে বলোনা আমায়।”

“বলবো না ভালোবাসি,
করবো না জোর..
ইচ্ছে হলে ফিরে আসিস,
জায়গাটা শুধু তোর।”

“এসে গেলো রাসের মেলা
মোরা যাবো দুজনাতে।
একটি কোণে বসবো দুজন
বাদাম নিয়ে হাতে।”

“রেখোনা বেশিদিন আমাকে দূরে
ভ্রমরা ঘুরছে অনেক নেবে যে ধরে
এসোনা আমার ঘরে
আগে এসে নাওগো আপন করে।”

“কেমন করে জানলে তুমি
আমার মনের কথা?
নামলে সন্ধ্যা আসব আবার
তোমার সাথে হেথা।”


নতুন ভালোবাসার ছন্দ ও প্রেমের কবিতা (Premer kobita)


“সারাজীবন সঙ্গে নাও
আপন করে কাছে
জীবন জ্বালা সইতে নারি
আমি যে চাই হতে গো তোমারি।”

আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের ব্যাকুলতা।

“আমার প্রতিটা ছন্দের বাক্য তুমি,
আমার প্রতিটা কবিতার কথা তুমি।
আমার প্রতিটা গানের কলি তুমি,
আমার জীবনের চলার সাথি তুমি।
আমার জীবনের ভালোবাসা তুমি,
আমার হৃদয়ের সব টুকু ভালোবাসার উৎস তুমি।”

“আমি তোমায় ভালোবাসি
বলতে মনে বাধে
যদি আমি কৃষ্ণ হই
তুমি কি হবে রাধে।”

“এই পারে যদিও মোদের,
নাই বা হয় দেখা!
ঐ পারে সঙ্গী হবো,
ভেবো না তুমি একা!
ভালবেসে তোমায় আমি,
জীবন ও দিতে পারি!
তোমায় পেলে সুখের সাথেও
দেবো আমি আড়ি!”


রোমান্টিক প্রেমের কবিতা


“অভিমানে বলছো কথা
জানি আমি সবই জানি
তুমি যে সাথী আমার
হৃদয়ের নয়নমনি।”

“সত্যিকারের ভালোবাসার
আলাদা কোনো দিন হয়না,
প্রতিটা দিনই আমি তোমাকে
নতুন নতুন ভাবে ভালোবাসতে চাই।”

নতুন সেরা প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ | Premer | ছবিঃ সংগৃহীত

“জাপটে রাখো নিজের করে
হাতটা ছাড়া বারণ,
সব অভিমান কাটিয়ে দিতে
ভালোবাসাই কারণ।”

“কতদিন পরে এলে
মধুকর মধুর বনে
মধু আছে রাখা ঠিকই
নেবে মধু সাহস কি আছে।”

“তোমায় পাবার ইচ্ছেগুলো,
দিলো মনে উঁকি।
তোমার জন্য নিতে পারি,
শত শত ঝুঁকি।
তোমায় ঘিরে এখন আমার
অনেক অনেক আবেগ।
তোমায় ভেবে উড়ছে মনের
স্বপ্ন ভেজা মেঘ।”

“হাতের উপর হাত রাখিলে
মনটা খুশি হয়
দেহের পরশ পেলে আবার
বিজলি হেনে যায়।”

“তুমি যদি পাখি হও আমি হবো খর।
দুই জন মিলে এক সাথে থাকবো জীবন ভর।
তুমি যদি চাঁদ হও, আমি হবো তারা।
তোমায় দেখে আমি হবো দিশাহারা।
তুমি যদি বাতাস হও আমি হবো ধুলো,
দুইজন মিলে সব সময় এক সাথে পথ চলবো।”

“মিটে যাবে জ্বালা তোমার
আমি পাশে গেলে
আরো একটু সবুর করো
ঠান্ডা জল দেবো ঢেলে।”


ফুল নিয়ে প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ | Premer Kobita


“ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার
ফুল মানে কোমলতা, সুভাস আছে যার;
ফুলের পানে মোহ জাগে, অন্তরে লিপ্সা
তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা।”

“ফুলের মাঝেই নিদর্শিত ভালোবাসার রূপ
তার মাঝেই আকৃষ্টতা, চতুর্দিক চুপ;
ফুলের অনেক গুনের সাথে উপাচারও আছে
তাইতো তার হয় না তুলনা সকল ভালোর কাছে।”

“বাদলা দিনে কদম এনে চলবো দশকদম
অভিমানে নিজের সাথে পলাশ বনে রোদন,
ডুব সাতারে আনবো তুলে শাপলা শালুক যতো
নাম না জানা পাহাড়ি ফুলে তোমায় দেখার ব্রত।”

“পুষ্পবৃষ্টি দেখতে সবার বড্ড ভালো লাগে
ফুলের পানে দৃষ্টি মেলতেই পূর্নতা যে জাগে,
ফুলের সাথে তুলতে ছবি সবাই বড় ব্যস্ত
সাজটা এদিক ওদিক হলেও সবাই বড় ত্রস্ত।”

“উৎসব মানেই চতুর্দিকে ফুলের ছড়াছড়ি
সৌন্দর্যতে খাদ হবে না ভীষণ কড়াকড়ি,
শোকের দিনেও ফুলের ডালি সাজিয়ে রাখা চাই
ফুল ছাড়া কোথাও যেন যাওয়ার উপায় নাই।”

“কুঞ্জবনে প্রতিক্ষাতে কাটবে যখন প্রহর
মুখের পানে চেয়ে মনের ভাব হবেনা ঠাওর,
পুষ্পসাজে মান ভাঙাবে প্রিয়দর্শিনী
পুষ্পবানের আঘাত এমন করবে বুঝিনি।”

“পুষ্পরথ সাজাবো সখী, হবো তোমার কৃষ্ণ
সপ্তরঙের পদ্ম পানে হৃদয় হবে উষ্ণ,
প্রেমের অঞ্জলি যতো লুটাবো চরনে
পুষ্পবৃষ্টি ঝরাবো দেখো তোমায় বরনে।”

“কাঠগোলাপের সাদার মায়ায় আমরা যাবো ভেসে
স্বপ্নেরা সব উড়াল দেবে নীলকমলের দেশে,
কৃষ্ণচূড়ার থরে থরে সাজাবো স্মৃতির থালি
শেষ বিদায়ে সন্ধ্যাতারায় সাজিও পুষ্প ডালি।”

“ফুলের সজ্জা রমনীদের বড়ই কামনীয়
ফুলের গুনেই তারা বুঝি এমন নমনীয়
তাইতো প্রেমের আবেদনেও ফুলের চল চলে
ফুল যেন বিনা ভাষায় হাজার কথা বলে।”

“পরিস্ফুটন হবে প্রেমের পুষ্পরেণুর মতো
ধীরেধীরে মিলিয়ে যাবে পুষ্পশরের ক্ষত,
পদ্মাবতী রূপে তুমি, আমি হবো কানাই
পদ্মপাতায় পুষ্পরসে প্রনয়কাব্য বানাই।”

“ভ্রমর আসে মধু পানে, সুগন্ধ তার বেশ
হরেক রঙে রঙ্গিন তাকে দেখতে লাগে বেশ;
সৌন্দর্যতার প্রতীক সে তো, যেন তেজস্বী
তার পানে হার মানবে সকল উর্বশী।”

“হিজলফুলের মাদকতাময় তুমি
কাঠগোলাপের স্নিগ্ধতামাখা প্রেমী,
রাতের বেলায় হাস্নাহেনার সুবাস
জুই-বেলির সৌরভমাখা আবাস।”


 আমাদের শেষ কথা 

নতুন সেরা প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

Pabitra

My name is Pabitra Sarkar. I am currently a Content Writer and a Student. I am studying journalism from West Bengal State University. I write articles for many publishers around the world.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago