love shayari bengali, নিশি রাতের প্রেমের কবিতা, প্রেমের কবিতা, love sms, love msg, নিশি রাতের সেরা প্রেমের কবিতা
নিশি রাতের প্রেমের কবিতা ও ভালোবাসার স্ট্যাটাস | love shayari bengali

নিশি রাতের প্রেমের কবিতা পড়তে কার না ভালো লাগে। যে সকল ব্যক্তিরা প্রেমে মত্ত সেইসব ব্যক্তিদের কাছে প্রেমের কবিতা খুবই জনপ্রিয়। তবে কথায় আছে, যে প্রেমে পড়ে, সে তখন কবি হয়ে ওঠে। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন। তাহলে আপনি নিজেই ভালোবাসার একাধিক কবিতা লিখে ফেলতে পারবেন। কিন্তু যার মনে আবেগ নেই, ভালোবাসা নেই সে কখনো ভালোবাসা বা প্রেমের কবিতা লিখতে পারবেনা।

ভালোবাসার মানুষটির প্রতি সবারই একটি দুর্বলতা রয়েছে। তবে এই দুর্বলতা কাঁটিয়ে মনের মানুষটিকে সুন্দর সুন্দর নিশি রাতের প্রেমের কবিতা উপহার দিন। তাতে আপনার প্রিয় মানুষটি খুবই খুশি হবে এবং আপনার প্রতি তার অনুভূতি, স্নেহ, ভালোবাসা বাড়বে। তাহলে আর দেরি কিসের? নিন্মে একগুচ্ছ নিশি রাতের প্রেমের কবিতা রয়েছে তার থেকে পছন্দসই কবিতাটি বেছে নিয়ে আপনার মনের মানুষটিকে উপহার করুন।

নিশি রাতের প্রেমের কবিতা ও ভালোবাসার স্ট্যাটাস

love shayari bengali, নিশি রাতের প্রেমের কবিতা, প্রেমের কবিতা, love sms, love msg, নিশি রাতের সেরা প্রেমের কবিতা
নিশি রাতের প্রেমের কবিতা ও ভালোবাসার স্ট্যাটাস | love shayari bengali

তুমি চাঁদ নও, তবে চাঁদের আলো।
তুমি ফুল নও, তবে ফুলের সৌরভ।
তুমি নদী নও, তবে নদীর ঢেউ।
তুমি অচেনা নও, তুমি আমার চেনা কেউ।

ফুলের চেয়েও মিষ্টি তুমি,
হীরের চেয়ে দামি।
প্রাণের চেয়ে প্রিয় তুমি,
কেমনে ভুলি আমি।

কিছুটা মেঘের মতো ছাড়া যদি নামে
কিছুটা বিষাদ আসে বিকেলের খামে
সকালের মিহি রোদে, রাত হয়ে যায়
জেনে নিও, খুঁজে আর পাবে না আমায়।

love shayari bengali, নিশি রাতের প্রেমের কবিতা, প্রেমের কবিতা, love sms, love msg, নিশি রাতের সেরা প্রেমের কবিতা
নিশি রাতের প্রেমের কবিতা ও ভালোবাসার স্ট্যাটাস | love shayari bengali

আবার যদি বৃষ্টি নামে
আমিই তোমার প্রথম হবো…
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো।

তোমার পথের পানে চাহিয়া
আমার মন পাখি গান গায়,
কবে তুমি আসবে সাথী
ঠিক করে বলোনা আমায়।

ব্যস্ত আমি, ব্যস্ত তুমি
চলছে তবু ভালো থাকার প্রয়াস!
শত ব্যস্ততার মাঝেও চল্‌
কী করছো? একটু জানার অবকাশ!

কিছু ঋণ তোর কাছে রেখে,
বাকি ঋণ হিসেবে চুকাই।
কিছু দিন তোর ছাড়া মেখে,
তোর চোখে নিজেরে লুকাই।

সেখানে তোমর চিহ্ন,
যেখানে পেতেছি বুক।
ছিন্ন পালের নৌকা জেনেছে,
ভেসে যাওয়া যতটুক।
সেখানে তোমার সীমানা,
যেখানে থেমেছি আমি,
তুমি ছাড়া আর সকলে জেনেছে,
তুমি অন্তর্যামী।

love shayari bengali, নিশি রাতের প্রেমের কবিতা, প্রেমের কবিতা, love sms, love msg, নিশি রাতের সেরা প্রেমের কবিতা
নিশি রাতের প্রেমের কবিতা ও ভালোবাসার স্ট্যাটাস | love shayari bengali

তোমার লেখা চিঠিখানি
যখন হাতে পাই।
মনে হয় আমার মতো
সুখি কেউ নাই।

স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা।
হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকবো আমি শুধু তার পাশে
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।

চেনা রাস্তায়, দেখা হয়ে গেলে
হয়ে যাবে কী, খুব অচেনা?
কেনা সস্তায়, ঢাকা সানগ্লাস
চোখে রয়ে যাবে কী, জল অজানা?

আরও পড়ুনঃ বাংলা কষ্টের স্ট্যাটাস

তুমি সেই কবিতা !
যা প্রতিদিন ভাবি, কিন্তু লিখতে পারিনা।।
তুমি সেই ছবি !
যা কল্পনা করি, কিন্তু আঁকতে পারি না ।।
তুমি সেই ভালবাসা!
যা প্রতিদিন চাই, কিন্তু তা কখনোই পাই না ।।

রাজার আছে অনেক ধন,
আমার আছে একটি মন।
পাখির আছে ছোট্ট বাসা,
আমার মনে একটি আশা।
শুধু তোমার ভালোবাসা।।

একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে
আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি।
একটা তোমার মতো মনের জন্য মেয়ে
আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি।


আমাদের শেষ কথা 

প্রেমের কবিতা গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতাগুলি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আপনার যদি কোন মতামত জানানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের contact-us পেজে গিয়ে যোগাযোগ করুন অথবা [email protected] -এ আপনার মতামত লিখে পাঠান।