সরস্বতী পূজার মন্ত্র ও নিয়মাবলী, সরস্বতী পূজার মন্ত্র
সরস্বতী পূজার মন্ত্র ও নিয়মাবলী

সরস্বতী পূজার মন্ত্র ও নিয়মাবলী

সরস্বতী পূজার মন্ত্র ও নিয়মাবলী : হিন্দু ধর্মে সরস্বতী দেবী কে বিদ্যার দেবী বলা হয়। সরস্বতী দেবী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। সরস্বতী দেবীর গায়ের রং শুভ্রা অর্থাৎ সাদা। দেবীর আসন হল শ্বেত পদ্ম। সরস্বতী দেবীর এক হাতে রয়েছে বীণা ও অপর হাতে পুস্তক। তার এক হাতে বীণা থাকার জন্য তাকে বীণাপাণি বলা হয়। সরস্বতী দেবীর পূজা করা হয় মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে।

বাকদেবী, বিরাজ, ব্রাহ্মী, সারদা, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধর, বকেশ্বরী সহ আরও অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী বক্ষের মুখ থেকে সৃষ্টি হয়েছেন। বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী হিসেবে পূজিত হয়ে আসছেন সরস্বতী দেবী। সরস্বতী দেবীর পূজার দিনে অনেক ছোট ছোট শিশুদের হাতে খড়ি দেওয়া হয়।

দেবীর পূজার দিন সকাল সকাল উঠে উপবাস করে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয়। তবে সরস্বতী পূজার এমন কিছু মন্ত্র আছে যা ছাড়া দেবীর বন্দনা সম্পন্ন হয় না। সরস্বতী দেবীর পূজার জন্য বিশেষ মন্ত্রগুলি আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব।

সরস্বতী পূজার জন্য বিদ্যালয়ে ও বাড়িতে পুরোহিত মশাই কে ডাকা হয়। তবে পুরোহিত মশাই দেবীর পূজা শুরু করবার আগ পর্যন্ত দেবীর মুখমণ্ডল ঢাকা থাকে। তবে সরস্বতী পূজার একটি বিশেষ ফুল হলো পলাশ ফুল। দেবীর অঞ্জলীর জন্য পলাশ ফুল একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরস্বতী দেবীর পূজার সময় হাতে ফুল নিয়ে দেবীর সামনে করজোড়ে পুষ্পাঞ্জলী মন্ত্র উচ্চারণ করতে হয়। এই পুষ্পাঞ্জলী মন্ত্র ৩ বার উচ্চারণ করতে হয়। আসুন মন্ত্র গুলো দেখে নেওয়া যাক –

সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ৩ বার উচ্চারণ করার পর সরস্বতী দেবীকে প্রণাম করতে হয়। দেবী কে প্রণাম করবার জন্য প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয়। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক প্রণাম মন্ত্র –

সরস্বতী দেবীর প্রনাম মন্ত্র

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র উচ্চারণ করার পর সরস্বতী দেবীকে তুষ্ঠ রাখার জন্য স্তব মন্ত্র উচ্চারণ করতে হয়। আসুন এক নজরে স্তব মন্ত্র টি দেখে নেওয়া যাক –

সরস্বতী দেবীর স্তব মন্ত্র

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।

more read: নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি, নেতাজির বাণী | Netaji’s Bani in Bengali