মিথ্যে কথা কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ। তিনি হলেন একজন ভারতীয় শক্তিমান বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের উত্তরসূরী ছিলেন শঙ্খ ঘোষ। তিনি রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে প্রসিদ্ধ ছিলেন। শঙ্খ ঘোষ তার কর্মজীবনে শিক্ষকতা করে গিয়েছেন। তার প্রকৃত নাম হল চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ যাদবপুর, জঙ্গিপুর কলেজ, দিল্লি, বঙ্গবাসী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। কবি শঙ্খ ঘোষ ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি মাসে চাঁদপুরে জন্মগ্রহণ করেন যেটি বর্তমান বাংলাদেশের একটি অংশ এবং তিনি ২০২১ সালের ২১ এপ্রিল, কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
– শঙ্খ ঘোষ
লোকে আমায় ভালোই বলে দিব্যি চলনসই
দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই।
ঘাটশিলাতে যাবার পথে ট্রেন-ছুটছে যখন
মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম।
হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে
এক একরকম ভঙ্গি ফোটে এক একরকম নাচে।
“ওমা , দেখো নৃত্যনাট্য” -যেই বলেছি আমি
মা বকে দেয় , “বড্ড তোমার বেড়েছে ফাজলামি।”
চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেসোর
আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর।
ক’দিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কী
ঠিক অবিকল সেইরকমই মূর্তি যেন দেখি ?
ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে
“জানিস ? আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে !”
শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন “শোন ,
এসব কথা আবার যেন না শুনি কখনো।”
বলি না তাই সে সব কথা সামলে থাকি খুব
কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব-
আকাশপারে আবার ও চোখ গিয়েছে আটকে
শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে।
আরও পড়ুনঃ হঠাৎ দেখা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর (hothat dekha kobita)
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…