মাতৃভাষা দিবসের উক্তি, কবিতা ও স্ট্যাটাস – একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আজ আমরা বেশ কিছু উক্তি ও বাণী আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা। বাংলা ভাষায় আমাদের গর্ব। একুশের কথা মনে পড়লেই গায়ের কাটা শিউরে ওঠে। বাংলা ভাষার জন্য কত বাঙালি রক্ত ঝরিয়েছে। এই দিনটি বাঙালির কাছে খুবই জনপ্রিয় একটি দিন। এই দিনটিতে আপনার প্রিয় বন্ধু, বান্ধবী এবং সকল মানুষের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উক্তি, স্ট্যাটাস, বা ছবি পাঠাতে পারেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একাধিক উক্তি ও ছবি নিম্নে দেওয়া হল। আপনার পছন্দসই উক্তি ও ছবি বেছে নিয়ে স্ট্যাটাস দিতে পারেন।
“আজ আমরা বাংলা বলতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, তাই আমরা তাদের ভুলবো না।”
“আমার ভাষার সীমা মানে আমার জগতের সীমাবদ্ধতা”
“এই একুশ আমার ভাইয়ের রক্তে রাঙানো তাই আমি এই ২১ ভুলতে পারিনা!!”
“বাংলা গানে রুক্ষ জমি,চষে গাঁয়ের চাষি।
বাংলা ভাষায় বলতে কথা, ভীষণ ভালোবাসি।।”
“আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা। একুশে ফেব্রুয়ারি স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ীদের !”
“বর্ণ পরিচয় বাংলা ভাষায়, আমার প্রথম হাতে খড়ি। বাংলা আমার মধুর ভাষা, অপরূপ যে মাধুরী।”
“বাংলা আমার প্রাণের ভাষা, বাংলায় বলি কথা। বাংলা ভাষার অমর্যাদায় জাগায় প্রাণে ব্যথা।।”
“ভালবাসি বাংলা, ভালবাসি দেশ। ভাল থেকো তুমি আমি আছি বেশ। ভালবাসি কবিতা, ভালবাসি সুর। কাছে থেকো বন্ধু যেও নাক দূর।”
“বাংলা আমার মায়ের বুলি খোদার প্রিয় দান! সয়েছি যত ব্যাথা ঝড়েছে কত রক্ত? ভাষার মাঝে বেচে থাকুক শহিদ ভাইদের ভালবাসার ওয়াক্ত।”
“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না।”
“বাংলার এই সাহিত্য বাগে হরেক রকম ফুল, রবি-মধু-বঙ্কিম-শরৎ জীবনানন্দ ও নজরুল।”
“ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী-দশা তবে কেন তোর আজি? যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
“ইংলিশ মিডিয়াম স্কুলে পরলেই, ছেলে মানুষ হবে, আর বাংলা মিডিয়ামে পড়লে হবে না। এমন মনে করা অযৌক্তিক। পড়াশোনা করার জন্যে বাড়ির পরিবেশ আর সদিচ্ছাই যথেষ্ঠ।”
“বাংলা আমার মায়ের ভাষা বাংলা ভাষার শান, বাংলা আমার বাহান্ন একাত্তরের ঐ গান। ভাষার জন্য করেছি যুদ্ব দিয়েছি কত প্রান।”
“একটি ভাষা আপনাকে জীবনের জন্য একটি করিডোরে নিয়ে যায়। দুটি ভাষা পথের প্রতিটি দরজা খুলে দেয়।”
“মনে পড়ে ৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।”
“একুশ তুমি এতো শান্ত কেন বাংলাতে এসেছো ভাষার অবতার রূপে। রাঙিয়েছো রাজপথ শহীদের রক্তে। জাগ্রত করেছো অধিকার বাঙ্গালীর। বুলেট আর বারুদের গন্ধে।”
“ইংলিশ না জানাটা অশিক্ষার পরিচয় নয়। বরং বাঙালি হয়েও, বাংলা না বলে, ক্রমাগত ভুল ইংরেজি বলে যাওয়াটা অশিক্ষার পরিচয়।”
“বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে।”
“সমাজের সাথে তাল মিলাতে আমি আমার মাতৃভাষায় কথা বলতে লজ্জা পাইনা, আমি গর্বিত আমি বাংলা ভাষায় কথা বলি।”
“একুশ তুমি এতো শান্ত কেন?
তুমি এলে তো সৃষ্টি হয় শত শত বেদীর।
রাজ পথ মেঠো পথ ভেসে যায় সুরে সুরে।
হাঁসের পুষ্প বন আর শিশু হাঁসে মায়ের কোলে।
আর নির্লিপ্ত তাকিয়ে ঐ সমস্ত রমনী
যাদের পতিতা করেছো তুমি।
পায়নি স্থান যারা সমাজে নিজের ঘরে।”
আমাদের শেষ কথা
মাতৃভাষা ভাষা দিবসের উক্তি, কবিতা ও স্ট্যাটাস গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…