প্রথম প্রেমের কবিতা ও প্রথম দেখার প্রেমের কবিতা | Prothom Premer Kobita
প্রথম প্রেমের কবিতা ও প্রথম দেখার প্রেমের কবিতা – প্রথম প্রেম কোন মানুষই সহজেই ভুলতে পারেন না। এমনকি মানুষের জীবনের প্রথম প্রেম প্রত্যেকটি মানুষের মনে একটি নতুন স্মৃতি তৈরি করে রাখে। যখন কোন মানুষের মনে প্রথম প্রেম আসে, তখন মনের মাঝে একাধিক কবিতা ভাসে। তাই আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথম প্রেমের কবিতা এবং প্রথম দেখার কবিতা। এই কবিতাগুলি পড়লে আপনাদের খুবই ভালো লাগবে। নিম্নে সুন্দর সুন্দর বাছাই করা কয়েকটি প্রথম প্রেমের কবিতা ও প্রথম দেখার প্রেমের কবিতা দেওয়া হয়েছে। তাহলে আর দেরি কিসের এক নজরে দেখে নিন প্রথম প্রেমের কবিতা গুলি –
হয়তো তুমি তখন একুশ কি বাইশ
আমার বয়স তখন ছাব্বিশ।
কলেজ মোরে প্রথম দেখা
দুচোখ ছিল কাজল দিয়ে আঁকা।
তাকিয়ে ছিলে মুচকি হেসে
খুশিতে জোঁয়ারে গিয়েছিলাম ভেসে।
পরনে ছিল নীল চুরিদার
ওড়না খানি ছিল রং বাহার।
কালো কেশে বিনুনি করে ক্লিপ দিয়ে আটা
চরনে ছিল হওয়াই,লাগছিল বেশ সাদামাটা।
পাশ কাটিয়ে চলে গেলে,বললে নাকো কথা
প্রথম দিনের দেখায় পাইনি মনে ব্যাথা।
বোবর মত কলেজ মোরে রোজ দারিয়ে থাকা
দৃষ্টি বিনিময় ছাড়া হত না কোনো কথা।
এক দিন বললে শেষে,রোজ দারিয়ে কেন হেথা
আমার জন্য ভাবনা তোমার সোলোআনাই বৃথা।
মুখের কথা মুখেই গেল রয়ে
কারন বলে আগামি মাসে বিয়ে।
বড় দেরি করে করেছো কিছু বলবে আমায়?
ভালবাসার কথা বলতে এত দেরি কেন হয় ?
নামটি তোমার লিখে নিও খামের উপরে
ভূল কোরোনা আসতে যেন বিয়ের আসরে।
অব্যর্থ অসুখ।
তুমি আমার প্রথম প্রেম,
তুমি আমার শেষ ভালোবাসা।
তুমি আমার অবুঝ মন,
তুমি আমার তৃতীয় আশা।
তুমি আমার নয়নের মনি,
তুমি আমার চোখের জল।
তুমি আমার ঠোঁটের হাসি,
তুমি আমার মনের বল ।
তুমি আমার গানের সুর,
তুমি আমার গানের ব্যথ।
তুমি আমার লেখার কলম,
তুমি আমার কবিতার খাতা।
তুমি আমার শীতের বাতাস,
তুমি আমার দমকা হাওয়া।
তুমি আমার ঝড়-বৃষ্টি,
তুমি আমার শেষ চাওয়া।
প্রথম প্রেমের ডাইরিটা সে তুমি
প্রথম সেই অপেক্ষায় থাকতাম আমি
প্রথম কবিতা লেখার অভ্যেস সে তুমি
প্রথম রাত্রি জাগা গল্প হলে শুধু তুমি
প্রথম কারো হাত ধরে পাড়ি দিতাম মুক্তো পাহাড়
প্রথম চুম্বনে সুখ পেয়েছি তা গালে তোমার।
প্রথম কারো জন্ম তারিখ রেখে দিলাম মনে
প্রথম সে টাকা দিয়ে কেনা ফুল দিলাম তোমার চুলে
প্রথম কানের দুল কিনলাম সে যে তুমি
প্রথম প্রেমের ছোঁয়ায় খুঁজে পেলাম আমি
প্রথম সে এক সাথে পার্কে গেলাম বাসে
প্রথম সেই চোখের জল মুছলাম আঙুল ছুঁয়ে
রাত পেরোলেই তোমার জন্ম দিন প্রথম সে প্রেমিক তুমি
প্রথম ভালোবাসা বড়ই রোমাঞ্চকর ভুলতে চাই না আমি। সে তুমি
প্রথম সেই অপেক্ষায় থাকতাম আমি
প্রথম কবিতা লেখার অভ্যেস সে তুমি
প্রথম রাত্রি জাগা গল্প হলে শুধু তুমি
প্রথম কারো হাত ধরে পাড়ি দিতাম মুক্তো পাহাড়
প্রথম চুম্বনে সুখ পেয়েছি তা গালে তোমার।
প্রথম কারো জন্ম তারিখ রেখে দিলাম মনে
প্রথম সে টাকা দিয়ে কেনা ফুল দিলাম তোমার চুলে
প্রথম কানের দুল কিনলাম সে যে তুমি
প্রথম প্রেমের ছোঁয়ায় খুঁজে পেলাম আমি
প্রথম সে এক সাথে পার্কে গেলাম বাসে
প্রথম সেই চোখের জল মুছলাম আঙুল ছুঁয়ে
রাত পেরোলেই তোমার জন্ম দিন প্রথম সে প্রেমিক তুমি
প্রথম ভালোবাসা বড়ই রোমাঞ্চকর ভুলতে চাই না আমি।
আমাদের শেষ কথা
কবিতাগুলি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।কবিতাগুলি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিন। আপনার কোন মতামত আমাদের জানানোর থাকলে contact-us পেজে গিয়ে তা আমাদেরকে জানাতে পারেন।
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…