জীবনী

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এর জীবনী | Rishi Sunak Biography in Bengali

 ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এর জীবনী | Rishi Sunak Biography in Bengali

 ঋষি সুনক এর জীবনী (Rishi Sunak Biography): ঋষি সুনক হলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে গোটা বিশ্ব জুড়ে তার নাম চর্চিত। কারণ তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত হয়ে ব্রিটেনের মাটিতে ইতিহাস গড়ে, বরিস জনসনের পরবর্তী প্রধান মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০ বছর ধরে ভারত শাসন করেছিল ব্রিটিশরা। ভারত স্বাধীনতার ঠিক ৭৫ তম বর্ষে ব্রিটেনের প্রধানমন্ত্রী চেয়ারে বসলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে সামিল হয়েছিলেন ঋষি সুনক। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়েও তিনি লিজ ট্রাসের কাছে পরাজিত হয়েছিলেন। তখন কেউ স্বপ্নেও ভাবেননি, যে ঋষি সুনক ফিরে আসতে পারেন।

মাত্র কয়েক দিনের মধ্যেই পুরো চিত্রটা বদলে গেল। ৪৫ দিনের রাজ্যপাট গুটিয়ে নিতে বাধ্য হন লিজ ট্রাস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক। বরিস জনসন ব্রিটিশের প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনক। এই প্রথম ব্রিটেনের মাটিতে ইতিহাস গড়লো এক ভারতীয়।

বর্তমান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের নাম আমরা জানলেও তার জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাই আজ আমরা আপনাদের সামনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের জীবনী তুলে ধরেছি। আসুন এক নজরে দেখে নিন ঋষি সুনকের জীবনী।

ঋষি সুনক এর জীবনী | Rishi Sunak Biography

নাম ঋষি সুনক ( Rishi Sunak )
জন্ম ১২ মে ১৯৮০
জন্মস্থান সাউদাম্পটন , হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
পিতা যশবীর সুনক
মাতা উষা সুনক
ভাই বোন ভাই সঞ্জয় সুনক এবং বোন রাখি সুনক
স্ত্রী অক্ষতা মূর্তি
সন্তান ২ কন্যা সন্তান
বয়স ৪২ ( ২০২২ সাল অনুযায়ী )
শিক্ষাগত যোগ্যতা লিংকন কলেজ, অক্সফোর্ড (বিএ), স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (এমবিএ)
পেশা রাজনীতিবিদ, ব্যবসায়ী
পার্টি কনজারভেটিভ পার্টি
ধর্ম হিন্দু
জাতীয়তা ব্রিটিশ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ ২৫ অক্টোবর ২০২২

ঋষি সুনকের জন্ম ও পরিবার

ঋষি সুনক ১২ মে ১৯৮০ খ্রিস্টাব্দে সাউদাম্পটন, হ্যাম্পশায়ার, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ঋষি সুনকের পিতার নাম যশবীর সুনক এবং মাতা উষা সুনক। তার পিতা-মাতার তিন সন্তানের মধ্যে ঋষি ছিলেন সর্বজ্যেষ্ঠ। ঋষি সুনকের ভাই সঞ্জয় সুনক এবং বোন রাখি সুনক।

পিতা যশবীর সুনক কেনিয়ায় জন্মগ্রহণ করেন এবং মাতা ঊষা সুনক তাঙ্গানিকায় জন্মগ্রহণ করেন। ঋষি সুনকের পূর্বপুরুষ অর্থাৎ দাদা-দাদীরা ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৬০-র দশকে তাদের সন্তানদের সাথে পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্য চলে যান। তার পিতা যশবীর পেশায় ছিলেন একজন সাধারন অনুশীলনকারী এবং মাতা ঊষা ছিলেন একজন ফার্মাসিস্ট, তিনি স্থানীয় একটি ফার্মেসি চালাতেন।

ভাই সঞ্জয় সুনক হলেন একজন সাইকোলজিস্ট এবং বোন রাখি সুনক ফরেন অ্যাফেয়ার্স, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে মানবিক, শান্তি বিনির্মাণ, জাতিসংঘের তহবিল ও কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঋষি সুনকের শিক্ষাগত যোগ্যতা

ব্রিটেনের স্ট্রউড স্কুল ও উইনচেস্টার কলেজ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন ঋষি সুনক। এরপর ঋষি বাবু অক্সফোর্ডের লিঙ্কন কলেজে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি (পিপিই) নিয়ে পড়াশোনা করেন এবং ২০০১ সালে প্রথম স্নাতক (BA) ডিগ্রী অর্জন করেন। এরপর ২০০৬ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তিনি ফুলব্রাইট স্কলার ছিলেন।

ঋষি সুনকের  বিবাহ ও আত্মীয়-স্বজন

ঋষি সুনক ২০০৯ সালে অক্ষতা মূর্তিকে বিবাহ করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) কোর্স চলাকালীন তার পত্নী অক্ষতা মূর্তির সঙ্গে সাক্ষাৎ হয় ঋষি বাবুর। তারপর তারা ২০০৯ সালের আগস্ট মাসে বেঙ্গালুরুতে বিবাহ সম্পন্ন করেন। ঋষি ও অক্ষতা মূর্তির দুটি কন্যা সন্তান রয়েছে।

এন আর নারায়ণ মূর্তি হলেন ঋষি বাবুর শ্বশুর মশাই। এন আর নারায়ণ মূর্তির সম্পূর্ণ নাম হল নাগাভার রামরাও নারায়ণ মূর্তি, তিনি একজন ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী। সুধা মূর্তি হলেন ঋষি বাবুর শাশুড়ি মা। সুধা মুর্তি হলেন একজন ভারতীয় প্রকৌশল শিক্ষক এবং কন্নড় ও ইংরেজিতে ভারতীয় বিখ্যাত লেখক।

ঋষি সুনকের ব্যবসায়িক জীবন

২০০১ সালে বিনিয়োগ ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্‌সের বিশ্লেষক হিসাবে কাজ করেছিলেন ঋষি সুনক। এরপর তিনি ২০০৪ সালে হেজ ফান্ড ম্যানেজমেন্ট ফার্ম দ্য চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজমেন্টের জন্য কাজ করেছিলেন। পরবর্তীতে তিনি ২০০৬ সালে ওই কোম্পানির অংশীদার হয়েছিলেন।

২০০৯ সালে তিনি তার চাকরি ছেড়ে চলে যান এবং ২০১০ সালে প্রাক্তন সহকর্মীদের সাথে যোগদান দিয়ে ৭০০ মিলিয়ন ডলার সহ Theleme Partners নামে একটি বিনিয়োগ অংশীদারি প্রতিষ্ঠান শুরু করেন। এরপর ২০১৩ সালে ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী এন আর নারায়ণ মূর্তি অর্থাৎ ঋষি সুনক -এর শ্বশুরের দাঁড়া বিনিয়োগ সংস্থা “ক্যাটামারান ভেঞ্চারস ইউকে লিমিটেড” -এ পরিচালক হিসেবে নিযুক্ত হন ঋষি ও তার স্ত্রী।

২০১৫ সালের ৩০ শে অক্টোবর শশুরের বিনিয়োগ করা সংস্থা থেকে পদত্যাগ করেন ঋষি বাবু কিন্তু এখনো পর্যন্ত ওই সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ঋষি পত্নী।

ঋষি সুনক এর রাজনৈতিক জীবন

২০১৪ সালে রাজনীতিতে পা রাখেন ঋষি এবং ওই বছর রিচমন্ড থেকে কনজ়ারভেটিভ পার্টির হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে তিনি প্রথম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে, ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এমপি (Member of Parliament) হিসেবে কাজ করেন।

এরপর ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ঋষি সুনক -কে ট্রেজারির প্রধান সচিব হিসেবে নিয়োগ করেন ২০১৭ সালে। ২০১৯ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করে দ্বিতীয়বার তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার কাজ মানুষের মনে খুব প্রভাব ফেলেছিল। এরপর তিনি ২০২০ সালে ব্রিটেনের অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। (২০১৯ সাল থেকে গোটা বিশ্ব কোরোনা মহামারীতে জর্জরিত) কোরোনা মহামারীর মধ্য দিয়েও ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনক তার দায়িত্বভার খুব ভালোভাবে পালন করেছিলেন।

যার কারণে তিনি একজন ব্রিটিশ রাজনীতিবিদ হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এরপর ২০২২ সালের ৬ই সেপ্টেম্বর ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর দৌড়ে সামিল হন ঋষি সুনক। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে তিনি লিজ ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন। সেই পরাজয়ের কয়েক মাসের ( ৪৫ দিন) মধ্যেই জয়ের মুকুট উঠল সুনকের মাথায়। ২০২২ সালের ২৫ শে অক্টোবর ব্রিটিশ প্রথা অনুযায়ী ঋষি সুনক কে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।

ঋষি সুনক এর নেট ওয়ার্থ | Rishi Sunak Net Worth

ব্রিটেনের সবচেয়ে বড় ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন হলেন ঋষি সুনক। তার আয়ের সিংহভাগ আয় ব্যবসা ও মন্ত্রী পদ থেকে আসে। ২০০৯ সালে ভারতীয় বিলিয়নিয়ার ব্যবসায়ী এন আর নারায়ণ মূর্তির কন্যার সাথে বিবাহের পর ঋষি বাবুর ব্যবসার ব্যাপক উন্নতি ঘটেছে। বর্তমানে ঋষি ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩০ মিলিয়ন পাউন্ড।


FAQ

ঋষি সুনক কে ?

ঋষি সুনাক হলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঋষি সুনক কবে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করেন ?

২৫ অক্টোবর ২০২২

ঋষি সুনক এর স্ত্রীর নাম কি ?

ঋষি সুনক এর স্ত্রীর নাম অক্ষতা মূর্তি।

ঋষি সুনক কবে জন্মগ্রহণ করেন ?

ঋষি সুনক 12 মে 1980 খ্রিস্টাব্দে সাউদাম্পটন , হ্যাম্পশায়ার, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।

Pabitra

My name is Pabitra Sarkar. I am currently a Content Writer and a Student. I am studying journalism from West Bengal State University. I write articles for many publishers around the world.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago