তীব্র প্রেমের কবিতা ও ছন্দ,love poem, premer kobita, প্রেমের কবিতা, নতুন প্রেমের কবিতা
তীব্র প্রেমের কবিতা ও ছন্দ । romantic poems

তীব্র প্রেমের কবিতা – আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বেশ কয়েকটি সুন্দর সুন্দর তীব্র প্রেমের কবিতা (romantic poems)। প্রতিটি মানুষের জীবনে রয়েছে একটি প্রিয় মানুষ। সেই প্রিয় মানুষটিকে নিজের মনের কথা সরাসরি বলতে না পারলে এই প্রেমের কবিতা বা ছন্দ গুলি দিয়ে আপনার মনের কথা তাকে জানাতে পারেন। এই কবিতা গুলি পড়লে আপনার জন্য একটি অন্যরকম ভাবনা বা অনুভুতি তৈরি হবে প্রিয় মানুষটির মনে। তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি পছন্দসই তীব্র প্রেমের কবিতাটি বেছে নিয়ে আপনার মনের মানুষকে পাঠিয়ে দিন।

তীব্র প্রেমের কবিতা ও ছন্দ

তীব্র প্রেমের কবিতা ও ছন্দ,love poem, premer kobita, প্রেমের কবিতা, নতুন প্রেমের কবিতা
তীব্র প্রেমের কবিতা ও ছন্দ । romantic poems

“পৃথিবীটা তোমারি থাক,
পারলে নীল্ রং দিও,
আকাশটা তোমারি থাক,
পারলে কিছু তারা দিও,
মেঘ টাও তোমারি থাক,
পারলে একটু ভিজতে দিও,
হৃদয়টা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও।”

“শুনছো মেয়ে?
এই যে ধূসর মেঘের খামে, বর্ষা নামে
জমছে কত ফুলের রেণু চুলের ভাঁজে।
দখিন হাওয়া হঠাৎ এসে, আঁচল ভাসায় সুবাস মেখে
জলের কণা আলতো করে গাল ছুঁয়ে যায়।
ছুতে পারো, তুমিও খানিক?”

“তোমার একটা নাম থাকুক আমার দেয়া
মেঘের মেয়ে, নদী কিংবা জলজ খোয়।
আমার দেয়া একখানা নাম তোমার থাকুক
না হয় আমি হারিয়ে গেলেও
একলা একা সন্ধ্যা তারা
সেই নামেই তোমায় ডাকুক।”

আরও পড়ুনঃ বাংলা কষ্টের স্ট্যাটাস

“তোমার জন্য কাপছে কেন মন
কাঁদছে কেন শূণ্য চোখের কোণ?
তোমার জন্য বুকের গহিন জুড়ে
আমার সময় নিঃশব্দ, নির্জন।”

“ফুলের মতন মিষ্টি তুমি,
মিষ্টি তোমার মন।
ভালোবেসে করো তুমি আমায়
তোমার আপনজন।
মন থাকলে বুঝে নিও
আমার মনের ভাষা,
কার জন্যে বুকের মাঝে
জাগে অনেক খানি আশা।”

তীব্র প্রেমের কবিতা ও ছন্দ,love poem, premer kobita, প্রেমের কবিতা, নতুন প্রেমের কবিতা
তীব্র প্রেমের কবিতা ও ছন্দ । romantic poems

“কোথাও যায়নি জানি, এখানেই আছি
যেখানে ভালোবাসা এত কাছাকাছি।
যেখানে ফিসফিস মায়া কতকথা
যেখানেই তুমিময়, কী ভীষণ আকুলতা!”


তীব্র প্রেমের কবিতা


“তোমার চোখ চেয়েছি বলে,
এমন ডুবল আমার চোখ।
অমন অথৈ জ্বলে রোজ,
আমার ডুব সাঁতারটা হোক।
শোনো কাজল চোখের মেয়ে,
আমি তোমার হব ঠিক,
তুমি ভীষণ অকূল পাথার,
আমি একরোখা নাবিক।
শোনো, জ্বল ছল ছল কাজল চোখের কন্যা সর্বনাশী,
আমি তোমায় ভালোবাসি।”

তীব্র প্রেমের কবিতা ও ছন্দ,love poem, premer kobita, প্রেমের কবিতা, নতুন প্রেমের কবিতা
তীব্র প্রেমের কবিতা ও ছন্দ । romantic poems

“প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না।
যা হয় তা হল ভালো লাগা। আর সেই
ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসা।”

“ভালবাসা মানে আবেগ
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি।
ভালোবাসা মানে শুধু তোর
কল্পনাতে ডুবে থাকা,
ভালোবাসা মানে তোর মধ্যে
নিজের ছায়া দেখা।”

“মন খোঁজে সারাক্ষণ মনের মত মন
মনের আশা পূরণ করতে তোমায়
প্রয়োজন। শূন্য মনে লুকিয়ে আছে
অনেক গুলো আশা।তার মধ্যে অন্যতম
তোমার ভালবাসা।”

“আমি হাসতে ভালোবাসি
কাঁদতে নয়,
আমি আনন্দ দিতে ভালবাসি
কষ্ট দিতে নয়,
আমি তোমার মনকে ভালবাসি
তোমার রূপকে নয়
আমি সবকিছু ভুলে যেতে পারি..
কিন্তু তোমাকে নয়।”


 আমাদের শেষ কথা 

প্রেমের কবিতা গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতাগুলি আপনার ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আপনার কোন মতামত আমাদেরকে জানাতে চাইলে contact-us পেজে গিয়ে জানাতে পারেন অথবা [email protected] এ ইমেইল -এ পাঠাতে পারেন।