Love SMS

Sad Status Bangla | বাংলা কষ্টের স্ট্যাটাস

বাংলা কষ্টের স্ট্যাটাস | Sad Status Bangla

আজ আমরা আপনাদের সামনে কিছু মন খারাপের উক্তি বা কষ্টের স্ট্যাটাস (sad status bangla) নিয়ে এলাম। প্রত্যেকটি মানুষ এর জীবনে সুখ দুঃখ থাকবেই, তা না হলে মানুষের জীবন অসম্পূর্ণ।  মানুষের জীবনে এমন কোন ব্যক্তি বা আপনজন আঘাত করেন এবং তিনি যে পরিমান দুঃখ পান তা নিজের মুখে প্রকাশ করতে পারেন না। সেই কারণেই মনের মধ্যেই রয়ে যায় তার কষ্ট। যেহেতু মনের দুঃখ কষ্ট কারো সাথে শেয়ার করলে মনে শান্তি পাওয়া যায়। সেই কারণেই কষ্টের স্ট্যাটাস গুলির মাধ্যমে আপনার দুঃখ কষ্ট শেয়ার করুন। নিম্নে একাধিক বাংলা কষ্টের স্ট্যাটাস এর তালিকা দেওয়া হল –

Sad Status Bangla | বাংলা কষ্টের স্ট্যাটাস

Sad Status Bangla – বাংলা কষ্টের স্ট্যাটাস


“ভালোবাসার কারণে মানুষ মিলিত হয়,
এগুলি হলো শুকনো গোলাপ, যা কেবল বইগুলিতে পাওয়া যায়।”

“আমার জীবন নিখুঁত নয় কিন্তু
আমার যা কিছু আছে তার জন্য আমি কৃতজ্ঞ।”

“চলেই যদি যাবে,
তো এসেছিলে কেন?
ভুলেই যদি যাবে,
তো জান বলে ডেকে
ছিলে কেন?”

“খারাপ সঙ্গের চেয়ে
একাকীত্ব ভালো।”

“যখন ব্যথা সীমা ছাড়িয়ে যায়,
তখন তা নিরবতায় রূপ নেয়।”

“অভিজ্ঞতা শুধু একটা জিনিস শিখিয়েছে,
নতুন ব্যথা হচ্ছে পুরনো ব্যথার ওষুধ।”

“বন্ধুত্ব কখনো নকল হয় না
নকল তো সেই মানুষটা হয়
যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না!”

“সন্দেহ করা ভুল ছিল কিন্তু
সন্দেহ সঠিক ছিল।”

“চোখ কখনও কখনও শব্দের চেয়ে
ভাল কথা বলে।”

“অবহেলা বোঝার জন্য
ভাষার প্রয়োজন হয়না
ব্যবহারই যথেষ্ট।”

“আমি তোমার কাছে আমার জীবনের জন্য
আলো চেয়েছিলাম,
তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো।”

“পৃথিবীতে সবকিছু বুঝতে
সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা
মুহূর্তই যথেষ্ট!”

“কখনও কোনও ব্যক্তি
ভেঙে যায় না বা ভেঙে পরে না,
সে কেবল হারে, কখনও ভাগ্য দ্বারা এবং
কখনও কখনও প্রিয়জনদের দ্বারা।”

“যদি কষ্টগুলো বিক্রি করা যেত,
তাহলে পৃথিবীর সব চাইতে
ধনী ব্যক্তি হতাম আমি।”

“সন্দেহ করা ভুল ছিল কিন্তু
সন্দেহ সঠিক ছিল।”

“জীবনের সবচেয়ে খারাপ জিনিস হল আমরা যাকে ভালবাসি তাকে হারানো নয়,
বরং কাউকে খুব বেশি ভালোবাসতে গিয়ে নিজেকে হারানো।”

“কখনও অন্যের অনুভূতি নিয়েখেলো না,
কারণ তুমি গেমটি জিততে পারবে,
কিন্তু ঝুঁকি হল যে
তুমি সেই ব্যক্তিকে আজীবনের মতো হারাবে।”

“তুমি ভাবছ আমি বদলে গেছি।
সত্যি বোলতে
তুমি আমাকে সত্যিকারের চিনতে পারোনি।”

“বৃষ্টি ভেজা আমার আকাশ,
মনটা তাই উদাস উদাস,
মেঘের সাথে মিষ্টি কথন,
দুই নয়নে অঝর শ্রাবন,
আমি আছি যেমন তেমন,
বল তুমি আছ কেমন..?”

“সুখী সবুজ বনের ছোট্ট পাখি,
অবুঝ তার মন,
কেউ জানেনা জগৎ জুড়ে
কে তার আপনজন।
আপন মনে ঘুরে বেড়ায়
নীল আকাশের বুকে।
তাইতো নিজে দুখী হয়েও,
সুখী সবার চোখে…”

“প্রেম হলো সরল অংকের মত।
সরল অংকে যেমন যোগ
বিয়োগ গুন ভাগ ও
বন্দনী থাকে।
তেমনি প্রেমেও হাসি-ট্টাটা,
মান-অভিমান বিরহ-বিচ্ছেদ,
অনাবিল সুখ
আর না পাওয়ার সিমাহীন
বেদনা থাকে।”

“ভুল করে হলেও যাকে
একবার ভালোবেসে ফেলা হ​য়,
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না।”

“মন আজ কাঁদছে
অঝর নয়নে,
খুব আপন যে আমার
সে আছে দূরে..!!
তবুও মনের ব্যাথা
বলিনি তারে,
যদি কষ্ট পেয়ে তার চোখে
অশ্রু ঝরে আমি যে
খুব ভালোবাসি তারে।”

“তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস।”

“পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা
সবার নেই।”

“স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে!”

“কখনো যদি দেখা হয়ে যায়
দুজনের পথ চলার পথে,
সে দিন ও দেখবে তুমি,
আমি আছি বসে তোমারি
পথ চেয়ে…”

“এক বিন্দু জল যদি
চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু
তোমার কথা বলে,
মনের কথা বুঝোনা তুমি
মুখে বলি তাই,
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই!!”

“তুমি পাশে নেই তবুও
তোমায় অনুভব করি।
তুমি আমার হবে না জানি,
তবুও তোমার পথ
চেয়ে আছি।
স্বপ্ন সত্যি হবে না জানি
তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি।
কারণ আমি যে তোমায়
ভীষণ ভালবাসি।”

“তোমার সুখের জন্য যদি
তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে
যেতে রাজি..
ভুলতে হয়তো কোনদিন
ও পারবো না..
তবে ভুলে থাকার অভিনয়
করতে পারবো..!!”


বাংলা কষ্টের স্ট্যাটাস | sad bangla status


“যাদের রাগ বেশি,
তারা রাগের মাথায় অনেক
কিছু বলে দেয়…
কিন্তু রাগ কমে গেলে তারাই
আবার সবচেয়ে বেশি কষ্ট পায়!”

“কার হার্টে কার বিট চলে।
কার আবেগে কে গলে।
কার চোখে কে অশ্রু ফেলে!!”

“আজকে তুমি রাগ করছো,
দুঃখ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে।”

“তুমি এমন এক মিথ্যে
স্বপ্নের সাগর,
যে সাগরে প্রতিরাতে
ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি।”

“চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা। “

“তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান ট্রফি ছিলে,
কিন্তু আমি তোমার সেরা খেলা ছিলাম।”

“কিভাবে একা থাকতে হয়,
কিছু মানুষ
আমাদের জীবনে আসে এটা শেখানোর জন্য।”

“ক্ষত সেরে গেছে,
দাগ রয়ে গেছে,
হৃদয় ভেঙ্গে গেছে,
আকাঙ্খা বাকি আছে।”

“এখন যদি তুমি চলে যাচ্ছ,তবে যাও কিন্তু
পিছনে ফিরে তাকাবে না,
কারণ মৃত্যুদণ্ড লেখার পরে জর্জ ও কলমটি ভেঙে ফেলে।”

“কাউকে এতটা অবহেলা করো না যে,
সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়।”

নিজের অতীত না হওয়া পর্যন্ত, কারো কষ্ট বোঝা যায় না।”

” বাধ্যবাধকতা ছিল,
আমিও আমার সুখ ছেড়ে দিয়েছিলাম
“তাকে খুশি দেখতে।”

“জীবনে প্রেমের চারা রোপণের আগে পরীক্ষা করুন
বন্ধুরা প্রতিটি মাটির প্রকৃতির প্রতি অনুগত নয়।”

“রাত নতুন, স্মৃতি পুরনো!”

“গোলাপকে ছিড়তে গেলে
কাঁটা লাগে হাতে।
মনের মানুষকে ভুলতে চাইলে
ব্যথা লাগে বুকে।
তাই শত কষ্টের মাঝে মনে
রাখতে চাই তোমাকে।”

” লােকে ঠিকই বলে
পৃথিবীতে কেউ কারাের নয়
কিছুটা মায়া বাকিটা অভিনয়৷”

“মানুষের হৃদয়ে অনেক ভিড় হয়েছে,
সে কারণেই আজকাল আমরা একা থাকি।”

“জীবনের কিছু সুন্দর মুহূর্ত শুধু চলে যায়,
স্মৃতি রয়ে যায় এবং মানুষ আলাদা হয়ে যায়।”

“দুঃখের স্ট্যাটাস
তার স্বপ্ন দেখার অভ্যাস ছিল,
আমি বুনছিলাম,
তার মিথ্যা বলার অভ্যাস ছিল,
আমি শুনছিলাম।”

“কোনো সম্পর্কই অসম্পূর্ণ নয়,
শুধু তা পূরণ করার আকাঙ্ক্ষা উভয় পক্ষেরই হওয়া উচিত।”

“ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না..
চলে তো গেলে তুমি
দিয়ে মোরে যাতনা।”

“ভালোবাসা মানে কাউকে
জয় করা নয়
বরং নিজেই কারো জন্য
হেরে যাওয়া।”

“কামনা করি আমার জীবন বই পেন্সিলে লেখা হোক।
কারণ কিছু পৃষ্ঠা আছে যা আমি মুছে ফেলতে চাই।”

“তুমি আমি কেন দূরে দূরে?
খুজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়
কাটে শুধু বেদনায়।”

“যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।”

“চোখের কোনে জমে
আছে একটু খানি পানি,
মুছে দিতে আসবেনা কেউ
এ-কথাও জানি…
অনেক আপন ছিলে তুমি
হঠাৎ হলে পর,
আমার খবর নাইবা নিলে,
তোমার কি খবর?”

“অপেক্ষা টা সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে.!”

“একদম নিখুঁত মানুষ
খুঁজতে যেও না,
বিধাতা মানুষের ভিতর
কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে,
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনো
মানুষই পাবে না..!!”

“বুঝতে পারছিনা ঠকায় কে
মানুষ না ভাগ্য?”


sad bangla status


“সুখি হতে চাও?
খুব সহজ
স্বার্থপর হয়ে যাও,
অনেক সুখে থাকবে..!!”

“জীবন এক বিরক্তিকর অধ্যায়।
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছো ভেবে
পাতা উল্টাই।”

“কলিজায় জায়গা দেওয়া
মানুষগুলোই একসময়
কলিজায় আঘাত করে চলে যায়।
এটাই বুঝি বাস্তবতা।”

“খারাপ সম্পর্ক,
ভালো মানুষকে বদলে দেয়।”

“ভুল করে ভালবেসে ফেলা যায়
তবে ভুল করে কখনো
ভুলে যাওয়া যায় না।”

“গুরুত্ব বেশি দিলে
একসময় নিজেকেই
গুরুত্বহীন হয়ে যেতে হয়!”

“দুঃখের এই নয় যে তোমার সাথে আমার আর দেখা হবে না,
কষ্ট এটা যে আমি তোমাকে ভুলতে পারব না।”

“ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু কিছু সম্পর্ক
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়।”

“অশ্রু,সত্য ভালোবাসার শেষ উপহার।”

“সম্পর্কগুলো কাচের মতো।
কখনও কখনও তাদের অকলে রাখার থেকে,
ভাঙা ছেড়ে দেওয়া ভাল।”

“তুমি সেই হৃদয় ভেঙে দিয়েছো
যেখানে তোমার নাম ছিল।”

“খুব বেশি বিশ্বাস কখনও কখনও
সবথেকে বেশি ব্যথার কারণ হয়ে ওঠে।”

“এমন কাউকে ভালােবেসাে না।
যার কাছে প্রয়ােজন ছাড়া,
তােমার আর কোনাে মূল্য নেই!
তাকেই ভালােবাসাে যে
প্রয়ােজনে অপ্রয়ােজনে তােমার
প্রয়ােজন অনুভব করবে!”

“যে রাগ অভিমান বুঝে না…
সে ভালােবাসাও বুঝে না”

“যখন নিজের অজান্তে কাউকে
কষ্ট দিয়ে ফেলি,
তখন নিজেকে বড়ো
অপরাধী মনে হয়!
আর কেউ যখন আমাকে
কষ্ট দেয়,
তখন মনে হয়,
এটাই আমার পাওনা ছিল!”

“যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?”

“অতিরিক্ত কোন কিছুই
ভালাে না।
‘অতি’
শব্দটাই খারাপ!”

“ম্যাচুরিটি
বয়সের সাথে আসেনা,
আসে জীবনের কঠিন
বাস্তব অভিজ্ঞতা থেকে।”

“আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।”

“কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”

“মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে !”

“মধ্যবিত্ত পরিবারের সন্তান
গুলাের পকেট ভরা টাকা নাই থাকুক…
বুক ভরা স্বপ্ন থাকে।”

“জল ছুঁয়ে যায়,
চোখে বারবার,
তুমি না ফিরলে
আমি হবো কার?”

“পৃথিবীতে কিছু
কিছু মানুষ এমন থাকে
যারা তাদের কান্নার ভাগ
একমাত্র বৃষ্টি ছাড়া
অন্য কাউকে দিতে পারেনা।”

“তার স্বপ্ন দেখার অভ্যাস ছিল,
আমি বুনছিলাম,
তার মিথ্যা বলার অভ্যাস ছিল,
আমি শুনছিলাম।”

“চুপ থাকা আমার শক্তি, দুর্বলতা নয়,
এটা আমার একা থাকার ইচ্ছা, বাধ্যবাধকতা নয়।”

“এজন্যই মানুষ আমাকে দুর্বল মনে করে,
কারো হৃদয় ভাঙার ক্ষমতা আমার নেই।”

“আমি এটা বুঝতে পারছি না যে,
আমি তার জন্য সাধারণ হয়ে গেছি
না, কেউ বিশেষ হয়ে উঠেছি!”

“আমি দুঃ-খিত কিন্তু তোমার উপর রাগ করিনি,
আমি তোমার হৃদয়ে আছি কিন্তু তোমার সাথে নেই
সবকিছু আমার কাছে আসে কিন্তু তোমার মতো বিশেষ কেউ নেই।”

“কষ্ট তো তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”

আরও পড়ুনঃ নতুন সেরা প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ | Premer Kobita


sad bangla status | বাংলা কষ্টের স্ট্যাটাস


“শৈশবে আমরা যা পছন্দ করি
তা না পেতে উচ্চস্বরে কাঁদি,
আর বড়ো হয়ে আমরা যা পছন্দ করি,
তা ভুলে যাওয়ার জন্য চুপচাপ কাঁদি।”

” ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।”

“সবচেয়ে ছোট বিশ্বাস সবচেয়ে
বড় বিশ্বাসকে ভেঙে দিতে পারে।”

“প্রেমে ক্ষতি/বিচ্ছেদ হবে কিনা সন্দেহ ছিল,
কিন্তু সব কিছুই যে আমাদের হবে তা জানা ছিল না।”

“সম্পর্ক এখন আর শুধু হৃদয়ের বিষয় নয়,
প্রয়োজনের বিষয়!”

“যদি এমন কেউ হতো, যে জড়িয়ে ধরে বলবে,
তোমার কষ্ট আমাকেও কষ্ট দেয়।”

“আমি সেই পাখিকেও মুক্ত করে দিয়েছি,
যে আমাদের হৃদয়ের বন্দিদশায় বেঁচে থাকাটাকে মূল্যহীন মনে করেছিল।”

” মনে ছিলো কতো সপ্ন,
ছিলো কতো আসা..
সব কিছুই মিথ্যে ছিলো
তোমার ভালোবাসা।”

“আপনি যতই চেষ্টা করুন না কেন,
কিছু মানুষ কখনো বদলায় না”

“কাছাকাছি এসে সবাই চলে যায়,
এক রেখে সবাই চলে যায়
এই হৃদয়ের যন্ত্রণা দেখে
যারা মলম লাগায় কেবল তারাই ক্ষত দেয়।”

“এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে,
কিন্তু মাঝে মাঝে আমার সত্যিই একজনের প্রয়োজন হয়।”

“আমার জীবন নিখুঁত নয় কিন্তু
আমার যা কিছু আছে তার জন্য আমি কৃতজ্ঞ।”

“ভালবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো।”

“যে একসময় বলতো আমি ভয় পাচ্ছি যে, আমি তোমাকে হারিয়ে ফেলব,
এখন আমি তাকে মুখোমুখি হয়ে, নীরবে পাশ কাটাতে দেখেছি।”

“যার রাগ বেশি
সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে
জানে তার ভালোবাসার
গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা
বেশি তার কষ্টও অনেক বেশি।”

“হয়তাে ভুল করে তােকে
চেয়ে ছিলাম।
আমি জানতাম না।
তুই অনেকটা দামি।”

“চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !”

“কোনাে বিষয়ে আঘাত পেলে
এখন আর কষ্ট পাই না।
কারণ কষ্ট পাওয়াটা এখন
আমার অভ্যাস হয়ে গেছে!”

“কেউ ভুলে যায় না!
প্রয়ােজন শেষ…
তাই আর যােগাযােগ রাখে না!”

“ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।”

“মাঝে মাঝে সম্পর্ক এমন
হয়ে যায়,
যাতে দূরে গেলেও কষ্ট হয়।
আর পাশে থাকলেও কষ্ট হয়।”

“সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।”

“জীবনের সেরা শিক্ষাটা
পাওয়ার জন্য,
কারাে না কারাে কাছে একবার
ঠকে যাওয়াটা খুব দরকার।”

“যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”

“প্রেম,
শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে।”


 আমাদের শেষ কথা 

Sad Status Bangla | বাংলা কষ্টের স্ট্যাটাস সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।

Pabitra

My name is Pabitra Sarkar. I am currently a Content Writer and a Student. I am studying journalism from West Bengal State University. I write articles for many publishers around the world.

Recent Posts

জনপ্রিয় কবি মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী সমূহ

মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…

1 year ago

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম | Lord Jagadbandhu 108 Name

প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…

2 years ago

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা | Happy Holi Wishes

হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…

2 years ago

মার্ক টোয়েনের উক্তি ও বাণী সমূহ | Mark Twain Quotes in Bengali

মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…

2 years ago

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী সমূহ | Kazi Nazrul Islam Quotes

কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…

2 years ago

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ | Socrates Quotes in Bengali

সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ -  সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…

2 years ago