স্বামী বিবেকানন্দের বাণী (swami vivekananda quotes in bengali) – মানুষের জীবনে বেঁচে থাকার শক্তি যোগায়। মানুষের চলার পথে একাধিক বাধা সামনে এসে দাঁড়ায়, যার ফলে দিশেহারা বোধ করেন অনেকেই। সেইসব মানুষদের মতিভ্রম কাটিয়ে সামনে এগিয়ে চলার জন্য একাধিক অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক এছাড়াও নানান উক্তি দিয়ে গিয়েছেন স্বামী বিবেকানন্দ।
স্বামী বিবেকানন্দ ছিলেন একজন দার্শনিক, সন্ন্যাসী, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। রামকৃষ্ণ পরমহংস ছিলেন তাঁর আধ্যাত্মিকতার গুরু। স্বামী বিবেকানন্দের শৈশবকালের নাম নরেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ ই জানুয়ারি উত্তর কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। শ্রী শ্রী রামকৃষ্ণদেব “স্বামী বিবেকানন্দ” নামটি দিয়েছিলেন তার। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দের মৃত্যু হয় ১৯০২ খ্রিস্টাব্দের ৪ ঠা জুলাই হাওড়া জেলার বেলুড়মঠে। তিনি মাত্র ৩৯ বছর বয়সেই প্রাণ হারান। স্বামী বিবেকানন্দের জীবনে যে মহান বাণী ও উক্তি গুলি দিয়ে গিয়েছেন সে গুলি আজ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। স্বামীজীর মহান বাণী (swami vivekananda quotes in bengali) গুলি নিম্নে দেওয়া হল –
“জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”
“নিজের উপর বিশ্বাস না এলে…
ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।”
“শুধু বড়ো লোক হয়ো না…
বড় মানুষ হও।”
“মানুষের সেবাই হলো ভগবানের সেবা”
“প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম”
“সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে,
কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।”
“ইচ্ছাশক্তিই জগৎ কে পরিচালিত করে থাকে।”
“সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে,
তারপরেও সব কিছু সত্যই থাকে”
“ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি … অনেক বেশি শক্তিমান।”
“প্রবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা কোরো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম।”
“যেই রকম আপনি ভাববেন ঠিক সেইরকমই আপনি হয়ে যাবেন।
যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন
তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন
আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন,
তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন”
“যে রকম বীজ আমরা বুনি, সে রকমই ফসল আমরা পাই।
আমরাই আমাদের ভাগ্য তৈরী করি,
তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই,
কাউকে প্রশংসা করারও কিছু নেই।”
“আমাদের জাতের কোনো ভরসা নেয়, কোনো একটা স্বাধীন চিন্তা – কাহারও মাথায় আসে না , সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি।”
swami vivekananda bani in bengali –
“কাপুরুষরাই পাপ কাজ করে,
মিথ্যা কথা বলে।
বীর কখনও পাপ করে না।
হে বীর হৃদয় যুবকবৃন্দ –
এগিয়ে যাও।
লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে,
তাদের উদ্ধার করো।
মৃত্যু না হওয়া পর্যন্ত –
এটাই আমাদের মূলমন্ত্র।”
“সেবা করো তাৎপরতার সাথে। দান করো নির্লিপ্ত ভাবে। ভালোবাসো নিঃস্বার্থভাবে। ব্যয় করো বিবেচনার সাথে। তর্ক করো যুক্তির সাথে। কথা বলো সংক্ষেপে।”
“ভগবান যদিও সর্বত্র আছে বটে,
কিন্তু তাঁকে আমরা জানতে পারি কেবল মানবচরিত্রের মধ্য দিয়ে।”
“যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করবো,
আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে
এবং ভগবান সেখানে বাস করবেন”
“মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয়
আপনার মনের ভীতর অবস্থিত”
“আমি বিশ্বাস করি যে, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।”
“যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে
দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন”
“ধর্ম এমন একটি ভাব,
যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে।”
“এক দিনে বা এক বছরে সফলতার আশা কোরো না।
সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।”
“বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে
আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি”
“যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়,
সে কখনই স্বাধীনতা পাইবার যোগ্য নহে।
দাসেরা শক্তি চায় ,
অপরকে দাস বানিয়ে রাখার জন্য।”
“অপরের দোষত্রুটি দেখিয়া বেড়ান তো আমাদের কাজ নয়।
উহাতে কোন উপকার হয় না।
এমন কি, ঐগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি।
সৎ চিন্তা করাই আমাদের উচিত।
দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই।
সৎ হওয়াই আমাদের কর্তব্য।”
“তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাব,
তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন,
নিজেকে যখন জীব বলিয়া ভাব,
তখন তুমি সেই শাশ্বত মহান্ জাতির একটি কণিকামাত্র,
আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাব,
তখন তুমিই সব কিছু।”
স্বামীজীর বাণী | swami vivekananda bani –
“ওঠো, জাগাে এবং লক্ষ্যে না পোঁছানাে পর্যন্ত থেমাে না।”
“ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে?
ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য তাঁহাকে দর্শন কর,
তাঁহাকে সম্ভোগ কর,
ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করিতে পারি না,
কারণ ঈশ্বর পূর্ণস্বরূপ।”
“প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো।
গান কর। দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ কর।”
“সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও,
তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।”
“সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা,
নিজের প্রতি বিশ্বাস করুন”
“জগতে যদি কিছু পাপ থাকে, তবে দুর্বলতায় সেই পাপ।
সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো…
দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ।”
“শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু, বিস্তারই জীবন,
সংকোচনই মৃত্যু, প্রেমই জীবন, ঘৃণাই মৃত্যু”
“উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো,
এবং হালকা হও, কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়।”
“মনে করিও না, তোমরা দরিদ্র।
অর্থই বল নহে…
সাধুতাই-পবিত্রতাই বল।
আপনাতে বিশ্বাস রাখো।
প্রবল বিশ্বাসই বড় কাজের জনক।”
“কারও জন্য অপেক্ষা করাে না,
যা তুমি করতে পারাে
তা দিয়েই শুরু করাে।”
swami vivekananda bani in bengali –
“এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে।”
“একটি লক্ষ্য গ্রহন কর এবং সেই লক্ষ্যের উপর
নিজের ধ্যান-জ্ঞান চিন্তা ধারাকে উৎসর্গ কর।”
“আমরা যেন প্রদীপ-স্বরূপ, আর ঐ প্রদীপের জ্বালাটাকেই আমরা ‘জীবন’ বলি।
যখনই অম্লজান ফুরিয়ে যাবে, তখনই আলোটাও নিবে যাবে।
আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি।
জীবনটা কতকগুলি জিনিষের মিশ্রণে উৎপন্ন,
সুতরাং জীবন অবশ্যই তার উপাদান-কারণগুলিতে লীন হবে।”
“যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি।”
“মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়।”
“সমাজ অপরাধীদের কারণে খারাপ হয়না
বরং ভালো মানুষদের নীরবতার কারণে হয়”
“জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র,
জগত এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থ শূন্য।”
“নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব
জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না।
এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই।”
“মস্তিস্ককে উচ্চ মানের চিন্তা-ভাবনা দিয়ে পূর্ণ করো, দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে।”
“যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে,
আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”
“শক্তি ও সাহসিকতাই ধর্ম।
দুর্বলতা ও কাপুরুষতাই পাপ।
অপরকে ভালোবাসাই ধর্ম,
অপরকে ঘৃণা করাই পাপ।”
“যারা তোমাকে সাহায্য করেছে, তাদের কখনও ভুলে যেও না।
যারা তোমাকে ভালোবাসে, তাদের কখনও ঘৃণা কোরো না।
যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না।”
“যা পারো নিজে করে যাও, কারও ওপর আশা বা ভরসা কোনোটাই কোরো না।”
“কোন জীবনই ব্যর্থ হইবে না,
জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই।
শতবার মানুষ নিজেকে আঘাত করিবে,
সহস্রবার হোঁচট খাইবে,
কিন্তু পরিণামে অনুভব করিবে,
সে ঈশ্বর।”
“শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ।”
আরও পড়ুনঃ প্রেমের কবিতা
“আমাদের প্রথম কর্তব্য হল নিজেকে ঘৃণা না করা।
উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর,
তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক।
যাহার নিজের উপর বিশ্বাস নাই,
তাহার কখনই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না।”
“দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন।
আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন,
দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে”
“যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই,
সে আসলে মরতে বসেছে।
যত দিন বেঁচে আছো শিখতে থাকো।”
swami vivekananda bani in bengali –
“অন্য কারোর জন্য অপেক্ষা করো না,
তুমি যা করতে পারো সেটা করো
কিন্তু অন্যের উপর আশা করো না”
“শেখার জন্য এটাই হল প্রথম শিক্ষা…
দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না,
বাইরের কাউকে দোষ দেবে না,
কিন্তু উঠে দাড়াও নিজেকে দোষ দাও,
তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হল সঠিক পন্থা।”
“অনুতাপ কর না,
পূর্বে যে-সব কাজ করেছ,
সে-সব নিয়ে মাথা ঘামিও না,
এমন কি যে-সব ভাল কাজ করেছ,
তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও।”
“প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে
সেটাকে আপন করে নেওয়া উচিত
এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয়,
তা প্রত্যাখ্যান করা উচিত”
“যখন আমাদের মধ্যে অহংকার থাকে না,
তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি,
অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি।”
“যে-সব ব্যাক্তি নিজের সুখ-চিন্তায়
একরকম উদাসীন তাঁরাই জগতে
সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন।”
“সৌভাগ্য” প্রতিটি ব্যাক্তির সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করে
কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা হয়।”
“যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি
সাফল্য তার কাছেই এসে ধরা দেয়।
কারণ যে নদী যত গভীর হয়
তার বয়ে যাওয়ার শব্দ তত কম!”
“জগৎ সংসার কি ভাবছে, সে দিকে
তােমার চিন্তা করার কিছুই নেই
দুনিয়াকে ভাবতে দাও কিন্তু
তুমি তােমার কার্যে অবিচল থাকো।”
“ভাগ্য বলে কিছু নেই, – যা আছে
তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের
চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে।”
“যা পারো নিজে করে যাও,
কারও ওপর আশা বা ভরসা কোনোটাই কোরো না।”
“কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় নি।”
“সকল কাজ কর, কিন্তু অনাসক্ত হয়ে কর,
কাজের জন্যই কাজ কর, কখনও নিজের জন্য কর না।”
স্বামী বিবেকানন্দের বাণী | swami vivekananda quotes in bengali –
“নিজেদের বিপদ থেকে টেনে তোলো!
তোমার উদ্ধার-সাধন তোমাকেই করতে হবে।
ভীত হয়ো না।
বারবার বিফল হয়েছো বলো নিরাশ হয়ো না।
কাল সীমাহীন, অগ্রসর হতে থাকো,
বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো,
আলোক আসবেই।”
“সময় বেশি লাগলেও ধৈর্য্য সহকারে কাজ করাে, সাফল্য তুমি পাবেই।”
“সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে।”
“মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে।
যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে,
সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়।”
“কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া
আবশ্যক ততটা মনোযোগ দেওয়া উচিত।”
“জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম – মুক্তির এই চারটি পথ।
প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথ অনুসরণ করে চলে।
তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব দেয়া উচিত।”
“চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না।”
“কাজ করো নির্ভীকভাবে। এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে।“
“একটি সময়ে একটিই কাজ কোরো এবং সেটা করার
সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও।”
“পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও…
অসীম শক্তি, অসীম উদ্দম, অসীম সাহস এবং অসীম ধৈর্য…
এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে।”
“কখনও বড় পরিকল্পনার হিসাব করবেন না,
ধীরে ধীরে আগে শুরু করুন,
আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন”
“যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়,
কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না।”
“আবেগের পথে না চলে বিবেকের
পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা
সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর
শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক।”
“তুমি যদি সঠিক হও তাহলে তা
প্রমান করার চেষ্টা করো না।
চুপচাপ অপেক্ষা করো সময়
সবকিছুর জবাব দিয়ে যাবে।”
“যদি সত্যিই মন থেকে কিছু করতে
চাও তাহলে পথ পাবে আর যদি না
চাও তাহলে অজুহাত পাবে।”
“নিজের জীবনে ঝুঁকি নিন,
যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন
আর যদি হারেন তাহলে আপনি অন্যদের
সঠিক পথ দেখাতে পারবেন”
“যদি কোনদিন আপনার চলার পথে
কোনো সমস্যা না আসে,
তাহলে আপনি নিশ্চিত হতে পারেন
যে আপনি ভুল পথে হাটছেন।”
“মনের শক্তি সূর্যের কিরণের মত ,
যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।”
“ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ”
“যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে,
আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”
“সেবা করো তাৎপরতার সাথে।
দান করো নির্লিপ্ত ভাবে।
ভালোবাসো নিঃস্বার্থভাবে।
ব্যয় করো বিবেচনার সাথে।
তর্ক করো যুক্তির সাথে।
কথা বলো সংক্ষেপে।”
“ভগবান তাকেই সাহায্য করে যে
নিজেকে নিজে সাহায্য করে।”
“ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য…
এই তিনটিই হলো বন্ধনের ত্রিমূর্তি”
“মনের শক্তি সূর্যের কিরণের মত,
যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।”
আরও পড়ুনঃ বাচ্চা শিশুদের আধুনিক নামের তালিকা –
“যেই রকম নিজেকে ভাববে ঠিক
সেইরকমই হয়ে যাবে, যদি তুমি নিজেকে
দুর্বল হিসাবে বিবেচনা করাে তাহলে তুমি
দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে
শক্তিশালী মনে করাে
তাহলে শক্তিশালী হয়ে উঠবে”
“সমস্ত শক্তিই তােমার ভেতরে বিরাজমান, নিজেকে কখনােই দুর্বল ভেবাে না।
ওঠো নিজেকে জাগিয়ে তােলাে, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তােলাে৷
তারপর দেখ জগৎ একদিন, তােমার হাতের মুঠো।”
“সে ভীরু, কাপুরুষ যে সবসময় ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেয়,
যে বলে এটা ভাগ্যের পরিহাস। সেই বলশালী,শক্তিশালী বীর, সেই
বলে আমি আমার ভাগ্য নিজেই তৈরি করে নেব।”
“খারাপ চিন্তা ও খারাপ কর্ম তোমায়
পতনের দিকে নিয়ে যাবে। অপরদিকে
তোমার ভালো চিন্তা ও ভালো কর্ম
দেবদূতের মতো তোমায় অনন্তকাল রক্ষা করবে।”
“যদি সেরা হতে চাও তাহলে
তোমার ভিতরের অহংকারকে
টেনে বের করে ফেলো…
এবং স্বয়ং হালকা হও কারন
তারাই শ্রেষ্ঠ হয় যারা নিরহংকারী হয়।”
“জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না”
“যে মানুষ বলে – তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে। যত দিন বেঁচে আছো – শিখতে থাকো।”
স্বামী বিবেকানন্দের বাণী | swami vivekananda bani in bengali –
“উপরে উঠতে হলে সবার আগে নিজেকে হাল্কা কর
নিজের মধ্যের সব অহঙ্কারকে টেনে বের করে দাও”
“যে ক্ষমতাশালী হওয়ার সাথে সাথে চিন্তাবিদ হয়।
যে গতানুগতিকতা থেকে সকলকে মুক্ত করে
নতুন দিশা দেখায়, সেই একমাত্র যুবক।”
“উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও।
যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও।
আর এটা সবসময় মাথায় রেখো,
তুমিই তোমার নিয়তির স্রষ্টা।
তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন,
সবটা তোমার মধ্যেই রয়েছে।
সুতরাং নিজের ভবিষ্যত্ নিজেই তৈরি করে নাও।”
“ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা।
সৎ হওয়া আর সৎ কর্ম করা – এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম।”
“মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয়
ভাবতে বলা, তার দুর্বলতার প্রতীকার নয়।
তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই
প্রতিকারের উপায় ৷ তার মধ্যে যে শক্তি আগে
থেকেই বর্তমান তার বিষয় স্মরণ করিয়ে দাও।”
“তুমি যা চিন্তা করবে তা-ই হয়ে
যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো,
তবে দুর্বল হবে। তেজস্বী ভাবলে তেজস্বী হবে।”
“একাকীত্ব তোমায় যা শেখাবে পৃথিবী কোন
ভালো বই তোমায় তা শেখাতে পারবে না।”
“মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়,
যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে,
আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে।”
স্বামীজীর অনুপ্রেরণামূলক উক্তি | swami vivekananda bani in bengali –
“মস্তিস্ককে উচ্চ মানের চিন্তা-ভাবনা দিয়ে পূর্ণ করো,
দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো,
এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে।”
“সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন,
এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল।
দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন”
“কখনো না বোলোনা, কখনো বোলোনা আমি করতে পারবোনা।
তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে,
তুমি সব কিছুই করতে পারো।”
“সফলতা এবং ব্যর্থতা দুটিই আমাদের
জীবনের অংশ কিন্তু কেউই চিরস্থায়ী নয়।”
“আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে
রয়েছে তাই সর্বদা জীবনে ভালাে চিন্তা করা দরকার। “
“পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা কর তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম।”
“একদিনে বা একবছরে সফলতার আশা
করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখাে।”
“যে সমস্ত জ্ঞান তােমায় শক্তিশালী
মজবুত করে তাকে গ্রহণ করাে এবং
যে বিচার ও জ্ঞান তােমায় দুর্বল করে
দেয় তাকে দূর করা দরকার।”
“কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন
থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়।”
“ভারতের জননীই আদর্শ নারী। মাতৃভাবই আদর্শ ও শেষ কথা।”
“একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভাল উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান”
“ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত, সীতা তার আদর্শ।”
“মেয়েদের উন্নতি করতে পারো? তবে আশা আছে। নইলে পশু জন্ম ঘুচবে না।”
“এ দেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে।”
“আমরা স্ত্রীলোককে নিচ, অধম, মহা হেয়, অপবিত্র বলি। তার ফল – আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র।”
“একথা সত্য যে, এমন সব স্ত্রী লোক আছেন, যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে – কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার এমন স্ত্রী লোকও আছে, যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়।”
“গোলামীর উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনও ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না।”
“আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি প্রবিত্র।”
“নারীদের পাশ্চত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে, তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা।”
swami vivekananda quotes in bengali –
“সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক।”
“বাবা, সতী সতী বলে ঢের চেঁচিয়েছ, বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা পূড়িয়েছ। একটু ক্ষান্ত হও দেখি, এখন জনাকতক ‘সতা’ হও দেখি – আমি বুঝি।”
“পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে, কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে।”
“জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়।”
“জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়।”
“পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে।”
স্বামী বিবেকানন্দের বাণী মানুষের জীবন বদলে দিতে পারে। বদলে দিতে পারে মানুষের মন। জীবনে বেঁচে থেকে লড়াই করার অনুপ্রেরণা যোগায় স্বামীজীর বাণী। আশা করছি স্বামীজীর অনুপ্রেরণামূলক উক্তি এবং শিক্ষামূলক উক্তি ছাড়াও নারী সম্পর্কে, ধর্ম সম্পর্কে, কর্ম সম্পর্কে যে উক্তিগুলো দিয়েছেন তা আপনাদের ভালো লাগবে।
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…