valentine’s day poem: ১৪ ই ফেব্রুয়ারি, এই দিনটিতে ভালোবাসার মানুষটিকে শ্রদ্ধা জানাতে ভ্যালেন্টাইন ডে (valentine’s day) বা ভালবাসা দিবস উদযাপন করা হয়। এই দিনটিতে প্রিয় মানুষটিকে নিজের মনের কথা জানাতে অনেকেই ভালোবাসা দিবসের কবিতা (valentine’s day poem) বা ভ্যালেন্টাইন ডে এসএমএস (valentine’s day sms) প্রিয় মানুষটিকে দিয়ে থাকেন। তবে আপনিও আর দেরি না করে আপনার প্রিয় মানুষটিকে ভালোবাসা দিবসের কবিতা, (valentine’s day poem) ভালোবাসার কবিতা বা ভ্যালেন্টাইন ডে এসএমএস দিয়ে আপনার মনের কথা জানিয়ে দিন। নিচে ভালোবাসা দিবসের কবিতা ও ভ্যালেন্টাইন ডে এসএমএস গুলি দেওয়া হল –
“আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো,
আমি অশ্রু হব যদি তুমি কাঁদো,
আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ ।
আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ।”
“প্রেম সর্বজনীন,
এটি বিশ্বকে ঘিরে রেখেছে।
তুমি যেখানেই থাকুন না কেন,
ভালবাসার একটি নিজস্ব ভাষা আছে।”
“প্রেম আমাদের জীবনে প্রবেশ করে
আমাদের জন্মের মুহুর্তটি।
দোলনা থেকে কবর পর্যন্ত,
সবার মাঝে ভালবাসা আছে।”
“ভালোবাসা জ্বলছে মোমবাতির মতো
যে কখনও কখনও মিটমিট করে কিন্তু কখনও মারা যায় না।
প্রেম অদৃশ্য হতে পারে,
যদিও এটি তোমার চোখের সামনে ঠিক আছে।”
“ভালবাসা সর্বশক্তিমান,
এবং এখনও এটি খুব ছোট।
ভালবাসা ঈশ্বরের একটি উপহার
আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়া।”
“তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ,
পলক চোখের যাক থেমে,
দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার,
উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।”
“মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকিতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য।”
“চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়
মন যে আমার সব সময় তোমার কথা কয়
মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ?
মন বলে এখন তোমার লেখা পড়ছে যে।”
“প্রেম বর্ণনা করা যায় না।
এর কোন আকার নেই, এর কোনও রূপ নেই।
ভালবাসা কোনও বিষয় নয়।
প্রেমের সাথে সঙ্গতি হয় না।”
“ভালোবাসা মানে তুমি কতবার
তোমাকে ভালোবাসি বলতে পারো তা নয়
ভালোবাসা হলো তুমি কতবার
তোমাকি ভালোবাসি কথাটি প্রমান করতে পারো সেটা”
“কোন এক তীর হারা নদীর ধারে
চাঁদ-তারা বসে জুটিয়ে প্রেম করে।
তা দেখে রাত হিংসা করে
অন্ধকার লুকিয়ে রেখে আলোয় দেয় ভরে।
সে আলোয় চাঁদ-তারা কে হারিয়ে ফেলে।
তখন চাঁদ তারা কে খুঁজতে শুরু করে।”
“এদিকে নদীর এক কোণে বসে তারা কাঁদিয়া কাঁদিয়া মরে।
কেনো হঠাৎ তুমি এলে ?
কেনো নয় তবে পুরোটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ।”
“তুমি সেই কবিতা !
যা প্রতিদিন ভাবি লেখতে পারিনা ।
তুমি সেই ছবি ! যা কল্পনা করি আঁকতে পারি না ।
তুমি সেই ভালোবাসা ! যা প্রতিদিন চাই
কিন্তূ তা কখনোই পাই না ।”
“একটা আঁকাশে অনেক তাঁরা
একটা জীবনে দূঃখ ভরা
অনেক রকম প্রেমের ভুল।
ভুলের জন্য জীবন দিবো,
তবুও আমি তোমারই রবো।”
“তোমার জন্য হয়ত আমি পৃথিবীর সব সুখে এনে দিতে পারব না
কিন্তু এইটা পারব যে তোমায় সারা জীবন ভালোবাসতে
যা তুমি সারা পৃথিবী খুঁজেও পাবে না।”
“ভালবাসা তোমাকে খালি ছেড়ে দিতে পারে,
প্রেম তোমাকে পুরো করতে পারে।
ভালবাসা তোমাকে তৈরি করতে পারে বা ভেঙে দিতে পারে,
ভালবাসা তোমার আত্মা হয়।”
“টিপ টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে ।
এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে !
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে !”
“তোমার চারপাশে প্রেম।
বাঁচার জন্য প্রচুর ভালবাসা আছে।
তুমি এটি দেখতে বা স্পর্শ করতে পারবেন না,
তবে ভালোবাসা সর্বত্র।””
“আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো,
আমি অশ্রু হব যদি তুমি কাঁদো,
আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ।”
“ফুল লাল, পাতা সবুজ, মন কেন এতো অবুজ।
কথা কম কাজ বেশি মন চায় তোমার কাছে আসি।”
“মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি।”
“ভালবাসা তোমার অন্তরে আছে,
ভালোবাসা তোমার মনে।
প্রেম বৈষম্য করে না,
প্রেম সর্বদা অন্ধ থাকে।”
আমি খুব অল্প কিছু চাই
– হুমায়ুন আহমেদ
আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”
আমার তুমি
– নাজনীন ফাতেমা
যেদিন প্রথম দেখায় আটকে ছিল চোখ
তুমি ছিলে অন্য বেশে
না, হাত ধরা হয়নি সেদিন
সুযোগ হয়নি হাত বাড়াবার
তবে দোলা দিয়েছিলে আমার নীল আকাশে।
দুচোখ ভরে দেখেছি মুগ্ধ হয়ে বহুবার
তবু ভরেনি আমার মন
অবাক হয়েছি ভেবে
কি আছে ওই সমুদ্রে
যার জোয়ারে ভেসে যায় বারবার আমার চোখ।
শেখালে যখন চলতে এক নতুুন পথে
মেলে ধরতে নিজেকে
ভাবিনি দেখব আবারও
তোমাকে নতুন রূপে
তোমারি হাত ধরে আজ তুমি চেনালে আমাকে।
তোমাকে না দেখলে আজ
পৃথিবী তো দূরে থাক, বাকি রয়ে যেত নিজেকে দেখার
তাই চাইনে কিছু আর
আছে একটাই চাওয়ার
বহু বেশে, বহু রূপে এসো তুমি এমনি করেই
আমার জীবনে আবারও বারবার।
আমাকে ভালোবাসার পর
– হুমায়ুন আজাদ
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার,
যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই
উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।
যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে
এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড।
পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত
ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে
নিথর স্তব্ধ হ’য়ে যেত ঢাকা শহরের জনগণ।
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায়
ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ’লে যাচ্ছি
এদিকে-সেদিকে। তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার
যেনো তুমি ওই চোখে কোন কিছুই দ্যাখো নি।
আমাকে ভালবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব,
বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়োতে,
ঘাস ভেবে দু-পা ছড়িয়ে বসবে অবাস্তবে,
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন।
না-খোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে
থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায় অজস্র ধারায়
ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল।
তোমার যে ঠোঁটে চুমো খেয়েছিলো উদ্যমপরায়ণ এক প্রাক্তন প্রেমিক,
আমাকে ভালবাসার পর সেই নষ্ট ঠোঁট খঁসে প’ড়ে
সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ।
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেনো তুমি শতাব্দীর পর শতাব্দী
শুয়ে আছো হাসপাতালে। পরমুহূর্তেই মনে হবে
মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ।
শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে
ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ-শহর আর বিংশ শতাব্দীর
জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা-ছোঁয়া মৃণালের শীর্ষে
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম-
পবিত্র অজর।
প্রেম আমার
– কল্যাণী ঘোষ
সেদিন তোমার চোখে দেখেছিলাম, আমাদের প্রেমের উষ্ণতা-
সেদিন তোমার চোখে দেখেছিলাম আমাদের প্রেমের উন্মত্ততা-
সেদিন তোমার চোখের মায়ায় জড়িয়ে ছিলাম
রাতভর
সেদিন তোমার বাহুডোরে আটকা পড়েছিলাম
ভুলে লজ্জার ঘোর-
সেদিন তুমি পথ আটকে ছিলে ,বলেছিলে,থাকতে আরো কিছুক্ষণ-
আমি তখন কপট রাগে ভেঙেছিলাম তোমার মন।
আজ এতো বছর পর ,একই ছিলো সবই-
বয়সের ছাপ,চুলের পাক,প্রেম কমাতে পারেনি কিছুই,
সোহাগ ছিলো,সুখের সংসার ছিলো,কিছু ছিলো দুঃখ মন খারাপের-
সন্তানহীন দম্পতি মোরা,তবু হেসে খেলে কাটাচ্ছিলাম সংসার-
হটাৎ আসা ঝড়ে করলো তোমায় পঙ্গু, সখা,তবু আমি মানিনি হার-
ভালোবাসা সম্বল করে বাড়িয়ে মনের জোর দুঃখ ভুলে ,
তোমায় রোজ শোনাই আমাদের ভালোবাসার পত্র ভোর ভোর।
যতদিন বাঁচবো ,বাঁচবো মোরা দুজনেতে, জানি আসবে মৃত্যু, ঘটবে বিচ্ছেদ-
তবু আমাদের ভালোবাসা রবে অমর, কোথাও থাকবে না কোনো খেদ।
যা হবে না বলা,যে প্রেম করা হবে না নিবেদন,
তা সবই রবে তোলা,যখন হবে দেখা পরপারে-
মিটিয়ে নেব বন্ধু আমার , তুমি যে আমারই প্রিয়জন।
read more: Sad Status Bangla | বাংলা কষ্টের স্ট্যাটাস
তুমি আছো তাই
– সৌমী রাহা আখুলি
তুমি আছো তাই সকালটা এতো মিষ্টি আমার কাছে,
তুমি আছো তাই গভীর রাতের অন্ধকারটা মিছে।
তুমি আছো তাই সূর্যগ্ৰহণেও গোটা দেশজুড়ে আলো,
তুমি আছো তাই মেঘলা বিকেলটা আমার লাগে ভালো।
তুমি আছো তাই সূর্যের তেজ গ্রীষ্মেও লাগে মিষ্টি,
তুমি আছো তাই ভরা ফাগুনেও গোটা দেশজুড়ে বৃষ্টি।
তুমি আছো তাই কিপ্টে লোকটা খরচে হয়েছে আজ,
তুমি আছো তাই প্রবল খরচেও মাথায় পরেনি বাজ।
তুমি আছো তাই হিমালয়ের বরফ যাচ্ছে গলে,
তুমি আছো তাই আমাজনটা দাবানলে গেল জ্বলে।
তুমি আছো তাই ওজোন স্তরে দেখা দিচ্ছে ক্ষয়,
তুমি আছো তাই সব কাজেতে দেখা যায় সংশয়।
তুমি আছো তাই গ্রামোফোনটা ঘরের মধ্যে বাজে,
তুমি আছো তাই মেকী কলহ দাম্পত্যের মাঝে।
তুমি আছো তাই তোকমা লেগেছে মন্দ মেয়ে বলে,
তুমি আছো তাই একাকীত্ব গেছে আমার চলে।
কারন প্রতিটা নিশ্বাসে তুমি ছুঁয়ে থাকো, জানি আমি জীবিত।
আমার স্পর্শ আলাদা মাত্রা পায় কারন তোমার ধুকপুক আমি শুনি
আমি শুনতে পাই তোমার আগমনী “ভালবাসা ” আমার শিরায় শিরায়।
তুমি জানো তুমি আমার ভ্যেলেন্টাইন
তাই তোমাকে আমার আলাদা করে জানাবার দরকার নেই
“হ্যাপি ভ্যেলেন্টাইন ডে” (happy valentine’s day)।
আমার প্রতিটা দিন ভ্যালেন্টাইন ডে
তোমার জন্য।
এখন সত্যি যদি কিছু থাকে এই দিনে তবে সেটা উদযাপন
কিন্তু চলন্তিকা আমার উদযাপন তো তোমায় জুড়ে আমার প্রতিদিন।
আমার প্রতিটা স্বপ্নে, প্রতিটা স্পন্দনে তুমি আছো
এর থেকে বড় ভ্যাপলেন্টাইন আর কি হতে পারে।
কিন্তু আমি পারলাম না চলন্তিকা বিজ্ঞাপনী প্রচারে তোমাকে বলতে
ভালবাসি।
কিংবা সাজানো চকলেট ডে বা ল কিস ডেতে লোক দেখাতে
তোমাকে ভালবাসি।
শুধু আমার অন্তরের তৃষ্ণা ছুঁয়ে গভীর নদী
ক্রমাগত, পরিবাহিত।
আমার বলতে লজ্জা নেই আমি তো চুমু তোমায় রোজ খায় আমার স্বপ্নে
তোমার আখরোট ঠোঁটে জিভ ছুঁয়ে খঁজে পায় চকলেট টেস্ট।
তোমার গভীর চোখে চোখ রেখে খুঁজে পাই নিজের ঠিকানা
তার জন্য আমার কিস কিংবা চকলেট ডের দরকার নেই।
দরকার নেই রোজ ডের যেখানে শুধু সাজানো সুগন্ধ
কারন আমার কাছে তুমি গোলাপের থেকে কম কোথায়।
আসলে কি জানো চলন্তিকা
আমার জংলী প্রেমে কোন ভালোবাসার উদযাপনের দরকার নেই
দরকার শুধু তোমায় আরো, আরো অনেক বেশি
শুধু আদর করবো বলে।
আমার প্রতিটা সেকেন্ড ভ্যালেন্টাইন ডে
read more: নতুন সেরা প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ | Premer Kobita
আমার ভ্যালেন্টাইন
– বন্দনা
আমি কখনও কল্পনাও করতে পারি নি যে এই দিনটি হতে পারে।
যেদিন ভালবাসা তার পথ খুঁজে পাবে
আমার হৃদয় থেকে এবং তোমার আত্মার মধ্যে।
আমার এই অনুভূতিগুলি আমার নিয়ন্ত্রণের বাইরে।
সারা জীবন আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম
তোমার মতো দেবীর জন্য, এত সুন্দর, এত সুন্দর।
শব্দগুলি আমার অনুভূতির মতো প্রকাশ করতে পারে না।
তোমার প্রতি এই অনুভূতিগুলি বাস্তবের জন্য।
আমি যাবার কারণ তুমি।
অনাদি এই বিশেষ বন্ধনকে আলাদা করতে পারে না।
আমার এই হৃদয় তোমার জন্য সংরক্ষিত।
চিরকাল এটি তোমার; এই ভালবাসা সত্য।
আমি তোমার প্রথম হতে হবে এবং তুমি আমার শেষ হতে হবে।
আমার সময়, আমার পৃথিবী, আমার সমস্ত কিছুই।
সময়ের শেষ অবধি আমি তোমাকে সবসময় ভালবাসব।
আমার ভালবাসা, আমার স্বাদ, আমার ভ্যালেন্টাইন!
( hppy valentine’s day )
আমাদের শেষ কথা
valentine’s day poem, ভ্যালেন্টাইন ডে এসএমএস এবং ভালোবাসা দিবসের কবিতা সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…