ভ্যালেন্টাইন ডে কবে পালিত হয়। ভালোবাসার সপ্তাহে (valentine’s week) কবে কোন দিন পালন করা হয় আপনি জানেন কি? আসুন ভ্যালেন্টাইন ডে কবে পালন করা হয় এবং ভালবাসা দিবস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বছরের শেষ থেকে শুরু পর্যন্ত সব দিন গুলিতেই ভালোবাসা যায়। ভালোবাসার জন্য আলাদা কোন বিশেষ দিনের প্রয়োজন হয় না। তবে ভালবাসার জন্য যদি একটি বিশেষ কোন দিন রাখা হয়, তাহলে মন্দ কি? গোটা বিশ্ব জুড়ে ভালোবাসা দিবস হিসেবে ১৪ ই ফেব্রুয়ারি দিনটি উদযাপন করা হয়।
পুরনো বছর যেতে না যেতেই শীতের অবসান ঘটিয়ে খুশির বার্তা নিয়ে উপস্থিত হয় ঋতুরাজ বসন্ত। সুমধুর কোকিলের ডাক, যেন শুধু বলে যায় ভালবাসার কথা। বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাস কে ভালোবাসার মাস হিসেবে ধরা হয়। এই ফেব্রুয়ারি মাসের জন্য সারা বছর ধরে অপেক্ষা করেন প্রেমিক-প্রেমিকারা। কারণ এই ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রিয় মানুষটিকে একাধিক উইশ ও প্রেমের প্রস্তাব জানানোর জন্য ভালোবাসার সপ্তাহ উদযাপন করা হয়। যাকে আমরা ভ্যালেন্টাইন উইক (valentine’s week) বলে থাকি।
এই ভ্যালেন্টাইন উইক (valentine’s week) এ অনেকেই তার জীবন সঙ্গীকে প্রপোজ করে থাকেন। গোলাপ ফুল দিয়ে, টেডি দিয়ে এ ছাড়াও অনেক কিছু। এই ভ্যালেন্টাইন উইক সাতদিন ধরে উদযাপন হয়। সর্বশেষে আসে ভ্যালেন্টাইন ডে। আসুন এক নজরে দেখে নিন ভ্যালেন্টাইন উইক বা ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার সপ্তাহে কবে কোন দিন পালন করা হয়।
৭ ফেব্রুয়ারি (7 February) | রোজ ডে (Rose Day) |
৮ ফেব্রুয়ারি (8 February) | প্রোপোজ ডে (Propose Day) |
৯ ফেব্রুয়ারি (9 February) | চকোলেট ডে (Chocolate Day) |
১০ ফেব্রুয়ারি (10 February) | টেডি ডে (Teddy Day) |
১১ ফেব্রুয়ারি (11 February) | প্রমিস ডে (Promise Day) |
১২ ফেব্রুয়ারি (12 February) | হাগ ডে (Hug Day) |
১৩ ফেব্রুয়ারি (13 February) | কিস ডে (Kiss Day) |
১৪ ফেব্রুয়ারি (14 February) | ভ্য়ালেন্টাই ডে (Valentine’s Day) |
ভালোবাসা দিবসের প্রথম দিনটি হল রোজ ডে (rose day)। এই দিনটিতে ভালোবাসার মানুষটিকে গোলাপ ফুল দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। এই দিনটিতে প্রেমের প্রতীক হিসেবে প্রেমিক-প্রেমিকাকে লাল গোলাপ ফুল দেওয়া হয়। আপনি আপনার প্রিয় মানুষটিকে লাল গোলাপ ফুল দিয়ে মনের কথা জানাতে পারেন।
ভালোবাসা দিবসের দ্বিতীয় দিন হল প্রপোজ ডে (propose day)। অর্থাৎ রোজ ডে-র পরই প্রোপোজ ডে। এই দিনটির অপেক্ষাতেই বসে থাকেন অনেক প্রেমিক-প্রেমিকা। এই দিনে নিজের পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দেন অনেক মানুষ। কাপলদের জন্য এই দিনটি হল একটি গুরুত্বপূর্ণ দিন। তারা প্রেমের গভীরতা বাড়াতে এই দিনে নিজেদের মনের কথা বলে থাকেন। আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনার মনের কথা জানাতে ভুলবেন না এই দিনটিতে।
চকলেট ডে (chocolate day) হলো ভালোবাসা দিবসের তৃতীয় দিন। এই দিনটিতে ভালোবাসার মানুষটিকে চকলেট দেওয়া হয়। আপনি হয়তো ভাবছেন, চকলেট দেওয়ার জন্য আলাদা আবার কোনদিন হয় নাকি? কিন্তু, ভালোবাসার সাতটি রং আছে যার মধ্যে একটি রং হল চকলেট ডে। মনের মানুষকে খুশি করতে এবং প্রেমের গভীরতা বাড়াতে প্রিয় মানুষটিকে চকলেট গিফট করা হয় এই দিনে।
রোজ ডে, প্রপোজ ডে এবং চকলেট ডে এর পরই আসে টেডি ডে(teddy day)। এই দিনটিতে প্রিয় মানুষকে টেডি বিয়ার উপহার করেন বেশিরভাগ মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা টেডি বিয়ার পছন্দ করেন। আর সেই জন্যই পছন্দের মানুষটিকে উপহার হিসেবে টেডি বিয়ার উপহার দেওয়া হয়।
ভ্যালেন্টাইন উইক এর পঞ্চম তম দিন হল প্রমিস ডে (promise day)। এই দিনটিতে প্রিয় মানুষটির সঙ্গে একে অপরে প্রতিশ্রুতি জানানো হয়। সুখ দুঃখে সবসময় একই সাথে থাকবেন, কখনো একে অপরকে ছেড়ে যাবেন না। এ ছারাও সারাটা জীবন প্রিয় মানুষটির কাছে থাকার প্রতিশ্রুতি জানান এই দিনটিতে। এটি ভ্যালেন্টাইন উইক এর একটি অন্যতম দিন।
ভ্যালেন্টাইন উইক এর ষষ্ঠতম দিন হল হাগ ডে (hug day)। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন একাধিক প্রেমিক-প্রেমিকারা। ভালোবাসার মানুষটিকে স্পর্শ করার জন্য বছরে একটি মাত্র দিন উদযাপন করা হয়। সেই জন্যই এই দিনটিতে মনের মানুষটিকে স্পর্শ করে বা জড়িয়ে ধরে মনের কথা বলে থাকেন বেশিরভাগ মানুষ।
ভ্যালেন্টাইন উইক এর সপ্তম তম দিন হল কিস ডে (kiss day)। এই দিনটি প্রেমিক-প্রেমিকাদের কাছে খুবই জনপ্রিয় একটি দিন হিসেবে মানা হয়। এই দিনটিতে মনের মানুষটিকে কপালে, হাতে বা ঠোঁটে চুম্বন করা হয়। চুম্বনের ফলে ভালোবাসার টান বা ভালবাসার গভীরতা বাড়ে। আপনার ভালোবাসার মানুষটি কে আপনি চুম্বন করে আপনার মনের কথা জানাতে পারেন।
ভ্যালেন্টাইন উইক এর শেষ দিন হল ভ্যালেন্টাইন ডে (valentine’s day)। এই দিনটিতে একে অপরের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে থাকেন মানুষেরা। মনের কথা বলে থাকেন প্রিয় মানুষটিকে। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এই সমস্ত ডে মিলিয়েই ভ্যালেন্টাইন ডে। ভালোবাসার জন্য সময়ের দরকার হয় না, না বিশেষ কোন দিন, প্রয়োজন হয় না কোন মাসের। ভালোবাসার জন্য শুধুমাত্র একটি সুন্দর মনের দরকার। প্রতিটি মানুষের মনেই ভালোবাসা রয়েছে আর সমস্ত মানুষই যেন তার ভালোবাসার মানুষটিকে পায়। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
আরও পড়ুনঃ valentine’s day poem | ভ্যালেন্টাইন ডে এসএমএস | ভালোবাসা দিবসের কবিতা
মোঃ হেদায়েতুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি ও বাণী - আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব…
প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১০৮ নাম - জগদ্বন্ধু সুন্দর ১৮৭১ সালের ২৮শে এপ্রিল ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলায়…
হ্যাপি হোলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস বা দোলযাত্রার শুভেচ্ছা বার্তা - বাঙালির বারো মাসে তেরো পার্বণ।…
মার্ক টোয়েনের উক্তি ও বাণী - মার্ক টোয়েন ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক।…
কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী - কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিংশ শতাব্দীর প্রধান…
সক্রেটিসের উক্তি ও বাণী সমুহ - সক্রেটিস ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসের তেমন কোন…