ভালবাসার ছন্দ, কবিতা, স্ট্যাটাস – ভালোবাসা হলো হৃদয়ের অভ্যন্তরীণে লুকিয়ে থাকা একটি অনুভূতি। যা প্রিয় মানুষটিকে সহজে প্রকাশ করা যায় না। ভালোবাসা হল এমন একটি জিনিস যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। প্রিয় মানুষটির কথা বার বার মনে পড়া, তার সঙ্গে কাটানো সময় মনে পড়লেই মনটা হাসিখুশিতে ভরে ওঠা, এটাই হলো ভালোবাসা। আপনার মন যার কথা সবথেকে বেশি ভাবে, তাকেই আপনি সবথেকে বেশি ভালোবাসেন। তাই প্রিয় মানুষটিকে নিজের মনের কথা জানাতে কেন এত দেরি করছেন। আজ আমরা বাছাই করা সেরা রোমান্টিক ভালবাসার ছন্দ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনার মনের কথা প্রিয় মানুষটিকে সামনাসামনি বলতে না পারলে, ভালোবাসার ছন্দ বা ভালোবাসার স্ট্যাটাস দিয়ে আপনার মনের কথা জানাতে পারেন আপনার প্রিয়জনকে। তাহলে আর দেরি কিসের নিম্নে একাধিক ভালবাসার ছন্দ দেওয়া হয়েছে চটপট সেখান থেকে বেছে নিয়ে আপনার প্রিয়জনকে পাঠিয়ে দিন।
ভালবাসার ছন্দ| Valobasar Chondo
“চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি,
তাইতো তোমায় আমি ভীষণ ভালোবাসি।।”
“একা বসে আমি যখন করি তোমার ধ্যান,
তোমার জন্য পাগল হয়ে হারিয়ে ফেলি জ্ঞান।।”
“ভালোবেসে কেন তুমি দূরে সরে থাকো,
মিলনের মাঝে কেন বিরহের ছবি আঁকো।।”
“কি দিয়ে করি পূরণ তোমার মনের আশা,
তোমার তরে রইল আমার গভীর ভালোবাসা।।”
“আকাশ ভরা চন্দ্র তারা সৃষ্টিকর্তার দান,
আমার মনে সর্বশীর্ষে তোমারই স্থান।।”
“নদী শুকালে দেখা যায় রেখা,
ভালোবাসা ছেড়ে গেলে যায় না তা দেখা!!“
ভালোবাসার স্ট্যাটাস
“আমি তোমায় ভালোবাসি কেন তুমি বোঝনা,
যদি তুমি বুঝিয়া থাকো, তাহলে কেন কাছে আসো না?”
“লাভ মোর ছলনা ইউ মোরে ভুলো না,
হ্যাপি হবো দুজনা দিস ইস মাই কামনা।।”
“চোখে যদি অশ্রু আসে আঁচল দিয়া মুছবো,
ভিক্ষা করে খাব তবু তোমায় ভালোবাসবো।।”
“যাও পাখি বলো তারে,
সে যেন কখনো ভোলে না মোরে।।”
“মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।”
ভালোবাসার ক্যাপশন
‘মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়।।
গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়।।
রাতের বেলায় সপ্ন দেখো, দিনের বেলায় নয়।।
একজনকে ভালোবাসো, দশ জনকে নয়।।”
“প্রেম তুমি বড়ই কঠিন,
প্রেমে না পড়লে বুঝা যায় না ।
প্রেম তুমি বড়ই কঠিন,
প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না ।”
“জানিনা তুমি কে ! আর কেনই বা ডাকি তোমাকে আমি ,
তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি,
তুমিতো অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী ।’
“প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাঁচায় ।
সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায় ।”
“খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।”
গভীর ভালোবাসার ছন্দ
“প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান ,
দুটি পাখির একটি নীড় , একটি নদীর দুটি তির ,
দুটি মনের একটি আশা, তার নাম ভালোবাসা ।”
“চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও ঠিক তেমনি করে একজনকে ভালোবাসি ।
তোমার ভালোবাসা যেমন করে কেউ বুঝে না,
ঠিক তেমনই করে স আমার ভালোবাসা সে বোঝে না ।”
“তুমি কি জানো পাখি কেন ডাকে ?
তোমার ঘুম ভাঙ্গাবে বলে ।
তুমি কি জানো ফুল কেন ফোটে ?
তুমি দেখবে বলে ।
তুমি কি জানো আকাশ কেন কাঁদে ?
তোমার মন খারাপ বলে ।
তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন ?
তুমি খুব ভাল বলে ।
তুমি কি জানো তুমি এতো ভালো কেন ?
তুমি আমার “প্রিয়” বলে ।”
“ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,
ভালোবাসি মেঘলা নদীর কুল,
ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি,
আর আমি ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।”
ভালোবাসার কষ্টের ছন্দ
“তোমাকে চিনতে ভুল করেছি,
তোমার চোখ দুটোর কারণে।
যতবার তাকিয়েছি,
এক মুহূর্তের জন্যও মনে হয় নি,
এই নিষ্পাপ চোখ দুটো
বেইমানী করতে জানে।”
“ভালবেসে বারবার আমার কাছে আসবে,
আর দুরে গেলে অঝর নয়নে কাঁদবে।।”
“কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন।
মনের সাথে যুদ্ধ করে, আছি সারাক্ষন।।
তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি।
আজব এক ছেলে আমি, দুঃখ পেলেও হাসি।।”
“আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে,
মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে,
পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পরে,
আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে।”
“জানিনা এই অবুজ মন কার অপেক্ষাই আছে।
জানিনা এই সরল মনে কার জায়গা হবে।।
শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব।
সারা জীবন তাকেই আমি ভীষণ ভালবাসবো।।”
“এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে,
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই!’
“এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে,
এখন ও তোমার সেই আসন, আমার হৃদয় জুড়ে।
হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি,
লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি।।”
আমাদের শেষ কথা
ভালবাসার ছন্দ, কবিতা ও স্ট্যাটাস গুলি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিবন্ধটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আরও পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ fb.com/banglaprotibedon ফলো করুন।