কেন বিরসা মুন্ডা জয়ন্তী পালিত হয় জানেন

 বিরসা মুন্ডার শুধু মুন্ডা বিদ্রোহের নায়ক নন, তিনি ছিলেন সমগ্র আদিবাসী জাতির এক কিংবদন্তি নেতা।

১৫ নভেম্বর ১৮৭৫ খ্রিস্টাব্দে রাঁচি জেলার উলিহাত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিরসা মুন্ডা।

১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে রাঁচির দক্ষিনে মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা।

 ব্রিটিশদের অত্যাচার ও অবিচার সহ্য করতে না পেরে মুন্ডা বিদ্রোহের ডাক তুলেছিলেন বিরসা মুন্ডা।

 কিন্তু বিদ্রোহের পর ১৯০০ খ্রিস্টাব্দের ৩রা মার্চ ঝাড়খন্ড রাজ্যের চক্রধরপুর গ্রাম থেকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।

 ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর রাচি জেলে বন্দি থাকা অবস্থায় কলেরা রোগে মৃত্যু হয় তার।

 তবে এই মুন্ডা বিদ্রোহের প্রধান উদ্দেশ্য ছিল স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা।

 তার এই সাহসিকতা ও আন্দোলনের জন্য তার জন্মদিন উপলক্ষে বিরসা মুন্ডা জয়ন্তী পালন করা হয়।